Sachin tendulkar and Virat Kohli, shoaib akhter
Sachin Tendulkar and Virat Kohli | Image: Twitter

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন যাত্রা জয় দিয়েই শুরু করলো টিম ইন্ডিয়া। ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফরে (WI vs IND) তাদের দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলা শুরু করে দিয়েছে। প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে  পরাজিত করে ভারতীয় দল তাদের জয়ের রাস্তা পরিষ্কার করে রেখেছিলো। অন্যদিকে, পোর্ট অফ স্পেনে দ্বিতীয় টেস্ট ম্যাচ হয়েছে শুরু, ম্যাচটি ভারত ও ওয়েস্টইন্ডিজ উভয় দলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। ১০০ তম বার দুই দল একে অপরের মুখোমুখি হলো টেস্ট ম্যাচ ক্রিকেটে। পাশাপাশি, এই ম্যাচটি বিরাট কোহলির (Virat Kohli) ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ। আর  কামাল করে দেখালেন বিরাট কোহলি।

Read Also: IND vs BAN: এমার্জিং এশিয়া কাপে ছুটছে ভারতের রথ, বাংলাদেশকে ধরাশায়ী করে ফাইনালে ইন্ডিয়া-এ !!

বিরাটের সেঞ্চুরি দেখে আপ্লুত সচিন তেন্ডুলকর

Sachin Tendulkar and Virat Kohli
Sachin Tendulkar and Virat Kohli | Image: Getty Images

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলে, বিরাট কোহলি শুক্রবার তার ২৯ তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেছেন। ৫০০ তম ম্যাচে সেঞ্চুরি করায় শুভেচ্ছা কুড়াচ্ছেন বিরাট , তরে এবার তার ইনিংস দেখে আপ্লুত হলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এমনকি ক্রিকেটের ঈশ্বর বিরাটের  সেঞ্চুরি পূর্ণ হওয়ার পর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিরাটের জন্য একটি স্টোরি আপলোড করেছেন। ২০০২ সালে এই একই মাঠেই সচিন তেন্ডুলকর তার শতরান হাঁকিয়েছিলেন। আর গতকাল বিরাটের শতরান দেখে লিটিল মাস্টার হলেন মুগ্ধ , বিরাট কোহলিকে নিয়ে করে ফেললেন বড় মন্তব্য।

দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বিরাট। এই মাটিতে সচিন ১১৭ রান করেছিলেন। বিরাট কোহলি কিংবদন্তি শচীনের রেকর্ডের কাছাকাছি যাওয়ার জন্য তিনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি স্টোরি  আপলোড করেছিলেন। তাতে লেখা ছিল, “আবার এক দিন, বিরাট কোহলির আরেকটি সেঞ্চুরি , ভালো খেলেছেন (বিরাট কোহলি)” কোহলির সেঞ্চুরি উদযাপনের ছবির পাশে সচিন জুইরে দিলেন এই ক্যাপশন।

সচিনের রেকর্ড ভাঙলেন কোহলি

Virat kohli
Virat Kohli | Image: Getty Images

দ্বিতীয় টেস্টে এই সেঞ্চুরির পর আন্তর্জাতিক ক্রিকেটে ৭৬টি সেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি। এর সাথে শচীন টেন্ডুলকারের ৫০০ ম্যাচে ৭৫ রান করার রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি। বর্তমানে তিনি সবচেয়ে বেশি সেঞ্চুরি সহ সক্রিয় খেলোয়াড়। শ্যানন গ্যাব্রিয়েলের বলে নিজের সিগনেচার কভার ড্রাইভে টেস্ট ক্রিকেটে তার ২৯তম সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট । বিদেশের মাটিতে কোহলির এই সেঞ্চুরি এসেছে পুরো পাঁচ বছর পর। এর আগে ২০১৮ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন বিরাট। গতকাল সেঞ্চুরি হাঁকিয়ে বেশ খোশমেজাজে ছিলেন কিং কোহলি।

Read More: TOP 3: শ্রীলঙ্কার মাঠে আসন্ন এশিয়া কাপে এই তিন ক্রিকেটার হবেন টিম ইন্ডিয়ার ম্যাচ উইনার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *