শুভমান গিলের বন্ধু বলেই দিল্লি একাদশে আবার পাবে সুযোগ, নয়তো রঞ্জি খেলার যোগ্য নয় !! 1

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে আপাতত এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া (Team India News)। সিরিজের প্রথম ম্যাচটি আহমেদাবাদে অনুষ্ঠিত হয়েছিল। ভারতীয় দল সিরিজের প্রথম ম্যাচে উইন্ডিজ দলকে ইনিংস ও ১৪০ রানে পরাস্ত করেছিল। এই পরিস্থিতিতে ভারতীয় দল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ফাইটব্যাক দেখাতে চাইবে। প্রথম টেস্টের কথা বলতে গেলে ভারত প্রথম টেস্টে উইন্ডিজ দলকে একেবারে একতরফা ভাবেই পরাস্ত করেছিল। ভারতের বেশিরভাগ খেলোয়াড়রা দুর্দান্ত ছন্দ দেখিয়েছিলেন এই টেস্টে। তবে, ক্যাপ্টেন শুভমান বন্ধু (Shubman Gill’s friend) এই টেস্টে সম্পূর্ণ রূপে ফ্লপ হয়েছেন। তবুও তাকে দিল্লি টেস্টে সুযোগ দেওয়া হবে।

শুভমান গিলের বন্ধু পাচ্ছেন আবার সুযোগ

শুভমান গিল
Shubman Gill and Co | Image: Getty Images

ভারতীয় দলে একেরপর খেলোয়াড়রা রয়েছেন যারা শুভমান গিলের বন্ধু। বেশ কিছু ক্রিকেটারের শুভমান গিলের সঙ্গেই তাদের ক্যারিয়ার গড়ে তুলেছেন। শুভমান গিলের এই বন্ধুটি হলেন সাই সুদর্শন। দুজনে আইপিএলে গুজরাত টাইটান্স দলের হয়ে খেলে থাকেন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিলেন তামিলনাড়ুর সাই সুদর্শন (Sai Sudharsan)। ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার বর্তমানে তিন নম্বরে জায়গা করে নিয়েছেন ভারতীয় টেস্ট দলে। তবে, উইন্ডিজদের বিরুদ্ধে প্রথম ইনিংসেই ব্যার্থ হয়েছিলেন সুদর্শন। প্রতিভাবান তারকা খেলোয়াড় যেভাবে প্রদর্শন দেখিয়েছেন তাতে সমাজ মাধ্যমে ভক্তদের নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতীয় দলের এই তরুণ তারকা আন্তর্জাতিক ক্রিকেটে যেভাবে মুখ থুবড়ে পড়েছেন তাতে ভক্তরা বেজায় অখুশি। বীহ কিছু ভক্ত দাবি জানিয়েছেন – সাই সুদর্শনের মতন খেলোয়াড় রঞ্জি খেলারও যোগ্য নন।

Read More: দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা হেড-কামিন্সের, আইপিএল দলের সাথে ৫৮ কোটি টাকার ডিল !!

আন্তর্জাতিক মঞ্চে ছন্দ ছাড়া সুদর্শন

Ind vs wi
Sai Sudharsan | Image: Getty Images

প্রসঙ্গত, ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলের মঞ্চে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর পর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের ভারতীয় দলে ডাক পেয়েছিলেন সাই সুদর্শন (Sai Sudharsan)। তবে, ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যার্থ ছিলেন তিনি। প্রথম ইনিংসেই ০ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর, ৩০ রান বানান দ্বিতীয় ইনিংসে। দ্বিতীয়বার সুযোগ পেয়ে ৬১ রানের লড়াকু ইনিংস খেলার পাশাপশি ০ রানে উইকেট হারিয়ে ফেলেন তিনি। শেষ টেস্টে ৩৮ ও ১১ রান বানান তিনি। এরপর সরাসরি ঘরের মাঠে উইন্ডিজদের বিরুদ্ধে লড়াইয়ে ৭ রান বানিয়ে আউট হয়ে যান। সূত্রের দাবি এত ব্যর্থতার পরেও দ্বিতীয় টেস্টে সুযোগ পাবেন। দ্বিতীয় টেস্টটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, আর এই মাঠে কামব্যাক করতে চাইবেন সুদর্শন।

Read Also: ‘৪,৪,৪,৪,৪,৪..’, অস্ট্রেলিয়ান তারকার অবিশ্বাস্য ইনিংস, মুছে গেল ব্রায়ান লারার ৪০০’রানের রেকর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *