saina-nehwal-announces-divorce

লর্ডসে চলছে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচ। ১৯৩ তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ভারতীয় দলের স্কোর ৪ উইকেটের বিনিময়ে ৫৮ রান। এখনও প্রয়োজন ১৩৫ রান, হাতে মাত্র ৬ উইকেট। কোন দিকে গড়াবে ফলাফল? অধীর আগ্রহে সেই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করছেন ক্রীড়াপ্রেমীরা। ‘ক্রিকেটের মক্কায়’ ভারত যখন লড়ছে বেন স্টোকসদের বিরুদ্ধে, তখন অন্য একটি খবর কার্যত চমকে দিয়েছে দেশের খেলাধূলার দুনিয়াকে। আচমকাই বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল (Saina Nehwal)। ২০১৮ সালের ১৪ ডিসেম্বর তিনি সাত পাকে বাঁধা পড়েছিলেন ব্যাডমিন্টন দুনিয়ারই আরেক নক্ষত্র পারুপাল্লি কাশ্যপের (Parupalli Kashyap) সাথে। সাত বছরের সম্পর্ক ভাঙছে তাঁদের।

Read More: “ও শেহবাগের চেয়েও আগ্রাসী…” পন্থের প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম জাফর, দিলেন ‘এক্স-ফ্যাক্টর’ তকমা !!

বিবাহবিচ্ছেদ সাইনা নেহওয়ালের-

Saina Nehwal and Parupalli Kashyap | বিবাহবিচ্ছেদ | Image: Twitter
Saina Nehwal and Parupalli Kashyap | Image: Twitter

সাত বছর একসাথে পথ চলার পর গতকাল দাম্পত্য জীবনে পূর্ণচ্ছেদ টানার সিদ্ধান্ত প্রকাশ্যে আনলেন সাইনা নেহওয়াল (Saina Nehwal) ও পারুপাল্লি কাশ্যপ (Parupalli Kashyap)। ইন্সটাগ্রাম স্টোরিতে গতকাল সাইনা লেখেন, “জীবন মাঝেমধ্যে আমাদের ভিন্ন ভিন্ন দিশায় নিয়ে যায়। অনেক ভাবনাচিন্তার পর কাশ্যপ পারুপাল্লি ও আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমরা শাস্তি, উন্নতি ও নিরাময়কে বেছে নিয়েছি-নিজেদের জন্য এবং একে অপরের জন্যও।” ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী তারকা আরও লিখেছেন, “স্মৃতিগুলোর জন্য আমি কৃতজ্ঞ এবং ভবিষ্যতে সব ভালো হোক, শুধুমাত্র এটুকুই চাই।” সংবাদমাধ্যমের ও অনুরাগীদের জন্য সাইনার বার্তা, “বিষয়টির গুরুত্ব বুঝে এই সময় আমাদের গোপনীয়তাকে সম্মান করার জন্য আপনাদের ধন্যবাদ।”

সাইনা বিচ্ছেদের ঘোষণা করলেও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেন নি কাশ্যপ (Parupalli Kashyap)। বরং সাইনার ঘোষণার ঘন্টা ছয়েক আগে অ্যাওয়েকেনিং ফেস্টিভালে বন্ধুদের সাথে আনন্দ করার একটি ছবি ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘বেস্টেস্ট।’ গত ১১ থেকে ১৩ জুলাই ঐ অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিলো নেদারল্যান্ডসের হিলভারেনবিকে। সম্পর্কে পূর্ণচ্ছেদ পড়লেও মানসিক ভাবে ভারতীয় ব্যাডমিন্টন তারকা যে অন্ধকারে নেই তা স্পষ্ট করেছে ঐ ছবি, মনে করছেন অনেকে। ঠিক কি কারণে সাত বছরের সম্পর্কে দাঁড়ি টানলেন দুই শাট্‌লার? তা পরিষ্কার নয় এখনও। আচমকা এহেন সিদ্ধান্তে স্তম্ভিত অনুরাগীরা। নেটদুনিয়ায় ইতিমধ্যেই বিস্ময় প্রকাশ করেছেন তাঁরা।

দেখুন সাইনা’র ইন্সটাগ্রাম স্টোরিটি-

লর্ডস টেস্টের মাঝেই বিবাহবিচ্ছেদ তারকা খেলোয়াড়ের, স্তম্ভিত অনুরাগীরা !! 1

সংক্ষেপে সাইনা ও কাশ্যপের কেরিয়ার-

Saina Nehwal and Parupalli Kashyap | Image: Twitter
Saina Nehwal and Parupalli Kashyap | Image: Twitter

হায়দ্রাবাদে পুলেল্লা গোপীচাঁদের অ্যাকাডেমিতে অনুশীলন করতেন সাইনা (Saina Nehwal) ও কাশ্যপ দু’জনেই। মেয়দের ব্যাডমিন্টনে একটা সময় ‘আইকন’ হয়ে উঠেছিলেন সাইনা। প্রথম ভারতীয় মহিলা হিসেবে বিশ্বর‍্যাঙ্কিং-এর শীর্ষে উঠে এসেছিলেন তিনি। অলিম্পিক পদকের পাশাপাশি এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসের মত বড় মঞ্চেও পদক জিতেছেন সাইনা। ২০২৩-এর পর থেকে আর কোর্টে দেখা যায় নি তাঁকে। আর্থ্রাইটিসে ভুগছেন, জানিয়েছিলেন শ্যুটার গগন নারাং-এর হাউজ অফ গ্লোরি পডকাস্টে। বিশ্বর‍্যাঙ্কিং-এর প্রথম দশে জায়গা করে নিয়েছিলেন পারুপাল্লি কাশ্যপ’ও (Parupalli Kashyap)। ২০১৪ সালে কমনওয়েলথ গেমসে সোনা জেতেন তিনি। ২০২৪-এর গোড়ায় ব্যাডমিন্টন থেকে অবসর নেওয়ার পর কোচিং-এর দিকে ঝুঁকেছিলেন তারকা শাট্‌লার।

Also Read: “২-০ এগিয়ে থাকতাম…” টিম ইন্ডিয়াকেই ‘ফেভারিট’-এর তকমা দিচ্ছেন ওয়াসিম জাফর, শুভমানদের শুভেচ্ছা প্রাক্তনীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *