একজন সফল ক্রিকেটারের পিছনে শুধুমাত্র ক্রিকেট কোচের অবদান থাকে না। পরিবার, বন্ধু এবং কাছের মানুষজনের অনুপ্রেরণা একজন ক্রিকেটারকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। জীবনের উত্থান-পতনের সময় তাদের ভরসা আত্মবিশ্বাস দেয়। সেই ঋণের সামনে আজীবন মাথা নত করে কৃতজ্ঞতা স্বীকার করেন বহু ক্রিকেটার। তাদের মধ্যে শচীন তেন্ডুলকারের (Sachin Tendulkar) ব্যক্তিত্ব সব সময় নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দেয়। এবার তিনি কাছের প্রিয়জনকে হারিয়ে শোকোস্তব্ধ হয়ে পড়লেন। নিজের আবেগ প্রকাশ করলেন সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্ট বর্তমানে ভাইরাল হয়েছে।
Read More: “যেন সার্কাস চলেছে..”, ভারতের ব্যাটিং অর্ডারের পরিবর্তন নিয়ে গম্ভীরকে আক্রমণ করলেন রবি শাস্ত্রী !!
শোকস্তব্ধ শচীন তেন্ডুলকার-

শচীন তেন্ডুলকার ভারত তথা বিশ্বের অন্যতম কিংবদন্তি ক্রিকেটার। তিনি অবসর নেওয়ার পরও বিভিন্নভাবে এখনও ক্রিকেটের সঙ্গে যুক্ত আছেন। তার ছেলে অর্জুন তেন্ডুলকারকে (Arjun Tendulkar) বর্তমানে ক্রিকেট খেলতে দেখতে যাচ্ছে। এর মধ্যেই এবার কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়লেন লিটল মাস্টার। গতকাল বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রের মৃত্যুর খবর সামনে আসে। এই তারকা ক্রিকেটারকে সোশ্যাল মিডিয়ার শ্রদ্ধা জানান অসংখ্য ক্রিকেট ব্যক্তিত্ব।
তবে শচীন তেন্ডুলকারের সঙ্গে বলিউডের ‘বীরু’র সম্পর্ক খুবই গভীর ছিল। তাকে নিজের ছেলের মতো দেখতেন ধর্মেন্দ্র। এবার এইরকম ব্যক্তিত্বের মৃত্যুর পর শোকবার্তা পোস্ট করলেন মাস্টার ব্লাস্টার। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “অন্যদের মতোই আমি ধর্মেন্দ্র জির বড়ো ভক্ত। সিনেমার বাইরেও আমাদের মধ্যে বন্ধন ছিল। সামনাসামনি সাক্ষাতের পর আমাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়। তিনি আমাকে বলতেন, ‘তোমাকে দেখলে আমার শরীরের এক কিলো রক্ত বেড়ে যায়।’ ওনার মৃত্যু তো মনে হচ্ছে আমার শরীরের এক কিলো রক্ত কমে গেল।”
শ্রদ্ধা জানান বিরাট-যুবরাজও-

গতকাল ধর্মেন্দ্র জির মৃত্যুর পর শেষ যাত্রায় উপস্থিত ছিলেন দীর্ঘদিনের বন্ধু অমিতাভ বচ্চন (Amithabh Bachhan)। এছাড়াও সালমান খান (Salman Khan), আমির খানও (Amit Khan) শেষ শ্রদ্ধা জানাতে শশ্মানে পৌঁছেছিলেন। এই কিংবদন্তি অভিনেতাকে শ্রদ্ধা জানিয়ে বিরাট কোহলি লেখেন, “বহু যুগ ধরে আমাদের মনে জায়গা করেছিলেন তিনি। এইরকম একজন শ্রদ্ধেয় অভিনেতাকে আমরা আজ হারালাম। অনেক মানুষকে তিনি অনুপ্রাণিত করেছেন। এই কঠিন সময় তার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।”
এর সঙ্গেই যুবরাজ সিং (Yuvraj Singh)’এর বার্তাও সামনে এসেছে। তিনি লেখেন, “আমাদের বড়ো হয়ে ওঠার সময় ধর্মেন্দ্র জি সঙ্গী হয়েছিলেন। কারণ প্রতিটি বাড়িতেই তার কোনো না কোনো সিনেমা চলত। পাঞ্জাবের শক্তি, অভিনয়ের মুগ্ধতা এবং সততা তার চরিত্রগুলিতে ফুটে উঠতো। আর পর্দার বাইরে ছিলেন বিনয়ী এবং মাটির মানুঙ্গ। বলিউডে তার ঐতিহ্য লক্ষ লক্ষ মানুষ আজীবন মনে রাখবেন।” শিখর ধাওয়ান (Shikhar Dhawan), বীরেন্দ্র সেহবাগও (Virender Sehwag) সোশ্যাল মিডিয়া পোস্ট করে শ্রদ্ধা জানান।