ভারতীয় দল (Team India) গতকাল বাংলাদেশের বিরুদ্ধে ২৮০ রানের একটি বড় জয় সুনিশ্চিত করেছে। ভারতীয় দলের (Team India) সামনে আবার বাংলাদেশের বিরুদ্ধে পরবর্তী ম্যাচটি শুরু হতে চলেছে আগামী শুক্রবার থেকে। তার আগে দলের তরুণ খেলোয়াড় শুভমান গিলের (Shubman Gill) আপাতত সমাজ মাধ্যমের শিরোনামে উঠে এসেছে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে শতরান হাকিয়ে ছিলেন শুভমান। তবে তার হাঁকানো শত রানে খুশি নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
গুজরাতের প্লেয়ার কেড়ে নেবেন গিলের জায়গা
বিগত কয়েক টেস্ট সিরিজ ধরেই শুভমান একটি ইনিংসে ফ্লপ ব্যাটিং করেন এবং আরেকটি ইনিংসে ভালো ব্যাটিং করেন। আর এই পরিস্থিতিতে গুজরাতের প্লেয়ার তাকে প্রাপ্তিস্থাপন করতে পারেন। প্রসঙ্গত গুজরাতের প্লেয়ারটি হলেন সাই সুদর্শন (Sai Sudarshan)। সাই সুদর্শন আইপিএলে গুজরাত টাইটান্স দলের হয়ে খেলে থাকেন। শুভমান গিলের সতীর্থ হলেন সাই। সাই ইতিমধ্যেই ভারতের জার্সিতে অভিষেক করে ফেলেছেন। তবে শুভমানের জন্য তিনি জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না।
Read More: Team India: হার্দিক বা গিল নয়, রোহিতের পর ওডিআই দলের নেতৃত্ব দেবেন এই ক্রিকেটার !!
এই পরিস্থিতিতে সাই ঘরোয়া ক্রিকেটে বেশ দারুন প্রদর্শন করেছেন। সদ্য দুলীপ ট্রফিতে ইন্ডিয়া-সি-এর হয়ে খেলার সময় সুদর্শন ১১১ রানের ইনিংস খেলেছিলেন। সাই সুদর্শন অবশ্যই তার এই দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন। প্রসঙ্গত, দলীপ ট্রফির শেষ রাউন্ডে ভারত-সি মুখোমুখি হয়েছিল ভারত-এ দলের৷ ভারত-এ জয়ের জন্য ভারত-সিকে ৩৫০ রানের টার্গেট দিয়েছিল। এই রান তাড়া করতে এসে কেবলমাত্র সাই সুদর্শন ও ক্যাপ্টেন ঋতুরাজ ভালো প্রদর্শন দেখিয়েছিলেন। যার ফলে ২১৭ রান বানাতে সক্ষম হয় ভারত সি দল। এক প্রান্ত সামলাতে দেখা যায় সাই সুদর্শনকে। ২০৬ বল খেলে ১১১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সুদর্শন এবং তার এই ইনিংসে তিনি ১২টি চার মেরেছিলেন।
ভারতীয় দলে এন্ট্রি নেবেন সুদর্শন
ভারতীয় দলের (Team India) হয়ে ২২ বছর বয়সী সাই সুদর্শন ৩টি ওডিআই ম্যাচে ৬৩.৫ গড়ে এবং ৮৯.৪৪ স্ট্রাইক রেটে ১২৭ রান বানিয়েছেন। তাছাড়া, জিম্বাবুয়ের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচে নির্বাচিত হলেও তাকে সুযোগ দেওয়া হয়নি স্কোয়াডে। তবে চলতি সময়ে ঘরোয়া ক্রিকেটে বেশ দারুন ফর্মে রয়েছেন সুদর্শন এবং এই বছর তিনি প্রথম শ্রেণীর খেলায়, আইপিএলে, টিএনপিএলে, কাউন্টি ক্রিকেটে ও দুলীপ ট্রফির মঞ্চে শতরান হাঁকিয়েছেন। তার এই পারফরমেন্সের জেরে তিনি ভারতীয় দলে শুভমান গিলের জায়গাটি নিতে পারেন।