আজকের আইপিএলের (IPL 2025) ১১তম ম্যাচে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস (RR vs CSK)। আইপিএল ইতিহাসের অন্যতম সফল দল হলো চেন্নাই সুপার কিংস, মোট পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে দলটি। তবে, গত মৌসুম এবং এই মৌসুমে চেন্নাইয়ের সেভাবে প্রভাব দেখা যাচ্ছে না। গত মৌসুমে চেন্নাই দলের নতুন অধিনায়ক হয়েছেন ঋতুরাজ গাইকোয়ার্ড। আজকের গুয়াহাটিতে রাজস্থানের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই দলের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়ার্ড।
ম্যাচে প্রথমে ব্যাটিং করতে এসে, নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান বানায়। রাজস্থানের হয়ে সর্বাধিক ৮১ রানের ইনিংসটি খেলেন নীতিশ রানা (Nitish Rana)। তাছাড়া, ক্যাপ্টেন রিয়ান পরাগের (Riyan Parag) ব্যাট থেকে এসেছিল ২৮ বলে ৩৭ রান বানান। শেষজেড দিকে ১৯ রানের ইনিংস খেলে দলকে ১৮২ রানে পৌঁছে দেন। চেন্নাই দল গত চার বছরে ১৭৫-এর বেশি রান তাড়া করতে ব্যর্থ হয়েছে।
Read More: IPL 2025, MI vs KKR: বাদ ভেঙ্কটেশ, কলকাতার মিডল অর্ডারকে শক্তিশালী করতে এন্ট্রি নিচ্ছেন এই বিস্ফোরক ব্যাটার !!
গুরুতর চোট পেলেন ঋতুরাজ

আজকের ম্যাচে তার এক নমুনা দেখতে পাওয়া যাচ্ছে। রান তাড়া করতে এসে প্রথম ওভারেই উইকেট হারিয়ে ফেলেন তারকা ওপেনার রাচিন রবীন্দ্র। চার বলে ০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল রবীন্দ্রকে। দ্রুত উইকেট হারানোর পর ব্যাটিং করতে আসেন ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়ার্ড। প্রথম কয়েকটি ওভারে চেন্নাইয়ের দুই ব্যাটসম্যানকে বেঁধে রেখেছিল আর্চার ও তুষার দেশপান্ডে। দ্বিতীয় ওভারেই তুষার দেশপান্ডের তৃতীয় বলে ঋতুরাজ গাইকোয়ার্ড লেন্থ বল মিস করেন এবং সেটি তাঁর ডান হাতের কনুইতে গিয়ে লাগে। আঘাত লাগার সঙ্গে সঙ্গে ব্যাট ফেলে দেন ঋতুরাজ এবং মাটিতে পড়ে কাতরাতে দেখা যায় তাকে। এই পরিস্থিতিতে মাঠের মধ্যে সঙ্গে সঙ্গে ছুটে আসেন চেন্নাইয়ের ফিজিও। সাময়িক চিকিৎসা নিয়ে আবার ব্যাটিং করতে থাকেন ঋতুরাজ।
দেখনিন ভিডিও
— Pappu Plumber (@tappumessi) March 30, 2025