SA vs IND: বছরের শেষেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ফরম্যাটেই মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া !! 1

SA vs IND: ২০২৩ জুড়েই ক্রিকেটের মরশুম। এবছর অনুষ্ঠিত হচ্ছে একের পর এক টুর্নামেন্ট। বছরের শুরুতেই মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে হয়েছিল শুরু। পাশাপাশি, ডব্লিউটিসি ফাইনাল (WTC FINAL 2023), এশিয়া কাপ (Asia Cup 2023), বিশ্বকাপ ২০২৩ (WC 2023) এবছরের অনুষ্ঠিত হবে। এবছরের শেষে ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার সফরে (SA vs IND) উড়ে যাবে তিন ফরম্যাটের সিরিজ খেলতে। তবে, বিসিসিআই ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য সময়সূচি প্রকাশ করে দিয়েছে। শুক্রবার গান্ধী-ম্যান্ডেলা ট্রফি-সহ তিন ফর্ম্যাটের দ্বিপাক্ষিক সিরিজের ক্রীড়াসূচি প্রকাশ করা হয় বিসিসিআই ও ক্রিকেট সাউথ আফ্রিকার তরফ থেকে। গতবার যখন ভারত দক্ষিণ আফ্রিকায় যায় তখন ১-২ ব্যাবধানে টেস্ট সিরিজে পরাজিত হয় ও ০-৩ ব্যাবধানে ওডিআই সিরিজে পরাজিত হয়েছিল।

Read More: উইন্ডিজ সফরের আগেই ভাগ্য খুললো অর্জুন তেন্ডুলকরের, ODI দলে ডাক পেলেন শচীন পুত্র !!

তিন ফরম্যাটেই মুখোমুখি হবে দুই দল

SA VS IND
SA vs IND | Image: Getty Images

তবে, এবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC Final) অন্তর্গত যে তিনটি অ্যাওয়ে সিরিজ ভারতকে খেলতে হবে, তার মধ্যে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার মাঠেই টেস্ট সিরিজে এখনো পর্যন্ত ভারতের সাফল্য আসেনি। তবে, ১০ ডিসেম্বর ডারবানে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে। যথাক্রমে ১২ ও ১৪ ডিসেম্বর তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে। পোর্ট এলিজাবেথ ও জোহানেসবার্গে ম্যাচ দুটি আয়োজিত হবে। টি-টোয়েন্টি সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলা হবে। ১৭ই ডিসেম্বর জোহানেসবার্গেই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলা হবে।

১৯ ডিসেম্বর পুনরায় দুই দল পোর্ট এলিজাবেথে ফিরে আসবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে। ২১ শে ডিসেম্বর পার্লে সিরিজে তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচ খেলা হবে। পাশাপাশি, দুই দল ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট খেলতে চলেছে। আর ম্যাচটি সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে। কেপ টাউনে ভারতীয় দল সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট খেলবে। ২০২৪ সালের ৩ জানুয়ারি থেকে নিউ ইয়ার টেস্ট ম্যাচটি শুরু হবে। ভারতীয় দলের কাছে আবার একবার সুযোগ হতে চলেছে দক্ষিণ আফ্রিকার থেকে বদলা নেওয়ার।

দক্ষিণ আফ্রিকা বনাম ভারত (SA VS IND) টি-২০ সিরিজের সূচি:-

১০ ডিসেম্বর (রবিবার)- প্রথম টি-২০ (ডারবান)

১২ ডিসেম্বর (মঙ্গলবার)- দ্বিতীয় টি-২০ (পোর্ট এলিজাবেথ)

১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার)- তৃতীয় টি-২০ (জোহানেসবার্গ)

দক্ষিণ আফ্রিকা বনাম ভারত (SA VS IND) ওয়ান ডে সিরিজের সূচি:-

১৭ ডিসেম্বর (রবিবার)- প্রথম ওয়ান ডে (জোহানেসবার্গ)

১৯ ডিসেম্বর (মঙ্গলবার)- দ্বিতীয় ওয়ান ডে (পোর্ট এলিজাবেথ)

২১ ডিসেম্বর (বৃহস্পতিবার)- তৃতীয় ওয়ান ডে (পার্ল)

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (SA VS IND) টেস্ট সিরিজের সূচি:

২৬-৩০ ডিসেম্বর (মঙ্গলবার-শনিবার) – প্রথম টেস্ট (সেঞ্চুরিয়ন)

৩-৭ জানুয়ারি, ২০২৪ (বুধবার-রবিবার) – দ্বিতীয় টেস্ট (কেপ টাউন)

Read Also: WI vs IND: ভারতের টেস্ট জয়ের পাশাপশি অনন্য নজির গড়লেন বিরাট কোহলি, হয়ে উঠলেন টেস্টের বেস্ট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *