প্যাট কামিন্স’কে (Pat Cummins) এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের ‘মিডাস’ বলাই চলে। অস্ট্রেলীয় অধিনায়ক যাতে হাত দেন তাতেই যেন সোনা ফলান। ২০২৩ সালে তাঁর হাত ধরেই প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) জিতেছে অস্ট্রেলিয়া। ঐ বছরই নভেম্বর মাসে আহমেদাবাদের এক লাখ জনতাকে নিস্তব্ধ করে দিয়ে ওডিআই বিশ্বকাপ’ও ছিনিয়ে নিয়েছিলো ক্যাঙারু বাহিনী। টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের মত বিশ্বকাপের (ICC World Cup 2023) ফাইনালেও ভারতকেই হারিয়ে খেতাব ঘরে তোলেন কামিন্স (Pat Cummins) ও তাঁর সতীর্থরা। এবার ঘরের মাঠেও টিম ইন্ডিয়ার জন্য ত্রাস হয়ে উঠলেন ‘ক্যাপ্টেন কামিন্স।’ এক দশক ধরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে দাপট দেখিয়ে এসেছিলো ‘মেন ইন ব্লু।’ এবার ৩-১ ফলে কোহলি (Virat Kohli), রোহিতদের (Rohit Sharma) হারিয়ে খেতাব ছিনিয়ে নিলো অজি শিবির।
Read More: নিয়তির পরিহাস ! ‘বাতিল’ রাহানের নেতৃত্বেই রঞ্জি খেলবেন রোহিত, জানিয়ে দিলেন MCA কর্তা !!
কামিন্সকে ‘মন’ দিয়েছেন অভিনেত্রী-
বারবার যেন টিম ইন্ডিয়ার (Team India) পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছেন প্যাট কামিন্স (Pat Cummins) । তাঁর প্রতিরোধের সামনেই থমকে যাচ্ছে ভারতের অশ্বমেধের ঘোড়া। তার পরেও ভারতীয় সমর্থকদের মনে তাঁর প্রতি বিশেষ উষ্মা বা ক্ষোভ নেই। বরং তাঁর ক্রিকেটীয় দক্ষতার প্রতি রয়েছে শ্রদ্ধা। এমনকি মহিলা ক্রিকেট ফ্যানদের ‘ক্রাশ’ও হয়ে উঠেছেন সুদর্শন অজি অধিনায়ক। সেই অনুভূতির কথাই তাঁকে জানালেন বলিউড অভিনেত্রী সাহিবা বালি (Sahiba Bali)। এবারের বর্ডার-গাওস্কর ট্রফিতে (BGT) স্টার স্পোর্টসের প্রেজেন্টার হিসেবে ছিলেন লায়লা-মজনু চলচ্চিত্রের তারকা। সিরিজ চলাকালীনই ‘ডেট উইথ আ সুপারস্টার’ অনুষ্ঠানে ভারতীয় মহিলা ক্রিকেট ফ্যানদের মনের কথা ক্রিকেট তারকার কাছে পৌঁছে দেন তিনি। কামিন্স (Pat Cummins) যে তাঁর নিজেরও মনের খুব কাছের, তা জানাতেও ভোলেন নি সাহিবা।
“ভারতেও আপনার অনেক অনুরাগী রয়েছে। বিশেষ করে মহিলাদের মধ্যে আপনি তো দারুণ জনপ্রিয়। আমার বেস্ট ফ্রেন্ড আজ আমায় মেসেজ করেছে, ‘ওহ!তুই প্যাট কামিন্সের সাথে দেখা করছিস! হিংসে হচ্ছে,” জানিয়েছেন সাহিবা (Sahiba Bali)। দিল্লীর হংসরাজ কলেজের প্রাক্তনীর এই স্বীকারোক্তি শুনে রীতিমত অপ্রস্তুত হয়ে পড়েন অস্ট্রেলীয় অধিনায়ক। বলেন, “এর উত্তরে কি বলবো বুঝে পাচ্ছি না। আমি তো কেবল আমার কাজটুকুই করি।” ভারতীয় অনুরাগীদের সম্পর্কে তাঁর বক্তব্য, “ভারত ভক্তদের ভালোবাসা সত্যিই অন্য স্তরের। কিন্তু তাদের সাথে মুখোমুখি আলাপের বিশেষ সুযোগ পাওয়া যায় না।” চলতি বছরের ২১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল (IPL)। তখন ফের ভারতে পা রাখবেন কামিন্স (Pat Cummins) । প্রতিবারের মতই এবারও যে তাঁকে নিয়ে উন্মাদনা থাকবে তা বলাই যায়।
শ্রীলঙ্কা সিরিজে নেই প্যাট কামিন্স-
শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে অস্ট্রেলিয়ার জার্সিতে খেলবেন না প্যাট কামিন্স (Pat Cummins) । তাঁর স্ত্রী বেকি বস্টন সন্তানসম্ভবা। দ্বিতীয়বার বাবা হতে চলেছেন তারকা ক্রিকেটার। বিশেষ মুহূর্তে পরিবারের সঙ্গে থাকার জন্যই ছুটি চেয়ে নিয়েছেন তিনি। কামিন্সের পরিবর্তে গলে দুটি টেস্টে ব্যাগি গ্রিন বাহিনীর নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ (Steve Smith)। পিতৃত্বকালীন ছুটির পাশাপাশি চোট’ও রয়েছে কামিন্সের (Pat Cummins) । তাঁর পায়ের স্ক্যান হবে দিনকয়েকের মধ্যেই। আঘাত কতটা গুরুতর তখনই বোঝা যাবে তা। গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া যে স্কোয়াড ঘোষণা করেছে সেখানে রয়েছেন পেস বোলিং অলরাউন্ডার। কিন্তু পাকিস্তানের মাঠে ফেব্রুয়ারি-মার্চে তাঁকে আদৌ দেখা যাবে কিনা তা বোঝা যাবে তাঁর স্ক্যানের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর।