চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) মহা মঞ্চে আজ মুখোমুখি হয়েছিল আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা (SA vs AFG)। আফগান বাহিনীকে ১০৭ রানে পরাস্ত করলো দক্ষিণ আফ্রিকা দল। আজকের এই ম্যাচের কথা বলতে গেলে, দক্ষিণ আফ্রিকা টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। পাওয়ার প্লের মধ্যেই প্রথম উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। টনি ডি জর্জি ১১ বলে ১১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। যদিও ক্যাপ্টেন বাভুমা (Temba Bavuma) এবং উইকেট রক্ষক রিয়ান রিকেলটনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে উঠেছিল। ২৯তম ওভারে দক্ষিণ আফ্রিকা তাদের ক্যাপ্টেনকে হারায়।
দুরন্ত শতরান হাঁকালেন রিকেলটন

ক্যাপ্টেন বাভুমা ৭৬ বলে ৫৮ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। এছাড়া ব্যাটিং করতে এসে রাসি ভ্যান ডার ডুসেনের ব্যাট থেকে ৪৬ বলে ৫২ রানের ঝকঝকে ইনিংস দেখতে পাওয়া গিয়েছিল। পিছিয়ে থাকেননি এইডেন মার্করামও (Aiden Markram)। ৩৬ বলে ৬টি চার ও ১ই ছক্কায় ৫২ রান বানান মার্করাম। তাছাড়া, দলের হয়ে সর্বাধিক ১০৬ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ১০৩ রান বানান উইকেট রক্ষক রিয়ান রিকেলটন (Ryan Rickelton)। নির্ধারিত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা দল ছয় উইকেট হারিয়ে ৩১৫ রান বানাতে সক্ষম হয়েছিল। আফগানিস্তানের পক্ষ থেকে সবথেকে সফল বোলার ছিলেন মোহাম্মদ নবী, যিনি ৫১ রান দিয়ে দুটি উইকেট তুলে নিয়েছিলেন। পাশাপাশি একটি করে উইকেট পেয়েছেন ফজল হক ফারুকী, আজমাতুল্লাহ ওমারজাই এবং নূর আহমেদ।
Read More: IPL শুরুর আগে হায়দ্রাবাদের জন্য সুখবর, চোট সারিয়ে প্রত্যাবর্তন করতে চলেছেন অজি তারকা !!
১০৭ রানে জয় সুনিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা

রান তাড়া করতে এসে আফগানিস্তানী ব্যাটসম্যানদের রীতিমতন ব্যাকফুটে ঢেলে দেয় প্রটিয়া প্রেসার রা। শুরুতেই ওপেনার ব্যাটসম্যান রহমানুল্লা গুরবাজকে হারায় আফগানিস্তান। কেবলমাত্র ১০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় গুরবাজকে। এরপরেই ২৯ বলে ১৭ রান বানিয়ে ইব্রাহিম জাদরান প্যাভিলিয়নের পথ দেখেন। তাসের ঘরের মতো মন ভাঙতে থাকে আফগানিস্তান দলের ব্যাটিং অর্ডার ৮৯ রানের মাথায় অর্ধেক দল প্যাভেলিয়ানে ফিরে যায়। তবে দলের হয়ে দুর্দান্ত ফাইট ব্যাক করেন রহমত শাহ। তার ব্যাট থেকে ৯২ বলে এসেছে ৯০ রান বাকি কোন আফগানিস্থানী ব্যাটসম্যানদের ব্যাট থেকে কুড়ি রানের বেশি রান লক্ষ্য করা যায়নি দ্বিতীয় সর্বাধিক (১৮) রানটি এসেছে রশিদ খানের ব্যাট থেকে। ২০৮ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান এবং ১০৭ রানে বড় জয় ছিনিয়ে নেয় প্রোটিয়া বাহিনী। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক তিন উইকেট নেন কাগিসো রাবাদা। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন মুল্ডার ও এনগিরি।