SA vs IND: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে জিতে নিয়েছে ভারত। এই জয়ে টিম ইন্ডিয়া সিরিজ শেষ করল ১-১ এ। প্রথম ইনিংসে ৫৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা দল। এরপর ১৫৩ রানে অলআউট হয়ে যায় ভারত। দ্বিতীয় ইনিংসে ১৭৩ রান করে প্রোটিয়ারা। এরফলে একশো রানের নীচে টার্গেট পায় ভারত। তিন উইকেট হারিয়ে এটি অর্জন করেন তিনি। এই ম্য টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার। তার সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা দল সীমাবদ্ধ ছিল মাত্র ৫৫ রানে। ভারতও অবশ্য প্রথম ইনিংসে বড় রান করতে ব্যর্থ হয়। দু’শো রানের কমে অলআউট হয়ে যায় তারা। ম্যাচের প্রথম দিনেই শেষ হয় দুই দলের প্রথম ইনিংস। ম্যাচের দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ১৭৩ রান করে ডিন এলগারের দল। এভাবে ৭৯ রানের টার্গেট পায় ভারত যা তিন উইকেট হারিয়ে এটি অর্জন করেন তারা। ভারতের এই বড় জয়ে বেশ খুশি ফ্যানরা। সেই ছবিই ধরা পড়ে টুইটারে।
দেখুন সেই চিত্র:
Shor’test’ match! #SAvsIND #INDvsSA
Joke of a pitch!! https://t.co/7aMLwmH9n9
— PS (@here_or_there_o) January 4, 2024
India won by 7 wickets and level the 2-match series
India become first Asian team to win in Cape town. #SAvsIND #PAKvsAUS #DartsWM #AUSvPAK #INDvsSA #virat pic.twitter.com/bXKm9Hof3E
— Kashur (@kashur_007) January 4, 2024
Best pic you’ll ever see on Twitter today…. 🥺… We are in the end game in a couple of years …. So just sit and cheer them on #RohitSharma #ViratKohli #INDvsSA #SAvsIND #TestCricket #Congratulations #siraj #DeanElgar #JaspritBumrah pic.twitter.com/sGTM879fSJ
— Being_sunny___ (@Being_sunny__) January 4, 2024
Not always
But when there was no results like #SAvsIND— Amit J Gami (@AmitGami1) January 4, 2024
Asian captains to win a Test match against South Africa in Cape Town:
– Rohit Sharma
– End of list#SAvsIND #AUSvPAK #INDvsSA pic.twitter.com/HlMpYpwFof— Sana KHAN (@sanakhan142) January 4, 2024
It’s Team India, if they can’t win the series then they won’t let you win also 🇮🇳🔥#SAvsIND #BabarAzam #INDvsSA #DavidWarner #MSDhoni #PAKvsAUS #XRC20 #WTC25 #Pakistan #AUSvsPAK #AUSvPAK #Kohli #PinkTest #Siraj pic.twitter.com/8PhKILeomx
— Aishaa 🕊️ (@Aishaa0017) January 4, 2024