SA vs IND: সেঞ্চুরিয়ান টেস্টে 'ডাবল' ব্যর্থতার জের, ক্রিকেটকে আলবিদা জানাচ্ছেন 'হিটম্যান' রোহিত শর্মা !! 1

SA vs IND: ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে চলছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর সেই সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে কাগিসো রাবাদার বলে ক্লিন বোল্ড হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। এই ইনিংসে নিজের খাতাও খুলতে পারেননি রোহিত শর্মা। প্রথম ইনিংসে মাত্র ৫ রান করতে পারেন রোহিত। সব মিলিয়ে সেঞ্চুরিয়ান টেস্টে চরমভাবে ফ্লপ হলেন তিনি। বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছিল রোহিত শর্মাকে অধিনায়ক রাখা হবে কিনা। এর মধ্যে এটাও শোনা যায়, তার আর ভারতীয় দলে কোন জায়গা নেই। এবার প্রথম টেস্টে এই ব্যাটিং বিপর্যয়ের পর এই আলোচনা আরও জোরদার হচ্ছে। এরই মধ্যে কানাঘুষো শোনা যাচ্ছে, দুই ইনিংসেই ফ্লপ করার পর এবার ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ভারত অধিনায়ক।

ব্যাট হাতে ছন্দে নেই রোহিত

SA vs IND: সেঞ্চুরিয়ান টেস্টে 'ডাবল' ব্যর্থতার জের, ক্রিকেটকে আলবিদা জানাচ্ছেন 'হিটম্যান' রোহিত শর্মা !! 2

চলতি টেস্ট ম্যাচে রোহিত শর্মার থেকে অনেক কিছু আশা করা হয়েছিল। মনে করা হয়েছিল, টিমের টপ অর্ডারে তিনি অনেকটাই দায়িত্ব নেবেন। আসলে দক্ষিণ আফ্রিকা সফরের মতো কঠিন পরীক্ষায় তার ব্যাট হাতে জ্বলে ওঠা বেশ জরুরি ছিল। তবে আদতে তেমনটা হল না। এখন তার ব্যাটে রান না আসায় ক্রিকেটকে আলবিদা বলার সময় এসে গিয়েছে বলে মনে করা হচ্ছে। বিশ্বকাপের প্রতিটা ম্যাচে ভালো স্টার্ট দিলেও, বড় ইনিংস ইদানিংকালে তার ব্যাট থেকে আর দেখা যাচ্ছে না। হিটম্যানের নামের সঙ্গে এই বিষয়টা একেবারেই মানায়। তাই এই অফর্মের মধ্যে তিনি যদি সত্যিই অবসর নিয়ে নেন তাহলে অবশ্যই অবাক হওয়ার কিছুই থাকবে না।

অধিনায়কত্ব নিয়ে টানাপোড়েন চলছেই

SA vs IND: সেঞ্চুরিয়ান টেস্টে 'ডাবল' ব্যর্থতার জের, ক্রিকেটকে আলবিদা জানাচ্ছেন 'হিটম্যান' রোহিত শর্মা !! 3

আরেকটি বিষয় যা সবসময় রোহিতকে চিন্তায় রেখেছে তা হল অধিনায়কত্ব নিয়ে টানাপোড়েন। বিশ্বকাপের আসর থেকে খালি হাতে ফেরার পর থেকেই প্রশ্ন উঠছে রোহিতের অধিনায়কত্ব নিয়ে। শুধু জাতীয় দল নয়, আইপিএলে তার দল মুম্বাই ইন্ডিয়ান্সও তাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে দলের অধিনায়ক করে দেওয়া হয়। টিম ইন্ডিয়াতেও একই অবস্থা। সেখানেও কখনও হার্দিক, কখনও সূর্যকুমারকে টিম ইন্ডিয়ার অধিনায়ক করা হচ্ছে। সেখানেও পিছনের সারিতে আসছে রোহিতের নাম। সব মিলিয়ে এটা নিয়েও সমস্যায় জেরবার হয়েছেন হিটম্যান। সব মিলিয়ে এত অন্তরায়ের মধ্যে অবসর নিয়ে নেওয়াটাই হবে তার জন্য সঠিক সিদ্ধান্ত। সব মিলিয়ে এই টেস্টে ব্যর্থতার পর তেমনটাই ভাবতে চলেছেন রোহিত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *