বাগদানের পরেই বিতর্ক, অর্জুনের হবু শশুরের বিরুদ্ধে উঠলো জালিয়াতির অভিযোগ !! 1

কিছুদিন আগেই চুপিসারে বাগদান সেরেছেন মহান ক্রিকেটার শচীন টেন্ডুলকারের (Sachin Tendulkar) পুত্র অর্জুন টেন্ডুলকার (Arjun Tendulkar)। মুম্বাইয়ের নামজাদা শিল্পপতির ঘরের মেয়েকেই বৌমা বানিয়ে আনছেন শচীন টেন্ডুলকার। শিল্পপতি, রবি ঘাইয়েই নাতনি সানিয়া চন্দো হতে চলেছেন টেন্ডুলকার পরিবারের নতুন সদস্য। কিছুদিন আগেই, অর্জুনের সাথে বাগদান সম্পন্ন হয়েছে সানিয়ার। তার পর থেকেই দুজনকে নিয়ে একেরপর এক খবর শিরোনামে উঠে আসছে। যদিও, এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নেই সানিয়া বা অর্জুন কেউই। বরং, এবার সানিয়ার পারিবারিক সম্পর্কে জটলা পাকিয়েছে। অর্জুনের সাথে তার বিয়ের আগেই শুরু হয়েছে শ্বশুরবাড়ির গৃহকোলাহল।

হবু শ্বশুরের বিরুদ্ধে মামলা

বাগদানের পরেই বিতর্ক, অর্জুনের হবু শশুরের বিরুদ্ধে উঠলো জালিয়াতির অভিযোগ !! 2
Ravi Ghai and Gurav Ghai | Image: Twitter

সানিয়ার বাবা গৌরব ঘাইয়ের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলেছেন তাঁরই বাবা, মুম্বইয়ের খ্যাতনামা শিল্পপতি রবি ঘাই। সূত্রের খবর, মুম্বাই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন রবি ঘাই নিজেই। তিনি তাঁর পুত্রের নামে অভিযোগ এনেছেন যে, ক্যানসারের চিকিৎসার সময় সুযোগ নিয়ে গৌরব বেআইনি উপায়ে ব্যবসার নিয়ন্ত্রণ নিজের নামে নিয়ে নেন। প্রসঙ্গত, হোটেল ও রেস্তোরাঁর জগতে ঘাই পরিবারের নাম দীর্ঘদিনের। ইন্টারকন্টিনেন্টাল হোটেল, ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ড, এমনকি বাস্কিন রবিনসকে দক্ষিণ এশিয়ার বাজারে আনার নেপথ্যেও ছিলেন রবি ঘাই।

Read More: এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন শিবম দুবে, পরিবর্তে দায়িত্ব পলেন এই তারকা !!

বর্তমানে তিনি গ্র্যাভিস গ্রুপের হসপিটালিটি বিভাগের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান। তবে ছেলে গৌরবের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ কয়েক বছর ধরেই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। অন্যদিকে, সানিয়া অবশ্য ঘাই পরিবারের মূল ব্যবসার সাথে যুক্ত হন। তিনি তাঁর উদ্যোগে এক ‘মিস্টার পস পেট স্পা অ্যান্ড স্টোর’ গড়ে তুলেছেন। ব্যাক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব একটা মুখ খুলতে দেখা যায়না তাকে। তবে, শচীন কন্যা সারা টেন্ডুলকারের সাথে বেশ কয়েকবার দেখা গিয়েছিল তাকে।

ক্যারিয়ারে নজর দিয়েছেন অর্জুন

Arjun Tendulkar, mi vs lsg, kkr
Arjun Tendulkar | Image: Getty Images

তাছাড়া, অর্জুনকে নিয়ে বলতে গেলে তিনি ঘরোয়া ক্রিকেটের উপর মনোযোগ দিচ্ছেন, সামনেই রঞ্জি ট্রফি। মুম্বাই ছেড়ে গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন অর্জুন। ঘরোয়া ক্রিকেটে অর্জুনের নামে ১৭টি প্রথম শ্রেণীর ম্যাচে ৩৭টি উইকেট রয়েছে এবং ৫৩২ রান রয়েছে। পাশাপাশি, লিস্ট এ ক্রিকেটে ১৮ ম্যাচে ২৫ উইকেট ও ১০২ রান রয়েছে তাঁর। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৫ ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন অর্জুন, যেখানে তিনি মাত্র ৩ উইকেট নিতেই সক্ষম হয়েছেন।

Read Also: ভারত নয় এবার আসন্ন এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিলো পাকিস্তান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *