salil-ankola-lost-his-mother-before-ind-vs-ban-t20i

আগামী ৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ভারত এবং বাংলাদেশের (IND vs BAN) মধ্যে টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের আগেই ভারতীয় দল দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয় সুনিশ্চিত করেছে। কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে বড় জয় সুনিশ্চিত করার পরে টিম ইন্ডিয়া ইতিমধ্যেই টি-টোয়েন্টি ফরমেটের জন্য পদ্ধতি নিতে শুরু করে দিয়েছে।

ভারতীয় দলের কথা বলতে গেলে, সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে টিম ইন্ডিয়াকে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে দেখা যাবে। আর বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে দুঃখের খবর শোনালেন প্রাক্তন ভারতীয় পেসার ও প্রাক্তন নির্বাচক সলিল আঙ্কোলা। পুনের ফ্ল্যাটে পাওয়া গিয়েছে তার মায়ের মৃতদেহ।

Read More: “১৮ কোটি পাওয়ার কোনো যোগ্যতা…” হার্দিক পান্ডিয়ার উপর অসন্তুষ্ট টম মুডি, করলেন বেফাঁস মন্তব্য !!

মাতৃহারা হলেন সলিল আঙ্কোলা

Salil Ankola, ind vs ban
Salil Ankola | Image : Getty Images

ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রের হয়ে খেলতেন সলিল আঙ্কোলা। সচিন তেন্ডুলকরের সঙ্গেই একসাথে জাতীয় দলে অভিষেক হয়েছিল তার। যদিও চোটের কারণে ১৯৯৭ সালেই অবসর নেন তিনি এবং তারপর মদ্যপানের নেশায় শেষ হয় সলিলের ক্যারিয়ার। অজিত আগারকারের নেতৃত্বে ভারতীয় দলের নির্বাচক মন্ডলীর অংশ হয়েছিলেন তিনি। তবে বাংলাদেশ সিরিজের আগেই তাকে ছাটাই করে বিসিসিআই।

প্রাক্তন ক্রিকেটার সলিল আঙ্কোলার মায়ের মৃত্যুতে শোকাচ্ছন্ন ক্রিকেট বিশ্ব। পুনের ফ্ল্যাটে পাওয়া গেল দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। পুলিস সূত্রের খবর অনুযায়ী, মৃতের ঘাড়ের আঘাতে চিহ্ন রয়েছে। সমাজ মাধ্যমে বাকরুদ্ধ হয়ে এই বার্তা দিলেন সলিল এবং ক্যাপশানে লিখেছেন, ‘বিদায় মা’।

Read Also: IND vs BAN: বাংলাদেশ সিরিজের জন্য টি-২০ স্কোয়াড ঘোষণা ভারতের, বাদ পড়লেন খোদ অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *