saeed-ajmal-claimed-ms dhoni team india won wc 2011 by trickery

২০২৩ সাল মানেই ক্রিকেটের মরশুম। এ বছর একের পর এক টুর্নামেন্ট খেলতে দেখা যাচ্ছে ক্রিকেট বিশ্বের এক একটি দেশকে। এমনকি এ বছরেই অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ক্রিকেটের সব থেকে বড় টুর্নামেন্ট, ক্রিকেট বিশ্বকাপ (WC 2023) এবং ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে এই টুর্নামেন্ট। ৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ২০২৩। তবে, ২০১১ সালে ভারত শেষবার বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। সেইবার ঘরের মাঠেই মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতেছিল। কিন্তু এবার প্রাক্তন পাক ক্রিকেটার সৈয়দ আজমল (Saeed Ajmal) দাবি করলেন যে টিম ইন্ডিয়া ছল করে জিতেছে ইন্ডিয়া। আসলে, সেমি ফাইনালে সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) এলবিডব্লিউ আউট করেন, তবে ডিআরএস পদ্ধতিতে বেঁচে যান।

Read More: শচীন তেন্ডুলকরের পুত্র নন অর্জুন, কন্যা সারা’র মন্তব্যে চমকালো ক্রিকেট বিশ্ব !!

ছল করে জিতেছে টিম ইন্ডিয়া

Saeed Ajmal and Sachin Tendulkar , ms dhoni
Saeed Ajmal and Sachin Tendulkar |Image: Getty Images

আজমলের মতে, ইচ্ছাকৃতভাবে আউট দেওয়া হয়নি। কাজে লাগানো হয় প্রযুক্তিকে। ২০১১ সালে মোহালিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে সেমিফাইনাল হয়েছিল। সেই ম্যাচে টিম ইন্ডিয়া ছল করেছে বলে মনে করেন আজমল (Saeed Ajmal)। মন্তব্য কী তিনি বলেন, “আমি ২০১১ সালের বিশ্বকাপে সচিনকে আউট করেছিলাম, এমনকি আম্পায়ার ওটা আউট দিয়েছিলেন। কিন্তু ডিআরএস প্রদ্ধতিতে তিনি বেঁচে যান, আসলে দুটো ফ্রেম ওরা রিভিউয়ে দেখায়নি। সেই কারণে বলটি উইকেটের বাইরে যাচ্ছিল বলেই দেখা যায়। যদি ওটা ন্যায্য হত তাহলে মিডিল স্টাম্পে গিয়ে লাগত বল।” তবে আজমলকে ভারতীয় ক্রিকেট সমর্থকরা একহাত নিয়েছেন। আজমল যে ঘটনার কথা বলেছেন, সচিন সেই সময় ২৩ রানে ব্যাট করছিলেন।

Sachin vs saeed ajmal lucky escape, ms dhoni
Sachin Tendulkar vs Saeed Ajmal | Image: Twitter

সচিনকে আউট করেন আজমল

Saeed Ajmal and Sachin Tendulkar , ms dhoni
Saeed Ajmal and Sachin Tendulkar | Image: Getty Images

আজমলের বল উইকেটের সামনে সচিনের পায়েগিয়ে লাগে। তবে, রিভিউ নিয়ে বেঁচে যান সচিন। ওই ম্যাচে ৮৫ রানের ইনিংস খেলেন সচিন। ২৬০ রান তোলে ভারত তবে পাকিস্তান ২৩১ রানে শেষ হয়ে যায়। ২৩ রান করে সচিন আউট হয়ে গেলে ভারত বিপদে পড়তে পারতো। যার জন্য এখনও ক্ষোভ রয়ে গিয়েছে আজমলের মনে। আজমল (Saeed Ajmal) সচিনের বিরুদ্ধে মাত্র দুবার আউট করেছিলেন। সচিনের সঙ্গেও খেলেছেন তিনিও, আর সচিনকে নিয়ে মন্তব্য করে তিনি বলেন, “সচিন হলেন একজন কিংবদন্তি। ২০ হাজারের বেশি রান করেছেন, তার উইকেট নেওয়া ভাগ্যের ব্যাপার। তবে, সচিনের বিরুদ্ধে খেলাটাই আমার কাছে সৌভাগ্যের। এমসিসির ম্যাচে একসাথে খেলেছি আমরা, ও আমাকে দুসরা করে দেখাতে বলেছিল। আমি সচিনকে খুব সম্মান করি। ক্রিকেটার হিসাবে আমি ওর বিরুদ্ধে দুবার খেলেছি, দুবারই আউট করেছি।” এবারে ভারতে আবারও বিশ্বকাপ হতে চলেছে। আমদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ আছে। সেই ম্যাচ হবে ১৫ ই অক্টোবর।

Read Also: Team India: ঘোষণা হল টিম ইন্ডিয়ার নতুন প্রধান কোচ, শচীনের ছোটবেলার বন্ধু পেলেন দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *