ঈশান কিষান নন গুজরাতের এই দুরন্ত ব্যাটসম্যান বেশি যোগ্য, BCCI দিল না পাত্তা !! 1

IPL 2025: এই বছর আইপিএলে অভিজ্ঞ তারকাদের সঙ্গে সঙ্গে তরুণ ক্রিকেটার‌রা‌ও দুরন্ত পারফর্মেন্স করে সমর্থকদের মন জয় করে নিচ্ছেন। মাত্র ১৪ বছর বয়সে রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেক করে হ‌‌ইচ‌ই ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। অন্যদিকে আইপিএলের মধ্যেই বিসিসিআই জাতীয় দলের ক্রিকেটারদের বার্ষিক কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবং ঈশান কিষাণ (Ishan Kishan) আবার নিজেদের জায়গা ফিরে পেয়েছেন। কিন্তু চলতি আইপিএলে দুরন্ত ফর্মে থাকা এই ক্রিকেটার বিসিসিআইয়ের (BCCI) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া উচিত ছিলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Read More: চলতি আইপিএলেই বড়ো সিদ্ধান্ত সৌরভ গাঙ্গুলির, সরিয়ে নিলেন নাম !!

জায়গা পেতে পারতেন এই তারকা ব্যাটসম্যান-

ঈশান কিষান নন গুজরাতের এই দুরন্ত ব্যাটসম্যান বেশি যোগ্য, BCCI দিল না পাত্তা !! 2
Sai Sudarshan | Image: Getty Images

এই বছর আইপিএলে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) হয়ে ওপেনিং করতে নেমে ধারাবাহিকভাবে রান করে নজর কাডছেন সাই সুদর্শন (Sai Sudarshan)। তিনি ইতিমধ্যেই ৮ ম্যাচের ৪১৭ রান সংগ্রহ করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে পৌঁছে গেছেন। চলতি আইপিএলে প্রথম ৪০০ রান সম্পূর্ণ করা ক্রিকেটার এই ব্যাটসম্যান। সাই সুদর্শনের (Sai Sudarshan) ব্যাট থেকে এসেছে মোট ৫ টি অর্ধশতরান। ফলে ঈশান কিষাণের বদলে এই ক্রিকেটারের বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি পাওয়া উচিত ছিলো বলে অনেকেই মনে করছেন। ঈশান কিষাণ (Ishan Kishan) এই বছর আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথম ম্যাচে দুরন্ত শতরান করেছিলেন। কিন্তু তারপর বাকি ৬ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৩২ রান‌। ফলে এই ব্যাটসম্যানের ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে।

সাই সুদর্শনের হাত ধরে এগিয়ে গুজরাট-

ঈশান কিষান নন গুজরাতের এই দুরন্ত ব্যাটসম্যান বেশি যোগ্য, BCCI দিল না পাত্তা !! 3
GT | Image: Getty Images

এই বছর আইপিএলে সাই সুদর্শনের (Sai Sudarshan) দুরন্ত ব্যাটিংয়ের সঙ্গে একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে এগিয়ে চলেছে গুজরাট টাইটান্স (GT)। পাঞ্জাব কিংসের (PBKS) বিপক্ষে প্রথম ম্যাচে ১১ রানে হারের সম্মুখীন হয়ে যাত্রা শুরু করেছিল শুভমান গিলের (Shubman Gill) দল। তবে বর্তমানে ৮ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে জয় তুলে নিয়ে ১২ পয়েন্টের সঙ্গে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গেছে তারা। এই মুহূর্তে তাদের নেট রান রেট +১.১০৪। অন্যদিকে শেষ ম্যাচে গুজরাট কলকাতা নাইট রাইডার্সকে (KKR) ইডেন গার্ডেন্সে ৩৯ রানে পরাজিত করেছে। এই ম্যাচে ৩৬ বলে ৫২ রানের ইনিংস খেলেন সাই সুদর্শন। এছাড়াও অধিনায়ক শুভমান গিল ৫৫ বলে ৯০ রানের ইনিংস খেলেন।

Read Also: IPL 2025: নাইটদের ব্যর্থতায় রুষ্ট শাহরুখ খান, কঠিন পদক্ষেপ নিয়েছেন বলিউড বাদশাহ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *