''৬,৬,৬,৬,৪,৪..'', বিধ্বংসী ইনিংসে রাজকীয় কামব্যাক, নির্বাচকদের বার্তা দিলেন রুতুরাজ !! 1

ধারাবাহিকতা বজায় রেখে দেশের হয়ে সব ফরম্যাটেই খেলার স্বপ্ন দেখেন ক্রিকেটাররা। আইপিএল সহ ঘরোয়া ক্রিকেট থেকে তারা নিজেদের আলাদা পরিচয় তৈরি করতে চান। কিন্তু অনেক সময় চোট সমস্যা বাধা হয়ে দাঁড়ায়। এছাড়াও কম বয়সে জনপ্রিয়তা তরুণ ক্রিকেটারদের ভুল পথে চালিত করে। তাই সাম্প্রতিক সময়ে একাধিক প্রতিভাবান ক্রিকেটারদের হারিয়ে যেতে দেখা গেছে। তবে এবার সমস্ত প্রতিকূলতা কাটিয়ে আবারও নিজেকে প্রমাণ করলেন রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)।

Read More: শেষ মুহূর্তে বন্ধের পথে ভারত-পাক এশিয়া কাপের ম্যাচ, দেশকে এগিয়ে রাখছেন তারকারা !!

রুতুরাজের ঐতিহাসিক ইনিংস-

''৬,৬,৬,৬,৪,৪..'', বিধ্বংসী ইনিংসে রাজকীয় কামব্যাক, নির্বাচকদের বার্তা দিলেন রুতুরাজ !! 2
Ruturaj Gaikwad | Images: Getty Images

এই বছর আইপিএলে (IPL 2025) চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)। কিন্তু টুর্নামেন্টের মাঝপথেই কনুইয়ে চোট পেয়ে ছিটকে যান তিনি। বর্তমানে সম্পূর্ণ সুস্থ হয়ে ঘরোয়া ক্রিকেটে নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন। চলতি বুচি বাবু টুর্নামেন্টে (Buchi Babu Turnament) এবার বিধ্বংসী ব্যাটিং করে আবারও ভক্তদের মন জয় করলেন তিনি।

এই টুর্নামেন্টে ২৬ আগস্ট থেকে মহারাষ্ট্র হিমাচল প্রদেশের বিপক্ষে মাঠে নেমেছে। মহারাষ্ট্রের হয়ে প্রথম ইনিংসে ৩‌ নম্বর স্থানে ব্যাটিং করতে আসেন রুতুরাজ। অর্শিন কুলকার্নির (Arshin Kulkarni) সঙ্গে জোট বেঁধে গুরুত্বপূর্ণ সময় ২২০ রানের পার্টনারশিপ গড়েন। ১২২ বলে তার ব্যাট থেকে আসে দুরন্ত শতরান। এই তারকা ব্যাটসম্যান এক ওভারে চারটি ছক্কা হাঁকিয়ে বিপক্ষ বোলারদের চাপের মুখে ফেলে দিয়েছিলেন। রুতুরাজের (Ruturaj Gaikwad) ব্যাট থেকে ১০ টি বাউন্ডারি‌ও আসে। শেষে ১৪৪ বলে ১৩৩ রানের ইনিংস খেলে আউট হন তিনি।

জাতীয় দলের বাইরে রুতুরাজ-

''৬,৬,৬,৬,৪,৪..'', বিধ্বংসী ইনিংসে রাজকীয় কামব্যাক, নির্বাচকদের বার্তা দিলেন রুতুরাজ !! 3
Ruturaj Gaikwad | Images: Getty Images

আইপিএল (IPL 2025) এবং ঘরোয়া ক্রিকেট থেকে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম্যান্স করে অনেক তরুণ ক্রিকেটার বর্তমানে আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিচ্ছেন। এই বছর ভারতের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে দুরন্ত ফর্মে থাকার পর দেশের হয়ে টেস্ট দলে জায়গা পান সাই সুদর্শন (Sai Sudarshan)। আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) শুভমান গিল (Shubman Gill) আবারও ভারতীয় টি-টোয়েন্টি দলে ফিরে এসেছেন।

কিন্তু রুতুরাজ (Ruturaj Gaikwad) দীর্ঘদিন ধরে জাতীয় দলে নিজের জায়গা করে নিতে পারছেন না। এই তারকা ব্যাটসম্যান শেষবার গত বছর জুলাই মাসে জিম্বাবুয়ের (IND vs ZIM) বিপক্ষে ভারতের হয়ে মাঠে নেমেছিলেন। উল্লেখ্য এখনও পর্যন্ত তিনি দেশের হয়ে ২৩ টি টি-টোয়েন্টি ম্যাচে ১৪০’এর ওপর স্ট্রাইক রেটে ৬৩৩ রান সংগ্রহ করেছেন। এছাড়াও ৭১ টি আইপিএল ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ২৫০২ রান।

Read Also: “দুটো ম্যাচেই জিতব..”, এশিয়া কাপের আগে ভারতের উদ্দেশ্যে হুঙ্কার দিলেন হারিস রাউফ‌‌‌ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *