ruturaj-got-hurt-in-duleep-trophy-game

দলীপ ট্রফিতে (Duleep Trophy) প্রথম রাউন্ডের ম্যাচে বেঙ্গালুরুর মাঠে ভারত-এ’কে হারিয়েছে ভারত-বি। আর অন্ধ্রের অবন্তীপুরে জয় ছিনিয়ে নিয়েছিলো ভারত-সি দল। তারা হারিয়েছিলো ভারত-ডি শিবিরকে। আজ থেকে শুরু হয়েছে দ্বিতীয় রাউন্ডের খেলা। ভারত-এ মাঠে নেমেছে ভারত-ডি’র বিরুদ্ধে। খেলাটি হচ্ছে অবন্তীপুরে। আর চিন্নাস্বামীতে মুখোমুখি ভারত বি ও ভারত-সি। কৌতূহল রয়েছে দ্বিতীয় ম্যাচটি ঘিরে। ৬ পয়েন্ট করে পেয়ে লীগ তালিকার উপরের দিকে রয়েছে দুই শিবিরই। চিন্নাস্বামীতে যে পক্ষ বাজিমাত করতে পারবে তারা অর্জন করে ফেলবে ফাইনালের যোগ্যতা। টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলো ভারত-সি। সাই সুদর্শন’কে (B. Sai Sudharshan) সাথে নিয়ে ওপেন করতে নেমেছিলেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। আহত হয়ে মাঠ ছাড়তে হলো তাঁকে।

Read More: বুমরাহ’র প্রতি বিরূপ বিসিসিআই? তারকা পেসারের সহ-অধিনায়কত্ব হারানোর কারণ এলো প্রকাশ্যে !!

আহত ঋতুরাজ, চাপে ভারত-সি-

Ruturaj Gaikwad | Image: Twitter
Ruturaj Gaikwad | Image: Twitter

দলীপ ট্রফির (Duleep Trophy) ম্যাচে আজ ভারত-বি’র হয়ে বল হাতে ইনিংস শুরু করেছিলেন মুকেশ কুমার। তাঁর ওভারের প্রথম ডেলিভারিটি দারুণ শটে বাউন্ডারিতে পাঠিয়ে দেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। কিন্তু দ্বিতীয় ডেলিভারিটিতে ঘটে বিপত্তি। আহত হন ভারত-সি অধিনায়ক। বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। প্রথম ওভারের দ্বিতীয় ডেলিভারিতেই অধিনায়ককে খুইয়ে চাপে পড়েছিলো ভারত-সি দল। তড়িঘড়ি ব্যাট হাতে নামতে হয় রজত পতিদার’কে (Rajiat Patidar)। বেঙ্গালুরুর ম্যাচটির সরাসরি সম্প্রচার না হওয়ায় সঠিক কি ঘটেছিলো তা এখনও জানা যায় নি। সেই কারণেই ঋতুরাজের চোট ঠিক কতটা গুরুত্বপূর্ণ, তিনি আদৌ পরে ব্যাট হাতে বাইশ গজে ফিরতে পারবেন কিনা এই ম্যাচে তা নিয়ে দ্বিধা রয়েই গিয়েছে। অনুরাগীদের আশা যে দ্রুত সুস্থ হয়ে মাঠে নামতে পারবেন মহারাষ্ট্রের তারকা।

পতিদারকে সাথে নিয়ে লড়ছেন সাই-

Sai Sudharsan | Duleep Trophy | Image: Twitter
Sai Sudharsan | Image: Twitter

দিনের দ্বিতীয় বলেই ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) মত তারকা ব্যাটারকে হারিয়ে সাময়িক চাপে পড়েছিলো ভারত-সি দল। কিন্তু সামলে নিয়ে লড়াই করছেন সাই সুদর্শন ও রজত পতিদার। এখনও পর্যন্ত অটুট রয়েছে তাঁদের জুটি। প্রতিবেদন লেখার সময় অবধি তামিলনাড়ুর তরুণ তুর্কি অপরাজিত রয়েছেন ৬১ বলে ৩৮ রান করে। অপর প্রান্তে রজত পতিদারের (Rajat Patidar) সংগ্রহ ২৮ বলে ১৯ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট দলে জায়গা পেয়েছিলেন মধ্যপ্রদেশের ক্রিকেটার। মিডল অর্ডারে নিজেকে মেলে ধরতে পারেন নি। বেশ কিছু ইনিংসে ব্যর্থ হওয়ায় বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের স্কোয়াডে ঠাঁই হয় নি তাঁর। দলীপ ট্রফিতে (Duleep Trophy) ভালো পারফর্ম্যান্স করে দ্রুত জাতীয় নির্বাচকদের রেডারে ফিরতে চাইবেন রজত। আজকের ম্যাচে বড় সুযোগ রয়েছে তাঁর সামনে।

ভারত-বি দলে রয়েছেন সরফরাজ খান-

Sarfaraz khan | Duleep Trophy | Image: Getty Images
Sarfaraz Khan | Image: Getty Images

যে সকল ক্রিকেট তারকা বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন তাঁদের সকলকেই দলীপ ট্রফি (Duleep Trophy) থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ব্যতিক্রম কেবল সরফরাজ খান (Sarfaraz Khan)। মুম্বইয়ের তরুণের ঠাঁই হয়েছে ষোল সদস্যের টেস্ট দলে। তা সত্ত্বেও দলীপ ট্রফির ম্যাচে খেলছেন তিনি। ১২ থেকে ১৫ সেপ্টেম্বর অবধি ভারত-বি’র হয়ে ভারত-সি’র বিরুদ্ধে খেলবেন তিনি। তারপর যোগ দেবেন জাতীয় শিবিরে। টাইগার্সদের বিরুদ্ধে টেস্টের প্রথম একাদশে সরফরাজ (Sarfaraz Khan) যে থাকবেন না তা এই সিদ্ধান্তের মাধ্যমেই বুঝিয়ে দিয়েছে বিসিসিআই, মত অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞদের। মিডল অর্ডারে কে এল রাহুলের (KL Rahul) প্রত্যাবর্তনের ফলে আপাতত সরফরাজকে আন্তর্জাতিক আঙিনায় বসতে হবে রিজার্ভ বেঞ্চে।

Also Read: IND vs PAK: একই দলে খেলবেন কোহলি-বাবর-বুমরাহ-শাহীন, বিভেদ ভুলে কাছাকাছি ভারত ও পাকিস্তান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *