"করুণের মতন অবস্থা হবে..." দ্বিতীয় টেস্টের আগেই সাই সুদর্শনকে সাবধান বাণী সহকারী কোচের !! 1

IND vs WI: ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হয়ে গিয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বসেছে সিরিজের শেষ ম্যাচের আসর। প্রথম ম্যাচে সহজ জয়ের পর ভারতীয় দল বেশ আত্মবিশ্বাসী। ভারতীয় দলের লক্ষ সিরিজ ক্লিন সুইপ করার। ভারতীয় দল চাইবে এই ম্যাচে আবার একবার একতরফা ভাবে উইন্ডিজ দলকে পরাস্ত করতে। তবে এই ম্যাচটি বিশেষ নজর কেড়ে নিতে ব্যর্থ এক তরুণ ব্যাটার। আর সেই তরুণ খেলোয়াড়টি হলেন সাই সুদর্শন (Sai Sudharsan)। আহমেদাবাদ টেস্টে কেবলমাত্র ৭ রান বানিয়েই প্যাভিলিয়নে। সুদর্শনকে আবার নিজেকে প্রমাণ করতে হবে। ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর যেভাবে তিনি ব্যার্থ হয়েছেন তার মাশুল গুনতে হতে পারে তাঁকে।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন সাই সুদর্শন। তবে, ইংল্যান্ড সিরিজে সেভাবে নিজেকে তুলে ধরতে পারেননি সুদর্শন।এবার ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন ডেস্কটে সুদর্শনের এমন ফর্মের কথা অবশ্যই জানেন। উইন্ডিজদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের আগের সংবাদ সম্মেলনে তিনি সোজাসাপটা বললেন, “সাই সুদর্শনের হাতে এখন খুব বেশি সময় নেই। যদিও, টিম ম্যানেজমেন্ট এখনও ওর উপর আস্থা রেখেছে। কিন্তু এখানে জায়গা করে নেওয়াটা একটা বড় লড়াই। এখানে ভয়ংকর প্রতিযোগিতা চলে।

Read More: “ওদের সময় শেষ…” রোহিত-কোহলিকে নিয়ে মুখ খুললেন শুভমান গিল, দিলেন বড় বয়ান !!

ফর্মের চিন্তায় ভুগছেন সাই সুদর্শন

Ind vs wi, সাই সুদর্শন
Sai Sudharsan | Image: Getty Images

পাশাপশি করুণ নায়ারের উদাহরণ টেনে বলেন, “আপনারা করুণ নায়ারকে দেখেছেন যিনি ইংল্যান্ড সফরে চারটি টেস্ট খেলেও দলে জায়গা ধরে রাখতে পারেননি। কারণ এই পর্যায়ে টিকে থাকতে হলে ধারাবাহিক পারফরম্যান্সই আসল চাবিকাঠি।” তিনি আরও বলেন, “সাই সুদর্শন জানেন যে ভারতীয় টেস্ট দলে জায়গার কোনো নিশ্চয়তা নেই। এখানে প্রত্যেক খেলোয়াড়ই নিজের জায়গার জন্য লড়ছে। প্রথম টেস্টে ওর আউটটা কৌশলগত ভুল হতে পারে, তবুও আমরা ওর উপর ভরসা রেখেছি। দ্বিতীয় টেস্টে আশা করি ওর থেকে ভালো কিছু পাবো।

কোচের মতে, দল জিতছে বলেই এখন কোনও আতঙ্কের বিষয় নেই। এ প্রসঙ্গে তিনি বলেছেন, “আমরা শুধু চাই তিনি যেন নিজের খেলায় মনোযোগ দেন। ওর মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে। এবার সেটাকেই প্রমান করার সময়।” সুদর্শনের সামনে বড় সুযোগ রয়েছে দিল্লি টেস্টে ফর্মে ফিরতে এবং আগামী সিরিজ গুলির জন্য ভারতীয় দলে নিজের জায়গা পাকা করে ফেলতে। যদি ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেন, তাহলে হয়তো সমালোচনার উত্তর মাঠেই দিতে পারবেন। আর যদি না পারেন, তাহলে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বাদ পড়তে পারেন।

Read Also: সেহবাগের পত্নীর সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে বিতর্কে BCCI প্রেসিডেন্ট, গোপন ছবি ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *