ইউনিস খান – ৯০.৩৬ লাখ
ইউনিস খান ২০০৮ সালে পাকিস্তানের হয়ে বেশ ভালো খেলেছিলেন। আইপিএলের প্রথম মরশুমে রাজস্থান রয়্যালস তাকে ৯০.৩৬ লাখ টাকায় কিনেছিল। খান সেই মরশুমে রয়্যালসের সাথে আইপিএল জিতেছিলেন। কিন্তু, তিনি রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র একটি ম্যাচে খেলেন। সেই ম্যাচে তিনি করেন তিন রান।