আফগানিস্তান ম‍্যাচে দলে এই দুই ক্রিকেটারের ব‍্যাটিং পারফরম্যান্স দেখে খানিকটা হতাশ শচীন তেন্ডুলকর 1

গতকাল এক রূদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে দিয়ে আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছিলো ভারত।এদিন টসে জিতে প্রথমে ব‌্যাটিং করার সিদ্ধান্ত নেয় বিরাট‌।যদিও ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত রোহিত শর্মার আউট হওয়াতে।এরপর হঠাৎই একের পর এক ভারতীয় ব‍্যাটসম‍্যানেরা ফিরতে থাকে ড্রেসিংরুমে।এক্ষেত্রে কুর্নিশ জানাতেই হয় আফগান বোলারদের।নাইবদের বিপক্ষে এদিন ২২৪ রানের ইনিংস শেষ করে বিরাটরা।

এদিন অঘটন ঘটতেই পারতো, যদিনা শেষ ওভারে এমন দুরন্ত হ‍্যাটট্রিক না করতেন মহম্মদ শামি।শেষ ওভারে প্রয়োজন ১৬ রান।ঠিক এমন একটি মুহূর্তে হ‍্যাটট্রিক করে ম‍্যাচ ভারতকে জিতিয়ে দেয় শামি।ম‍্যাচ হারলেও এদিন সকলের মন জয় করে নেয় রাশিদরা।ভারতকে হারিয়ে গতদিন এবারের বিশ্বকাপে প্রথম জয়টা পাওয়া হয়ে যেতো আফগানদের।একদিকে যখন ষতাদের নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট প্রেমীরা‌।

আফগানিস্তান ম‍্যাচে দলে এই দুই ক্রিকেটারের ব‍্যাটিং পারফরম্যান্স দেখে খানিকটা হতাশ শচীন তেন্ডুলকর 2

এদিন রূদ্ধশ্বাস ম‍্যাচে ভারত দুই পয়েন্ট নিঃশ্চিত বিরাটদের নিয়ে খানিকটা হতাশা পয়েন্ট করেছেন ” মাস্টার্স ব্লাস্টার্স ” শচীন তেন্ডুলকর।একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন দলের থেকে খানিকটা বেশি আশা করেছিলেন তিনি।এছাড়া তিনি অখুশি ধোনি এবং কেদার যাদবের পার্টনার শিপ নিয়েও।জানিয়েছেন খুব মন্থর ছিলো এদিন এই দুই ক্রিকেটারের ইনিংস।পাশাপাশি স্পিন বোলিংয়ের বিরুদ্ধে ভারতের দুর্বলতার বিষয়টি ঘিরে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।এদিন ৩৪ ওভার স্পিনারদের বিরুদ্ধে খেলেছিলো ভারত।করেছে মাত্র ১১৯ রান।আফগানিস্তান ম‍্যাচে দলে এই দুই ক্রিকেটারের ব‍্যাটিং পারফরম্যান্স দেখে খানিকটা হতাশ শচীন তেন্ডুলকর 3প্রসঙ্গত, এদিন প্রথম বার ভারতের টপ -অর্ডার ব‍্যাটসম‍্যানরা ব‍্যার্থ হয়।যদিও বিরাট এদিন ৬৭ করেছিলেন।সুযোগ পেয়েও দাগ কাটতে ব‍্যার্থ ধোনি।বিষয়টি একেবারেই ভালো ভাবে নেননি শচীন।জানিয়েছেন,দলের স্বার্থে বাড়তি দায়িত্ব নিতে হবে ধোনিকে।

আফগানিস্তান ম‍্যাচে দলে এই দুই ক্রিকেটারের ব‍্যাটিং পারফরম্যান্স দেখে খানিকটা হতাশ শচীন তেন্ডুলকর 4

এদিন ম‍্যাচে বেশ চাপে পড়ে গেছিলো ভারত। প্রথমে ব্যাটিং করে ৫০ ওভার শেষে ২২৪ তোলে ভারত।এতো কম রান নিয়ে ডিফেন্ড করতে নেমে শেষ অবধি এক অসাধারণ বোলিং পারফরম্যান্স করলেন ভারতীয় বোলাররা।ম‍্যাচের শেষ দুই ওভারে বুমরাহ এবং শামির বোলিংয়ে শেষ হয়ে যায় আফগানিস্তান‌।শেষে ২১৩ রানে শেষ হয়ে যায় আফগানিস্তানের ইনিংস।আগামী ২৭ শে জুন, ম‍্যানচেস্টারে পরবর্তী ম‍্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে চলেছে ভারত

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *