শচীন নাকি কোহলি , কাকে সেরা বাছলেন ফ্লিন্টফ ? 1

আবির্ভাবের পর থেকেই তার সাথে তুলনা টানা হয় কিংবদন্তী শচীন তেন্ডুলকরের। এ কথা বলতে কোনও প্রকার বাধা রাখে না যে ” ক্রিকেটের ইশ্বর ” এর ক্রিকেট ছাড়ার পর যে শূন‍্যস্থান তৈরী হয়েছিল তা ভরাট করে দিয়েছে বিরাট। যে হারে এগোচ্ছে তার রানের গতি সেক্ষেত্রে বলতে বাধা নেই খুব শীঘ্রই শচীনকে ছাপিয়ে যাবেন তিনি।এইমুহুর্তে ৪১ টি একদিবসীয় সেন্চুরির মালিক বিরাট, যেখানে শচীনের ক্ষেত্রে সংখ‍্যাটা ৪৯ , অর্থাৎ তাকে টপকে যাওয়া বিরাটের শুধু সময়ের অপেক্ষা তা বলাই যায়।

শচীন নাকি কোহলি , কাকে সেরা বাছলেন ফ্লিন্টফ ? 2

অন‍্যদিকে টেস্ট ক্রিকেটে বিরাটের সেন্চুরির সংখ্যা ২৫ , সব মিলিয়ে যে হারে রান গড়ছেন তিনি, তাতে একসময়ে শচীনের সব রেকর্ড ভেঙে দেবেন ,এমনটা আশা করাই যায়, কারন বিরাটের হাতে এখনও বেশ কিছু বছর সময় রয়েছে ।তাই স্বাভাবিক ভাবেই তুলনা টানা হয় তার এবং শচীনের, তাকে মধ্যে কে সেরা তা নিয়ে ইতিমধ্যে নানা ক্রিকেট ব‍্যক্তিত্ব নিজের ব‍্যক্তিগত মতামত জাহির করেছিলেন, এইবার সেই তালিকায় যুক্ত হলেন আরেক তারকা প্রাক্তন ইংল্যান্ড অলরাউন্ডার এ্যন্ড্রু ফ্লিন্টফ।

শচীন নাকি কোহলি , কাকে সেরা বাছলেন ফ্লিন্টফ ? 3

এদিন সোজাসাপ্টা ভঙ্গিতে জানিয়ে দেন কোহলি সর্বকালের সেরা।এ বিষয়ে বিস্তারিত ভাবে এই প্রাক্তন ইংলিশ তারকা বলেছেন ” আমার মতে বিরাট’ ই সেরা সর্বকালে, শচীনের থেকেও , সত‍্যি কথা বলতে কখনও ভাবতে পারিনি শচীনের সাথে তুলনা করার মতো কোনও ক্রিকেটার কে আমরা দেখতে পাবো, আমি ওর খেলা দারুন উপভোগ করি , এবারের বিশ্বকাপেও এমন কিছু দুরন্ত ইনিংস দেখবো ,এখন তার অপেক্ষা করছি”।

শচীন নাকি কোহলি , কাকে সেরা বাছলেন ফ্লিন্টফ ? 4

সম্প্রতি বিশ্বকাপের অফিসিয়াল গান ” স্ট‍্যান্ড বাই ” এর উদ্বোধনে উপস্থিত ছিলেন তিনি।দোরগোড়ায় বিশ্বকাপ , ইতিমধ্যে তা সর্বাঙ্গীক সুন্দর করে তুলতে ব‍্যস্ত ইংলিশ বোর্ড কর্তারা আগামী ৩০ শে মে থেকে ইংল্যান্ড এবং ওয়েলসের মাটিতে বসতে চলেছে বিশ্বকাপের আসর।প্রথম ম‍্যাচে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা।

শচীন নাকি কোহলি , কাকে সেরা বাছলেন ফ্লিন্টফ ? 5

প্রসঙ্গত, আগামী ৫ ই জুন সাউথহাম্পটনে দক্ষিন আফ্রিকার বিপরীতে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত।এরপর ওভাল এবং নটিংহ‍্যামে বিরাটবাহিনী মুখোমুখি হবে যথাক্রমে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের।এবং এরপর ম‍্যান্চেষ্টারে ১৬ ই জুন পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে বিরাটরা।এছাড়াও পরবর্তী সময়ে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ( ২৭ শে জুন ), বাংলাদেশ ( ২ রা জুলাই(, শ্রীলঙ্কা ( ৬ ই জুলাই ) মুখোমুখি হবে ” মেন ইন ব্লু ” ।

শচীন নাকি কোহলি , কাকে সেরা বাছলেন ফ্লিন্টফ ? 6

একনজরে এবারের ভারতীয় ক্রিকেট দল :

বিরাট কোহলি (অধিনায়ক) রোহিত শর্মা(সহ অধিনায়ক), ধবন, রাহুল,বিজয় শংকর, কেদার যাদব,রবীন্দ্র জাদেজা,ধোনি, কার্তিক,কুলদীপ যাদব,চাহাল,ভুবনেশ্বর কুমার,বুমরাহ,হার্দিক পান্ডিয়া,মহম্মদ শামি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *