IPL 2025: "এরা রঞ্জি বোলার না...", বেঙ্গালুরুর বিপক্ষে শূন্য রানে আউট হয়ে ট্রোলের শিকার রুতুরাজ !! 1

IPL 2025: আইপিএলের হাইভোল্টেজ মহারণে চেন্নাই সুপার কিংস আজ ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নেমেছে। ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড। তবে প্রথম থেকেই আক্রমনাত্মক ব্যাটিং শুরু করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফলে অধিনায়ক রজত পাটিদারের দুরন্ত অর্ধশতরানে ভর করে আরসিবি প্রথম ইনিংসে ১৯৬ রান সংগ্রহ করে। চেপক স্টেডিয়ামের ধীর গতির পিচে চেন্নাইয়ের হয়ে দ্বিতীয় ইনিংসে ওপেনিং করতে আসেন রাচিন রবীন্দ্র এবং রাহুল ত্রিপাঠী।

সময় খারাপ যাচ্ছে CSK অধিনায়কের

ipl 2025
Ruturaj Gaikwad | Image: Twitter

ওপেনার রাহুল ৩ বলে ৫ রানে আউট হয়ে মাঠ ছাড়েন।জশ হ্যাজেলউডের করা বলে ফিল সল্টের হাতে ক্যাচ দেন তিনি। এই রকম গুরুত্বপূর্ণ সময় হাল ধরার জন্য মাঠে নামেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড। তিনি দলের স্কোরবোর্ড দায়িত্ব নিয়ে এগিয়ে নিয়ে যাবেন বলে সমর্থকরা মনে করেছিলেন। তবে ৪ বল খেললেও খাতাই খুলতে পারেননি। শূন্য আউট হয়ে চেন্নাই অধিনায়ক মাঠ ছাড়েন। জশ হ্যাজেলউডের করা বলে তিনি মাঠে পরিবর্ত হিসাবে আসা মনোজ ভান্ডাগের হাতে সহজ ক্যাচ তুলে দেন। গত বছরও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে শূন্য রানে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন রুতুরাজ। ফলে তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের মুখে পড়েছেন। “আরিসিবির বিপক্ষে শূন্য রানে আউট হওয়া অভ্যস্ত হয়ে গেছেন রুতুরাজ।”, বলে কটাক্ষ করেছেন এক ক্রিকেট ভক্ত।

খুবই ট্রোল হলেন রুতুরাজ

পাকিস্তানের বাবর আজমের সঙ্গে রুতুরাজের ছবি দিয়ে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ছড়া পর্যন্ত লিখে ফেলেছেন। যার সারমর্ম হলো, “যখন স্টেডিয়ামে সমর্থকরা একটি শক্তিশালী পারফর্ম্যান্স দেখার জন্য অপেক্ষা করছেন। তখন রুতুরাজ ফিরলেন শূন্য করে।” এক ক্রিকেটপ্রেমী তথ্য দিয়ে লিখেছেন, “চেপকে এই প্রথম ৫-এর থেকে কম রান করে আউট হয়েছেন রুতুরাজ।” অন্যদিকে একজন ক্রিকেট সমর্থক মজা করে লিখেছেন, “আমার বিপক্ষে রঞ্জি ট্রফির বোলার দেওয়া হোক। না হলে আমি অবসর নেবো।” ঋতুরাজকে ওভাররেটেড ব্যাটম্যান বলেও অনেকে উল্লেখ করেছেন।

দেখুন রুতুরাজ গায়কোয়াডকে নিয়ে ট্যুইট চিত্র-

https://twitter.com/AhmedGT_/status/1905660643694526540

Read Also: IPL 2025 CSK vs RCB match Highlights: চেপকের মাটিতে ৫০ রানে চেন্নাইকে হারিয়ে ঐতিহাসিক জয় বেঙ্গালুরুর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *