সাই সুদর্শন-শুভমান গিলের এন্ট্রি, বাদ জয়সওয়াল, প্রকাশ্যে এলো ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল !! 1

স্থগিত থাকার পর এই বছর আইপিএলে (IPL 2025) আবারও প্রাণের সঞ্চার ঘটেছে। রবিবার দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্সের (Delhi Capitals vs Gujarat Titans) ম্যাচের পর টুর্নামেন্টের প্লে অফের ছবিটাও অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। ইতিমধ্যেই চলতি আইপিএলের (IPL 2025) শেষ চারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), গুজরাট টাইটান্স (GT) এবং পাঞ্জাব কিংস (PBKS) নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। অন্যদিকে জাতীয় নির্বাচকরা আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলের (IND vs ENG) টেস্ট সিরিজের কথা মাথায় রেখে একাধিক ক্রিকেটারদের ওপর বিশেষ নজর রেখেছে। এই সফরে ভারতীয় দলের বিষয় এবার গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো।

Read More: ভারতের নতুন এই টেস্ট অধিনায়কের নাম প্রকাশ শুধু সময়ের অপেক্ষা, জাতীয় নির্বাচকদের পছন্দে এগিয়ে তিনি !!

গুরুত্বপূর্ণ দায়িত্বে সুদর্শন-গিল জুটি-

সাই সুদর্শন-শুভমান গিলের এন্ট্রি, বাদ জয়সওয়াল, প্রকাশ্যে এলো ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল !! 2
Sai Sudarshan and Shubman Gill | Images: Getty Images

রোহিত শর্মা (Rohit Sharma) সম্প্রতি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নেওয়ায় লাল বলের ক্রিকেটে শক্তিশালী ওপেনার খোঁজার জন্য কর্মকর্তারা মাঠে নেমে পড়েছেন। অনেকেই মনে করেছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং শুভমান গিল (Shubman Gill) জুটি ইংল্যান্ড সফরে ভারতীয় টেস্ট দলের ওপেনার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন। কিন্তু সাই সুদর্শন (Sai Sudarshan) ধারাবাহিকভাবে এই বছর আইপিএলে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে নির্বাচকদের নজরে উঠে এসেছেন। রবিবার দিল্লি ক্যাপিটালসের (DC) বিপক্ষে ২০০ রান তাড়া করতে নেমে গুজরাটের হয়ে সাই সুদর্শন (Sai Sudarshan) এবং শুভমান গিল (Shubman Gill) ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। সাই সুদর্শন ৬১ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন। এই তরুণ ব্যাটসম্যান ইনিংসটা ১২ টি চার এবং ৪ টি ছয় দিয়ে সাজিয়েছিলেন। ফলে ১২ ম্যাচে ৬১৭ রান সংগ্রহ করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে পৌঁছে গেছেন সাই সুদর্শন (Sai Sudarshan)। অন্যদিকে গিলের (Shubman Gill) ব্যাট থেকে আসে ৫৩ বলে অপরাজিত ৯৩ রান আসে। ১২ ম্যাচে ৬০১ রান সংগ্রহ করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন গুজরাট অধিনায়ক। ফলে সূত্র অনুযায়ী এবার যশস্বী জয়সওয়ালের বদলে ইংল্যান্ড সফরে শুভমান গিলের সঙ্গে সাই সুদর্শনকে ওপেনিং করতে দেখা যাবে। এই নিয়ে খুব তাড়াতাড়ি নির্বাচক কমিটি সিদ্ধান্ত নিতে চলেছে বলে খবর সামনে এসেছে।

অধিনায়ক হিসেবেও এগিয়ে গিল-

সাই সুদর্শন-শুভমান গিলের এন্ট্রি, বাদ জয়সওয়াল, প্রকাশ্যে এলো ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল !! 3
Shubman Gill | Images: Getty Images

রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নেওয়ার পর বর্তমানে ভারতীয় দলে বড়ো শূন্যতা তৈরি হয়েছে। এইরকম পরিস্থিতিতে দীর্ঘ সময়ের জন্য একজন যোগ্য অধিনায়ক বেছে নিতে চাইছে বিসিসিআই (BCCI)। প্রথমেই জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) নাম সামনে উঠে এসেছিল। কিন্তু তিনি সাম্প্রতিক সময় চোটের মধ্যে দিয়ে গেছেন ফলে এখুনি তার ওপর চাপ সৃষ্টি করতে চাইছেন না নির্বাচকরা। ফলে শুভমান গিল (Shubman Gill) ভারতীয় দলের টেস্ট দলের নতুন অধিনায়কের দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন। তার নেতৃত্বে এই বছর আইপিএলে গুজরাট টাইটান্স দুরন্ত ফর্মে রয়েছে। ১২ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয় তুলে নিয়ে ১৮ পয়েন্টের সঙ্গে প্লে অফে প্রবেশ করেছে তারা। এই বছর আইপিএলে চ্যাম্পিয়ন হ‌ওয়ার দৌড়েও এগিয়ে আছে গুজরাট। ফলে শুভমানের শান্ত মস্তিষ্কের তরুণ অধিনায়ককেই বেছে নিতে চাইছে বিসিসিআই।

ইংল্যান্ড সফরের জন্য সম্ভাব্য ভারতীয় দল-

সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, করুন নায়ার, ঋষভ পান্থ, ধ্রুব জুরেল, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, যশ দয়াল

Read Also: IPL 2025: “দলটাই বানাতে পারে নি ওরা…” ব্যর্থতার সম্পূর্ণ দায় KKR ম্যানেজমেন্টের কাঁধেই চাপালেন অ্যারন ফিঞ্চ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *