ভারতীয় ক্রিকেটে আসতে চলেছে বিস্তর পরিবর্তন। এবার প্রখ্যাত ক্রিকেটার বসতে চলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নেতৃত্বে। সদ্য, প্রাক্তন বিসিসিআই চেয়ারম্যান রজার বিন্নির বয়স ৭০ পেরিয়েছে, নিয়ম অনুযায়ী তিনি আর এই পদে বহাল থাকতে পারেননা। যে কারণেই বোর্ড প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে। বর্তমানে বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা সামলাচ্ছেন প্রেসিডেন্টের দায়িত্ব। তবে এবার ভারতীয় ক্রিকেট বোর্ডে (BCCI) আসছে নতুন অধ্যায়। সভাপতি পদে এবার আলোচনার কেন্দ্রে রয়েছেন কিংবদন্তি ক্রিকেটার। অন্যদিকে, রাজীব শুক্লা ইতিমধ্যেই IPL চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগোচ্ছেন। ভাইস-প্রেসিডেন্ট পদে রাকেশ তিওয়ারির নামও শোনা যাচ্ছে। ফলে বোর্ডের ক্ষমতার অঙ্ক এখনো তৈরি হয়নি, কিন্তু ভেতরে ভেতরে প্রস্তুতি জোরদার।
সভাপতি পদে বসছেন এই তারকা ক্রিকেটার

সেপ্টেম্বরে বার্ষিক সাধারণ সভা (AGM) থেকে পরিষ্কার হবে বোর্ডের ভবিষ্যৎ রূপরেখা। সর্বকালের সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে (Sachin Tendulkar) নিয়ে প্রশাসনিক মহলে জোর জল্পনা চলছে। সাচিন যদি সম্মতি দেন, তবে তাঁকেই দেখা যেতে পারে বোর্ডের সর্বোচ্চ পদে। সবকিছু নির্ভর রয়েছে টেন্ডুলকারের ইচ্ছার উপর। তবে তিনি যদি এখনই দায়িত্ব নিতে রাজি না হন, সেই আসন চলে যেতে পারে এক জনপ্রিয় প্রশাসকের কাছে। তবে, ক্রিকেটপ্রেমীদের কাছে এই বিষয়টি নিছক প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এর মধ্য এক আবেগও জড়িয়ে রয়েছে। ২০১৯ সালে সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) ভারতীয় ক্রিকেট বোর্ডের মুখ হয়েছিলেন। এটি ভক্তদের মধ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছিল, এবারও তেমন পরিস্থিতি তৈরি হয়েছে।
Read More: “বাম হাতের খেলা…”, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বেফাঁস মন্তব্য করে খবরের শিরোনামে পাক তারকা শেহজাদ !!
ঐতিহাসিক মুহূর্ত তৈরি হতে চলেছে ভারতীয় ক্রিকেটে

শচীন টেন্ডুলকারের নাম মানেই ভারতীয় ক্রিকেটে অমরত্বের প্রতীক। তাঁর হাতেই যদি বোর্ডের ভবিষ্যৎ নীতি নির্ধারিত হয় তাহলে সেটাই নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হতে চলেছে। তবে, দীর্ঘ ২৪ বছর ভারতীয় ক্রিকেট দলকে দেওয়া শচীন টেন্ডুলকার কি এই ভূমিকা বেছে নিতে আগ্রহী হবেন ? তিনি সবসময়ই নিজেকে আলোচনার বাইরে রাখেন এবং অবসর জীবনটা পরিবারের সাথেই কাটানোর চেষ্টা করেন তিনি। রাজনীতি বা প্রশাসনিক পদে নিজেকে খুব একটা জড়াননি তিনি। এমনকি, ক্রিকেটের ময়দানেও সেভাবে শচীনকে দেখতে পাওয়া যায়না। তিনি শুধুমাত্র আইকন প্লেয়ার হিসাবে মুম্বাই ইন্ডিয়ান্সের ডাগ আউটে থাকেন। বিশ্লেষকদের মতে, তিনি যদি বিসিসিআইয়ের সভাপতি হন তাহলে আন্তর্জাতিক স্তরে ভারতীয় ক্রিকেটের ছবি আরও শক্তিশালী হবে।