বন্ধুকে স্বপ্ন দেখিয়ে দলে সুযোগ দিলেন না পান্ডিয়া, ট্যালেন্ট দেখিয়েও পেলেন না জাতীয় দলে সুযোগ !! 1

WI vs IND: গতবছর বিশ্বকাপ টি-টোয়েন্টির পর পরিবর্তন হয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়কের। রোহিত শর্মার (Rohit Sharma) পরিবর্তে টিম ইন্ডিয়ার দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) উপর। তবে, দলের দায়িত্ব পেয়েও নিজের বন্ধুকে ধোকা দিলেন হার্দিক। হার্দিক তার দলে বন্ধুকেই সামিল করলেন না। বর্তমানে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের (WI vs IND) বিরুদ্ধে তিন ফরম্যাটের সিরিজ খেলছে যেখানে ওডিআই ও টেস্ট ফরম্যাটের প্রতিটি ম্যাচ খেলে ফেলেছে। এবার ৩ আগস্ট থেকে শুরু হতে চলেছে টি টোয়েন্টি সিরিজ। আর এই সিরিজে জায়গা হলো না হার্দিকের পরম মিত্রের।

Read More: WI vs IND: এই ৬ জন খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজ সফরের মধ্যেই ভারতে ফিরবেন, T20 সিরিজে যাবে না দেখা !!

হার্দিক পান্ডিয়া করলেন বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা

Sai Sudarshan and Hardik Pandya , wi vs ind
Hardik Pandya and Sai Sudarshan | Image: Getty Images

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের (WI vs IND) বিরুদ্ধে এই খেলোয়াড় নির্বাচন করা নিশ্চিত ছিল, কিন্তু তাকে দেওয়া হলো না সুযোগ। এবছর আইপিএলের মাধ্যমে এই ব্যাটসম্যানের সন্ধান পাওয়া গিয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের হয়ে এই ব্যাটসম্যান অভিষেকের শক্তিশালী প্রতিযোগী ছিলেন। আইপিএল ২০২৩ এর সময় অধিনায়ক হার্দিক পান্ডিয়া তার খেলা দেখে তাকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি জলদি টিম ইন্ডিয়ায় সুযোগ পাবেন। গুজরাত টাইটান্স দলের হয়ে খেলতে থাকা সাই সুদর্শনকে আশ্বাস দিয়েছিলেন তিনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ এই ব্যাটসম্যানকে সুযোগ দেওয়া হয়নি।

আইপিএল ২০২৩ ফাইনালে গুজরাট টাইটান্সের হয়ে সাই সুদর্শন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪৭ বলে ৯৬ রানের একটি স্মরণীয় ইনিংস খেলেছিলেন। পাশাপাশি আইপিএল ২০২৩ এর ১৩ টি ম্যাচ মিলে সাই সুদর্শন ৫০৭ রান করেও টিম ইন্ডিয়াতে সুযোগ পাননি। তবে, এশিয়ান কাপসের দলে তারা সুযোগ পেয়েছিলেন এবং ৭৩.৩৩ গড়ে ৫ ম্যাচে ২২০ রান করেছেন। পাশাপাশি, বর্তমানে ঘটতে থাকা দেহধর ট্রফিতে বেশ দারুন ব্যাটিং করছেন সাই সুদর্শন।

উইন্ডিজের বিরুদ্ধে ভারতের T20 আন্তর্জাতিক দল :

ইশান কিশান (উইকেটরক্ষক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, উমরান মালিক, আভেশ খান এবং মুকেশ কুমার।

Read Also: WI vs IND: এই খেলোয়াড়কে সুযোগ দিয়ে বারবার ভুল করছে বিসিসিআই, ক্যাপ্টেন পান্ডিয়া রাখবেন তাকে দলের বাইরে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *