Team India

ভারতের অন্যতম জনপ্রিয় ডোমেস্টিক লীগ হলো বিজয় হাজারে ট্রফি, ৫০ ওভারের এই লিগে ২০২২ সালে দুর্দান্ত পারফরমেন্সের সাক্ষি থেকেছে ভারতবাসী, একের পর এক সেঞ্চুরি উপহার দিয়েছেন বাঁকি খেলোয়াড়রা, শুধু ব্যাট হাতে নয় বল হাতেও কামাল দেখিয়েছেন বোলাররা, ফাইনালে মহারাষ্ট্রকে পরাজিত করে এবছরের বিজয় হাজারে ট্রফি চ্যাম্পিয়ন হলো সৌরাষ্ট্র, অধিনায়ক জয়দেব উনাদকাটের নেতৃত্বে রঞ্জি ট্রফির পরেই আবার বিজয় হাজারে ট্রফি জয়লাভ করলো সৌরাষ্ট্র। ফাইনালে দুরন্ত শতরান বানালেন ঋতুরাজ গাইকোয়ার্ড , এই টুর্নামেন্টে ৫ ম্যাচে ৪ টি শতরান বানিয়ে ভারতীয় দলে আগামী দিনে সুযোগ পাওয়ার যোগ্য দাবিদার হয়ে উঠেছেন।

বিজয় হাজারে তে ঋতুরাজ গাইকোয়ার্ড-এর দুরন্ত ব্যাটিং

বিজয় হাজারেতে দুর্দান্ত খেলে জাতীয় দলের কড়া নাড়ছেন এই খেলোয়াড়, সুযোগ না দিলে হবে চরম অন্যায় !! 1

আজকের ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাট। প্রথমে ব্যাটিং করতে এসে দুরন্ত শতরান করেন মহারাষ্ট্রের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়ার্ড , এই টুর্নামেন্টে তিনি ৫ ইনিংসে ৪ টি শতরান সহ  দ্বিতীয় সর্বাধিক ৬৬০ রান বানিয়েছেন, এই টুর্নামেন্টে তিনি ২০০ – এর গন্ডি ও ছুঁয়ে ফেলেছিলেন, শুধু এখানেই থেমে থাকেননি ঋতুরাজ গাইকোয়ার্ড , বিজয় হাজারের কোয়াটার ফাইনালে এক ওভারে ৭ টি ছক্কা মারার নতুন রেকর্ড তৈরি করেছেন এই মহারাস্ট্রিয়ান ব্যাটসম্যান। তার এই পারফরমেন্স ভারতীয় দলে তাকে আগামী দিনে সুযোগ বানিয়ে দেবে। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হিসেবে বিবেচিত হয়েছেন তিনি।

ঋতুরাজের ক্রিকেট ক্যারিয়ার

বিজয় হাজারেতে দুর্দান্ত খেলে জাতীয় দলের কড়া নাড়ছেন এই খেলোয়াড়, সুযোগ না দিলে হবে চরম অন্যায় !! 2

ভারতীয় দলের হয়ে ইতিমধ্যে অভিষেক করে ফেলেছেন ঋতুরাজ গাইকোয়ার্ড , যদিও পারফরমেন্সের ঘটতি দেখা গিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে, তিনি ভারতের হয়ে ১ টি ওডিআই ম্যাচে ১৯ রান করেছিলেন এবং ৮ টি টি টোয়েন্টি ইনিংসে ১৩৫ রান করেছেন, যদিও ৩ সিজিন ধরে আইপিএল খেলে দ্বিতীয় বর্ষেই আইপিএলে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন, আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ৩৬ ম্যাচে ১২০৭ রান করে ফেলেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *