World Cup 2023: ২০২৩ সাল জুড়েই ক্রিকেটের মরশুম। অক্টোবর মাসে থেকেই শুরু হতে চলেছে বিশ্ব ক্রিকেটের সবথেকে বড় টুর্নামেন্ট ক্রিকেট বিশ্বকাপ। ৪ বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় এই বিশ্বকাপ, আর এই বিশ্বকাপ ইতিহাসে সবথেকে সফল দল হলো অস্ট্রেলিয়া। ৫ বার ট্রফি জয় করে বাঁকি দলগুলোকে কঠোর টক্কর দিচ্ছে অজিরা। এমনকি ভারতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপের আগেই তারা শুরু করে দিয়েছে তাদের বিশ্বকাপ অভিযান। তারা তাদের বিশ্বকাপ স্কোয়াডও প্রকাশ করে দিয়েছে। আগামী দক্ষিণ আফ্রিকা সফর ও ভারত সফরের জন্য বিশ্বকাপ ২০২৩’এ একই স্কোয়াড বেছে নিয়েছে টিম অস্ট্রেলিয়া। প্রথমে অস্ট্রেলিয়া দল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে। সাদা বলের ফরম্যাটে মুখোমুখি হবে দুই দল। আর ইতিমধ্যে দল প্রকাশ করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা যেখানে এক ভারতীয় খেলোয়াড় করে নিয়েছেন জায়গা।
Read More: World Cup 2023: “নিজের দোষেই বিশ্বকাপ হারে”, ভারতের কাটা ঘায়ে নুন ছেটালেন পাক খেলোয়াড় রশিদ লতিফ !!
দলে সুযোগ পেলেন ভারতীয় বংশোদ্ভূত
অগস্টের ৩০ তারিখ থেকে সেপ্টেম্বরের ১৭ তারিখ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজ ও ৫ ম্যাচের ওয়ান ডে সিরিজে খেলছে দক্ষিণ আফ্রিকা। আর সিরিজ চলাকালীন বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিলো দক্ষিণ আফ্রিকা। অজিদের বিরুদ্ধে জাতীয় দলে প্রথম বারের জন্য ডাক পেয়েও বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেলেন না বেবি এবি অর্থাৎ ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। দক্ষন আফ্রিকা দলের কথা বলতে গেলে, এবছর ৩ টি সিরিজ খেলেছে। বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ ব্যাবধানে জয়লাভ করে দক্ষিণ আফ্রিকা, এরপর উইন্ডিজদের বিরুদ্ধে সিরিজ ড্র রূপে সমাপ্তি ঘটে আর বিশ্বকাপের জন্য সেরা ৮ দল হওয়ার লড়াইয়ে নেদারল্যান্ডকে ২-০ ব্যাবধানে পরাজিত করেছে এবং সরাসরি বিশ্বকাপের (World Cup 2023) যোগ্যতা অর্জন ম্যাচে পৌঁছে গিয়েছে।
কেশব ভারতের মাটিতেই খেলবে বিশ্বকাপ
প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকা দলে ভারতীয় বংশোদ্ভূত কেশব মহারাজ (Keshav Maharaj) খেলতে চলেছেন। দলের সহ অধিনায়কের ভূমিকা পালন করবেন তিনি। দক্ষিণ আফ্রিকার এই প্লেয়ার এর আগেও ভারতের বিরুদ্ধে খেলে ফেলেছেন। তবে, এবার তিনি তার দেশের মাটিতেই বিশ্বকাপ খেলতে চলেছেন। কেশভের ক্যারিয়ারের কথা বলতে গেলে, দক্ষিণ আফ্রিকা দলের হয়ে ৩ ফরম্যাটেই খেলে থাকেন তিনি। ৩৩ বছর বয়সী এই বামহাতি স্পিনার ৪৯ টেস্টে ১৫৮ উইকেট নিয়েছেন, ২৭ ওডিআই ম্যাচে ২৯ উইকেট নিয়েছেন ও ২৫ টি টোয়েন্টি ম্যাচে ২২ উইকেট নিয়েছেন।
বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার স্কোয়াড:-
টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন (WK), সিসান্ডা মাগালা, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যানরিক নোকিয়া, কাগিসো রাবাদা, তাবরেজ সামসি, কাগিসো রাবাদা, রাসি ভ্যান ডের ডুসেন।