এশিয়া কাপ (Asia Cup 2025) দিয়ে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করছে ভারতীয় দল। আসন্ন এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ব্লু ব্রিগেডদের নেতৃত্ব দিতে চলেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন শুভমান গিল (Shubman Gill)। এই দলে তরুণ ক্রিকেটারদের পাশাপাশি অভিজ্ঞ ক্রিকেটারদের জায়গা দেওয়া হয়েছে। গৌতম গম্ভীর (Gautam Gambhir) লাল বলের দলকে সম্প্রতি নতুন করে সাজিয়েছিলেন। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) টেস্টে অবসরের পর অধিনায়ক হিসেবে গিলের ওপর দায়িত্ব তুলে দেওয়া হয়। সুযোগ পান তরুণ ক্রিকেটার সাই সুদর্শনও (Sai Sudarshan)। এবার তিনি আবারও তিনি ভারতীয় দলে জায়গা পেলেন।
Read More: “যুবরাজকে ধোনিও ভয় পেতো..”, যোগরাজ সিং’এর বিস্ফোরক মন্তব্যে তোলপাড় ক্রিকেট মহল !!
দলে ফিরলেন সাই সুদর্শন-

এই বছর আইপিএলে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন সাই সুদর্শন (Sai Sudarshan)। তিনি একাই গুজরাট টাইটান্সের (GT) হয়ে ১৫ ম্যাচে ৭৫৯ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। হাঁকিয়েছিলেন ৬ টি অর্ধশতরান। এরপরই ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন এই তারকা ব্যাটসম্যান। তবে ব্যাট হাতে সেইভাবে পারফর্ম্যান্স করতে পারেননি তিনি। ৩ ম্যাচে সংগ্রহ করেন মাত্র ১৪০ রান। ফলে আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) ১৫ সদস্যের দলে জায়গা করে নিতে পারেননি এই তারকা।
তবে এবার এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগেই ভারতীয় দলে ফিরলেন তিনি। এশিয়ার সবচেয়ে বড়ো ক্রিকেট মহারণের মধ্যেই ভারতীয় ‘এ’ দল ঘরের মাঠে অস্ট্রেলিয়া ‘এ’ (IND ‘A’ vs ENG ‘A’) দলের বিপক্ষে মাঠে নামতে চলেছে। ১৬ সেপ্টেম্বর এবং ২৩ সেপ্টেম্বর থেকে দুটি লাল বলের সিরিজে মাঠে নামবে তারা। এই গুরুত্বপূর্ণ টেস্ট মহারণে ডাক পেলেন সাই সুদর্শন (Sai Sudarshan)। আজ নতুন এই ভারতীয় ‘এ’ দল প্রকাশ করা হয়েছে।
নেতৃত্বর দায়িত্বে শ্রেয়স-

গত বছর আইপিএলে (IPL 2025) শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। এই বছর তিনি পাঞ্জাব কিংসের (PBKS) অধিনায়কের দায়িত্বে ছিলেন। টুর্নামেন্টে ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফে জায়গা করে নেয় প্রীতি জিন্টার (Prity Zinta) দল। এরপর দুরন্ত পারফর্ম্যান্স করে ফাইনালেও প্রবেশ করে তারা। ট্রফি জয় করতে না পারলেও এই দলের হয়ে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন শ্রেয়স (Shreyas Iyer)।
তিনি টুর্নামেন্টে ১৭ ম্যাচের মধ্যে ৬০৪ রান সংগ্রহ করে ভক্তদের মুগ্ধ করেন। ফলে মনে করা হচ্ছিল এই তারকা ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে পাঁচ ম্যাচে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের ভারতীয় লাল বলের ক্রিকেটে কামব্যাক করবেন। রোহিত শর্মার পর তিনি হয়তো এই ফরম্যাটের নেতৃত্বের দায়িত্ব পাবেন বলে বিশেষজ্ঞরা মনে করছিলেন। কিন্তু তিনি দল থেকেই বাদ পড়েন। এমনকি আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দলে সুযোগ পাননি শ্রেয়স (Shreyas Iyer)। এবার অস্ট্রেলিয়ার ‘এ’ দলের বিপক্ষে ভারতীয় ‘এ’ দলের হয়ে নেতৃত্ব দিতে চলেছেন এই তারকা ব্যাটসম্যান।