sai-thanks-captain-shubman-gill

গত মে মাসের ৭ তারিখ টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন রোহিত শর্মা (Rohit Sharma)। অধিনায়ক পদে তাঁর উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয় শুভমান গিল’কে (Shubman Gill)। ইংল্যান্ড উড়ে যাওয়ার আগে গত ৫ জুন মুম্বইতে একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন ২৫ বর্ষীয় তারকা। বিরাট বা রোহিতদের নেতৃত্বের ধরণকে অনুকরণ করবেন না তিনি, স্পষ্ট জানিয়েছিলেন শুভমান। চেয়েছিলেন নেতৃত্বের নিজস্ব ধারা তৈরি করতে। এখনও পর্যন্ত লিডস, এজবাস্টন ও লর্ডসে তিনটি টেস্ট ম্যাচে দেশের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন তিনি। তাঁর অধিনায়কত্ব আশার সঞ্চার করেছে বিশেষজ্ঞদের মধ্যে। সহজাত আগ্রাসনের পাশাপাশি ফিল্ডিং সাজানো বা বোলার পরিবর্তনের ক্ষেত্রে মগজাস্ত্রের মুন্সীয়ানার পরিচয়ও দিয়েছেন শুভমান (Shubman Gill)। এছাড়া সতীর্থদের সতীর্থদের যে কোনো পরিস্থিতিতে সমর্থন’ও যে তিনি যুগিয়ে চলেছেন নিয়মিত, তা ফাঁস করেছেন সাই সুদর্শন।

Read More: শুধুমাত্র ইংল্যান্ড সিরিজ নয়, শ্রীলঙ্কার বিপক্ষেও বাদ ঋষভ পান্থ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য !!

শুভমান’কে ধন্যবাদ জানালেন সাই-

Yashasvi Jaiswal and Sai Sudharsan | Image: Getty Images
Yashasvi Jaiswal and Sai Sudharsan | Image: Getty Images

ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার আগেই আইপিএলে (IPL) গুজরাত টাইটান্সকে (GT) নেতৃত্ব দিয়েছেন শুভমান গিল (Shubman Gill)। তাঁর নেতৃত্ব দেওয়ার ধরণের মধ্যে টিম ইন্ডিয়া প্রশিক্ষক গৌতম গম্ভীরের (Gautam Gambhir) চেয়ে অনেক বেশী স্পষ্ট গুজরাত টাইটান্স কোচ আশিষ নেহরার প্রভাব, গতকাল ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিনের পর সাংবাদিক সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন সাই সুদর্শন (Sai Sudharsan)। লিডসে সিরিজের প্রথম ম্যাচটিতে খেলেছিলেন তিনি। ব্যাট হাতে বিশেষ সুবিধা করতে পারেন নি। তার পরেও তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন অধিনায়ক, স্বীকার করে নিয়েছেন সাই। গুজরাত টাইটান্সে খেলেন তিনিও। আইপিএলে যেভাবে দায়িত্ব সামলান শুভমান (Shubman Gill), টেস্ট দলের ক্ষেত্রেও একই পন্থা বেছে নিয়েছেন তিনি, গতকাল বলতে শোনা গিয়েছে তামিলনাড়ুর তরুণ’কে।

“প্রথম ম্যাচের পর পর্দার পিছনে শুভি (শুভমান গিল) আমায় সম্পূর্ণ সমর্থন যুগিয়েছিলো। ও সবাইকে সবকিছু স্পষ্ট ভাবে বলে। ঠিক আইপিএলের শুভি’র মতই,” বলেছেন সাই (Sai Sudharsan)। ম্যাঞ্চেস্টারে ৬১ রানের ঝলমলে ইনিংস খেলেছেন বাম হাতি তারকা। ভাগ করে নিয়েছেন অভিজ্ঞতা। জানান, “অসমান বাউন্স রয়েছে, গতির তারতম্য রয়েছে। গোটা দিন জুড়ে বল নড়াচড়া করছিলো। পিচে কিছু না কিছু হচ্ছিলো। কি করে যে ফাইন লেগে খোঁচা দিয়ে বসলাম তা জানি না। ইংল্যান্ডে এমনটা অন্যান্য ব্যাটারদের সাথেও হয়। আমি সেটা জেনেই এসেছিলো। আমি এটাকে চাপ হিসেবে নিচ্ছি না বরং নিজেকে জাহির করার একটা সুযোগ হিসেবে দেখছি। আমি ঐ পরিস্থিতিতে খেলতে চেয়েছিলাম, দলের হয়ে কার্যকরী ভূমিকা নিতে চেয়েছিলাম।”

রান নেই শুভমানের ব্যাটে-

Shubman Gill and Ben Stokes | Image: Getty Images
Shubman Gill and Ben Stokes | Image: Getty Images

তেন্ডুলকর-অ্যান্ডারসন সিরিজের শুরুটা দুর্দান্ত ভাবে করেছিলেন শুভমান গিল (Shubman Gill)। হেডিংলেতে প্রথম টেস্টে তাঁর ব্যাট থেকে এসেছিলো শতরান। এরপর এজবাস্টনে রেকর্ড বইতে জায়গা করে নেন তিনি। প্রথম ইনিংসে করেন ২৬৯ আর দ্বিতীয় ইনিংসে খেলেন ১৬১ রানের ইনিংস। ইংল্যান্ডের মাঠে কোনো ভারতীয়ের খেলা সর্বোচ্চ রানের ইনিংসটির মালিক হন। পাশাপাশি টেস্ট ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রান করার রেকর্ড’ও গড়েন তিনি। পাঁচ ম্যাচে ১০০০ রানের গণ্ডী পেরিয়ে যাবেন কিনা তা নিয়ে সেই সময় শুরু হয়েছিলো জল্পনা। কিন্তু তৃতীয় টেস্ট থেকে আচমকাই রান খরা ভারত অধিনায়কের ব্যাটে। লর্ডস টেস্টে দুই ইনিংসে আউট হয়েছিলেন যথাক্রমে ১৬ ও ৬ করে। সাফল্য পেলেন না ম্যাঞ্চেস্টারেও। গতকাল ১২ রান করে স্টোকসের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি।

Also Read: ডি ভিলিয়ার্সের সেরা একাদশে দুই ভারতীয়, জায়গা হলো না শচীন তেন্ডুলকরের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *