৬,৬,৬,৪,৪,৪.. বিধ্বংসী ফর্মে রুতুরাজ গায়কোয়াড, বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত শতরান তারকার !! 1

বছর শেষে জমে উঠেছে বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy 2025-26) লড়াই। এই ঘরোয়া টুর্নামেন্টে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) মতো ক্রিকেটার অংশগ্রহণ করায় ভক্তদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। একাধিক তরুণ তারকা দুরন্ত পারফর্ম্যান্স করে ইতিমধ্যেই নজর কেড়েছেন। মহারাষ্ট্রের হয়ে এই বছর বিজয় হাজারে ট্রফিতে নেতৃত্ব দিচ্ছেন রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)। চোট সারিয়ে মাঠে ফিরে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy 2025) দুরন্ত ফর্মে ছিলেন এই তারকা। এবার আজ ব্যাট হাতে আবারও তাকে জ্বলে উঠতে দেখা গেল।

Read More: ছুপা রুস্তম সূর্যকুমার যাদব, এই লাস্যময়ী নারীকে দিতেন মাঝ রাতে ‘নটি’ ম্যাসেজ !!

ব্যাট হাতে জ্বলে উঠলেন রুতুরাজ-

৬,৬,৬,৪,৪,৪.. বিধ্বংসী ফর্মে রুতুরাজ গায়কোয়াড, বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত শতরান তারকার !! 2
Ruturaj Gaikwad | Image: Twitter

আজ বিজয় হাজারে ট্রফিতে মহারাষ্ট্র উত্তরাখণ্ডের বিপক্ষে মাঠে নেমেছে। ম্যাচে টসে হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে রুতুরাজরা। কিন্তু বিপক্ষদের বোলিং আক্রমণের সামনে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় মহারাষ্ট্র। তারা ৫০ রানে ৩ টি উইকেট হারিয়ে ফেলেছিল। এইরকম পরিস্থিতিতে অধিনায়ক এসে দলের হাল ধরেন। এক দিক থেকে ধরে রেখে তিনি স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।

রাহুল ত্রিপাঠীর (Rahul Tripathi) সঙ্গে ৫০ রানের এবং সত্যজিৎ বাছাভের (Satyajeet Bachhav) সঙ্গে ১০৯ রানের পার্টনারশিপ গড়েন। রুতুরাজের ব্যাট থেকে আজ ১১৩ বলে ১২৪ রানের বিধ্বংসী ইনিংস আসে। ১২ টি চার এবং ৩ টি ছয় মেরে ভক্তদের মন জয় করে নেন তিনি। ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১০০’এর ওপর।

দুরন্ত ফর্মে রুতুরাজ গায়কোয়াড-

ruturaj-to-lead-india-a-vs-nz-a
Ruturaj Gaikwad | Image: Twitter

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Series) বিপক্ষে ভারতীয় ওডিআই দলে সুযোগ পেয়েছিলেন রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)। তিনি এই সিরিজের দ্বিতীয় ম্যাচে দুরন্ত শতরান হাঁকিয়ে জ্বলে উঠেছিলেন। ৮৩ বলে খেলেন ১০৫ রান। ব্যাট থেকে আসে ১২ টি চার এবং ২ টি ছয়। ফলে আসন্ন নিউজিল্যান্ডের (India vs Newzealand ODI Series) বিপক্ষে ওডিআই সিরিজেও এই তারকা নিজের জায়গা ধরে রাখবেন বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

এখনও পর্যন্ত রুতুরাজ দেশের হয়ে ৯ টি ওডিআই ম্যাচে মোট ২২৮ রান সংগ্রহ করেছেন। লিস্ট ‘এ’তে ৯৫ ম্যাচে তার রয়েছে ৪৭১৪ রান। আইপিএলের (IPL 2026) মঞ্চেও নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন তিনি। তাকে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে নেতৃত্বের দায়িত্ব পালন করতে দেখা যায়। এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে এই তারকা ৭১ ম্যাচে সংগ্রহ করেছেন মোট ২৫০২ রান।

Read Also: স্বর্গের পরীর মতো সুন্দরীর সঙ্গে প্রেম করছেন তিলক বর্মা, ঘনিষ্ঠ ছবি ভাইরাল হতেই শুরু চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *