আইপিএলের আগে বড় সিদ্ধান্ত নিলো KKR কর্মকর্তারা, আন্দ্রে রাসেলের হাতে তুলে দিলেন অধিনায়কত্ব !! 1

বিগত কয়েকদিন ধরেই চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে কলকাতা নাইট রাইডার্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের মেন্টর গৌতম গম্ভীর ফ্রাঞ্চাইজি ছাড়ার পর থেকেই নাইট শিবিরে তৈরি হয়েছে জল্পনা। ভারতীয় জাতীয় দলের প্রধান কোচ হয়েছেন গৌতম গম্ভীর। ভারতীয় দলের কোচ হওয়ার পর তিনি কলকাতা নাইট রাইডার্স এর সাপোর্টিং স্টাফ ভারতীয় দলের সঙ্গেই ব্যবহার করছেন অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স দলের সহকারী কোচ অভিষেক নায়ার এবং ফিল্ডিং কোচ রিয়ান টেন ডেসকটেকে ভারতীয় দলের কোচের ভূমিকায় বসিয়েছেন গম্ভীর।

পাশাপাশি নাইট রাইডার্স কে নিয়ে বেশ কিছু খবর প্রকাশ্যে এসেছে, বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স দল তাদের দলের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ছাঁটাই করতে চলেছে এবং দলের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হবে পাওয়ার হিটার ব্যাটসম্যান ও অলরাউন্ডার আন্দ্রে রাসেলের (Andre Russell) হাতে।

শ্রেয়াসকে রিটেন করবে না KKR

Kkr, shreyas
Shreyas Iyer | Image: Getty Images

২০১৪ সাল থেকে কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের হয়ে খেলে আসছেন আন্দ্রে রাসেল। ফ্র্যাঞ্চাইজির হয়ে রাসেল সর্বস্ব দিতে রাজি। প্রথম মরশুমে দলের হয়ে সেরাটা না দেখাতে পারলেও ২০১৫ সালে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়ে ওঠেন। এমনকি ২০১৯ সালেও তিনি কলকাতা দলের হয়ে দ্বিতীয় বারের জন্য টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়ে ওঠেন। আন্দ্রে রাসেল হলেন কলকাতা দলের ত্রাস, গত ১০ বছর ধরে তিনি এবং নারায়ণ দলের সক্রিয় সদস্য। খারাপ ফর্মে থাকার পরেও কলকাতা ফ্রাঞ্চাইজি ২০২৪ আইপিএল মরশুমে ভরসা দেখিয়েছিল রাসেল ও নারায়ণের উপর। এই মরশুমে সেরা খেলোয়াড়ও হয়ে ওঠেন সুনীল নারায়ণ।

রাসেলের হাতে তুলে দেওয়া হবে বড় দায়িত্ব

Kkr
Andre Russell | Image: Getty Images

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাসেল কলকাতা ফ্র্যাঞ্চাইজির হয়ে এত বছর খেলার পরেও দলের হয়ে অধিনায়কত্ব করার সুযোগ পাননি। গত মৌসুমে শ্রেয়স দলের হয়ে অসাধারণ নেতৃত্ব দিয়েছেন। শ্রেয়াসকে নিয়ে জল্পনা তৈরি হলেও তাকে দল থেকে কোনো মতেই ছাঁটাই করতে চাইবে না নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি। অন্যদিকে আন্দ্রে রাসেলের আইপিএলের পারফরমেন্সের কথা বলতে গেলে, ১২৬ টি আইপিএল ম্যাচে ১০৫ ইনিংসে ব্যাটিং করে ২৯.২২ গড়ে এবং ১৭৪.৯৩ স্ট্রাইক রেটে ২৪৮৪ রান বানিয়েছেন এবং ১১৫ টি উইকেট পেয়েছেন ও ওভার পিছু ৯.৩৬ রান দিয়েছেন।

Read Also: KKR’এ খেলে ভাগ্য খুললো রিংকু সিংয়ের, ১৫ কোটির বিনিময়ে এই দলে পাচ্ছেন অধিনায়কত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *