IND vs ENG: ইংল্যান্ড সফরের জন্য বড়ো চমক BCCI'এর, চেন্নাইয়ের এই তারকা দেবেন ভারতকে নেতৃত্ব !! 1

IND vs ENG: বছরের পর বছর ধরে ভারতীয় ক্রিকেটে দক্ষ তারকারা অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন। সাম্প্রতিক সময় রোহিত শর্মা (Rohit Sharma) ব্লু ব্রিগেডদের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) ও চ্যাম্পিয়নস ট্রফির (CT 2025) মতো আইসিসি টুর্নামেন্টর শিরোপা অর্জন করেছেন। ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালেও তার নেতৃত্বেই ভারতীয় দল প্রবেশ‌ করেছিল। কিন্তু এই তারকা ব্যাটসম্যান আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কারণে ভারতের লাল বলের ক্রিকেটে বড়ো শূন্যস্থান তৈরি হয়ে‌‌ছে। ফলে কোন তারকা ক্রিকেটারের হাতে ভারতীয় টেস্ট দলের দায়িত্ব যাবে তা নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে। এবার এই তরুণ ব্যাটসম্যানকে নিয়ে ভাবনাচিন্তা শুরু করলো বিসিসিআই।

Read More: IPL 2025: শেষ বেলায় বাজিমাত করতে নয়া চাল RCB’র, পাটিদারের বদলে নেতৃত্বে জিতেশ শর্মা !!

অধিনায়ক হতে চলেছেন রুতুরাজ-

IND vs ENG: ইংল্যান্ড সফরের জন্য বড়ো চমক BCCI'এর, চেন্নাইয়ের এই তারকা দেবেন ভারতকে নেতৃত্ব !! 2
Ruturaj Gaikwad | Images: Getty Images

ভারতীয় দল জুন মাসের শেষের দিকে ইংল্যান্ডের (IND vs ENG) মাটিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে। নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে জয় তুলে নিয়ে যাত্রা শুরু করতে চাইছে ব্লু ব্রিগেডরা। তাই রোহিত শর্মার (Rohit Sharma) পর একজন অভিজ্ঞ ক্রিকেটারকে অধিনায়ক হিসেবে বেছে নিতে চাইছে বিসিসিআই (BCCI)। তিনি যাতে ভারতীয় দলকে দীর্ঘদিন এই ফরম্যাটে এগিয়ে নিয়ে যেতে পারেন সেইদিকেও ভাবনাচিন্তা চলছে। ফলে সূত্র অনুযায়ী ইতিমধ্যেই রুতুরাজ গায়কোয়াডকে (Ruturaj Gaikwad) নিয়ে আলোচনা শুরু করেছেন নির্বাচকরা। উল্লেখ্য রুতুরাজ গত বছর থেকে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মতো দলের নেতৃত্বের দায়িত্ব পালন করছেন। ২০২৪ আইপিএলে (IPL 2024) ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে জয় পেয়েছিল চেন্নাই। রুতুরাজ ব্যাট হাতে ১৪ ম্যাচে ৫৮৩ রান সংগ্রহ করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন। এই বছর আইপিএলেও চেন্নাইকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ৫ ম্যাচে দুটি অর্ধশতরানের সঙ্গে তিনি সংগ্রহ করেছেন ১২২ রান। অন্যদিকে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) এখনও পর্যন্ত অভিষেক করার সুযোগ পাননি। তবে তিনি ভারতের হয়ে ৬ টি একদিনের ম্যাচে ১১৫ রান সংগ্রহ করার পাশাপাশি ২৩ টি টি-টোয়েন্টি ম্যাচে ৬৩৩ রান নিজের দখলে করেছেন। ফলে ভারতীয় টেস্ট দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলে তিনি দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

চোটের কবলে রুতুরাজ-

IND vs ENG: ইংল্যান্ড সফরের জন্য বড়ো চমক BCCI'এর, চেন্নাইয়ের এই তারকা দেবেন ভারতকে নেতৃত্ব !! 3
Ruturaj Gaikwad | Images: Getty Images

এই বছর আইপিএলে (IPL 2025) নতুন আত্মবিশ্বাসের সঙ্গে যাত্রা শুরু করেছিলেন রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)। চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) তার নেতৃত্বে প্রথম ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে জয় তুলে নেয়। তারপর রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে ম্যাচ চলাকালীন জোফ্রা আর্চারের (Jofra Archer) করা বলে কনুইয়ে চোট পেয়েছিলেন রুতুরাজ। কনুইয়ে হাড়ে ছিড় ধরার কারণে তিনি টুর্নামেন্টের বাইরে চলে যান। তার বদলে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) চেন্নাইয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। রুতুরাজ গায়কোয়াডের বদলে আয়ুশ মাহাত্রেকে (Ayush Mhatre) দলে নিয়েছে চেন্নাই। তবে এই তারকা ব্যাটসম্যান বর্তমানে চোট সারিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ফলে জুন মাসে ভারতীয় টেস্ট দলে জায়গা করে নেওয়ার পাশাপাশি তিনি অধিনায়ক হিসেবেও দায়িত্ব সামলাতে পারেন। উল্লেখ্য বর্তমানে ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে আইপিএল (IPL 2025) স্থগিত রাখা হয়েছে।‌ যদি এক সপ্তাহের মধ্যে এই টুর্নামেন্ট না শুরু হয়ে ইংল্যান্ড সফরের পর আগস্ট মাসে চালু হয় তবে রুতুরাজ গায়কোয়াডকে (Ruturaj Gaikwad) আবার চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে দেখতে পাওয়া যেতে পারে।

Read Also: ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আগেই এবার চেন্নাইয়ের এই তারকা নিলেন অবসর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *