৬,৬,৬,৬,৬,৬..ব্যাট হাতে জ্বলে উঠলেন রুতুরাজ গায়কোয়াড, ওডিআইতে ডবল সেঞ্চুরি করে গড়লেন নতুন ইতিহাস !! 1

ভারতে বর্তমানে অসংখ্য প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন। খুব কম বয়স থেকেই আইপিএল (IPL 2025) বা ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্ম্যান্স করে নিজেদের প্রমাণ করেছেন অনেকেই। তবে তাদের মধ্যে সকলে ধারাবাহিকভাবে জাতীয় দলের জায়গা করে নিতে পারেন না। সম্প্রতি ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে টেস্ট সিরিজে একাধিক তরুণ ক্রিকেটার জায়গা পেলেও রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) সুযোগ পাননি। এই বছর আইপিএল (IPL 2025) চলাকালীন তিনি চোটের মুখে পড়েছিলেন। এই তারকা ব্যাটসম্যানের এক বিধ্বংসী ওডিআই ইনিংস তুলে ধরা হলো।

Read More: IND vs ENG 3rd Test: লর্ডসেও ‘ফাইভ স্টার’ জসপ্রীত বুমরাহ, রাহুলের অর্ধশতকে লড়াই জারি টিম ইন্ডিয়ার !!

রুতুরাজের বিধ্বংসী ইনিংস-

৬,৬,৬,৬,৬,৬..ব্যাট হাতে জ্বলে উঠলেন রুতুরাজ গায়কোয়াড, ওডিআইতে ডবল সেঞ্চুরি করে গড়লেন নতুন ইতিহাস !! 2
Ruturaj Gaikwad | Images: Getty Images

ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রের হয়ে রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) একাধিক অনন্য নজির গড়েছেন‌। ২০২২ সালে এই তারকা ব্যাটসম্যানের নেতৃত্বে মহারাষ্ট্র বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) ফাইনালে পৌঁছেছিল। এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উত্তর প্রদেশের বিপক্ষে ব্যাট হাতে বিধ্বংসী হয়ে উঠেছিলেন রুতুরাজ (Ruturaj Gaikwad)। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৫৯ বলে অপরাজিত ২২০ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন তিনি‌।

রুতুরাজ (Ruturaj Gaikwad) ইনিংসটি সাজিয়েছিলেন ১০ টি চার এবং ১৬ টি ছয় দিয়ে। তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১৩৮ এর ওপর। এটা ছিল বিজয় হাজারে ট্রফিতে তৃতীয় ব্যক্তিগত সর্বোচ্চ রান। পৃথ্বী শ (Prithvi Shaw) বিজয় হাজারে ট্রফিতে এক ইনিংস ২২৭ রান করে দ্বিতীয় স্থানে এবং নারায়ণ জগদীশন (Narayan Jagadeesan) এক ইনিংসে ২৭৭ রান সংগ্রহ করে ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রহকারী তালিকায় প্রথম স্থানে রয়েছেন।

আইপিএলেও ছিলেন দুরন্ত ফর্মে-

৬,৬,৬,৬,৬,৬..ব্যাট হাতে জ্বলে উঠলেন রুতুরাজ গায়কোয়াড, ওডিআইতে ডবল সেঞ্চুরি করে গড়লেন নতুন ইতিহাস !! 3
Ruturaj Gaikwad | Images: Getty Images

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) পর চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) নতুন অধিনায়ক হিসেবে রুতুরাজ গায়কোয়াডের (Ruturaj Gaikwad) ওপর দায়িত্ব দেওয়া হয়। তিনি এই বছর আইপিএলে (IPL 2025) প্রথম থেকেই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে টুর্নামেন্টের মাঝেই কনুইয়ে চোট পাওয়ার কারণে এই তারকা ব্যাটসম্যান সবকটি ম্যাচে অংশগ্রহণ করতে পারেননি। এই বছর আইপিএলে রুতুরাজের (Ruturaj Gaikwad) ব্যাট থেকে ৫ ম্যাচে আসে মোট ১২২ রান।

এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে ৭১ ম্যাচে মোট ২,৫০২ রান সংগ্রহ করেছেন তিনি। অন্যদিকে চোটের কারণে এই বছর আইপিএলের মাঝে টুর্নামেন্ট থেকে রুতুরাজ (Ruturaj Gaikwad) ছিটকে যাওয়ার পর মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আবার‌ও অধিনায়ক হিসেবে ফিরে আসেন। কিন্তু চেন্নাই (CSK) এই বছর আইপিএলে ১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফে পৌঁছাতে পারিনি।

Read Also: বিরাটের দেখানো পথেই হাঁটছেন রোহিত’ও, দেশ ছেড়ে থিতু হচ্ছেন বিদেশে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *