টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইট পর্বে এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকলো ক্রিকেটবিশ্ব। নর্থ সাউন্ডের মাঠে সোমবার ভারতীয় সময় ভোরবেলা মুখোমুখি হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। টসে জেতেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম (Aiden Markram)। তিনি প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন। ধুন্ধুমার ব্যাটিং-এর জন্য সুনাম রয়েছে উইন্ডিজ ক্রিকেটারদের। কিন্তু আজ মন্থর পিচে সমস্যার সম্মুখীন হতে হয় তাঁদের। বিশেষ করে তাবরেজ শামসি (Tabraiz Shamsi) ও কেশব মহারাজের ঘূর্ণির বিরুদ্ধে খানিক দিশাহারা লাগছিলো তাঁদের। কাইল মেয়ার্সের ৩৫ ও রস্টন চেজের ৫২ ছাড়া উল্লেখযোগ্য রান পান নি কেউই। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটের বিনিময়ে ১৩৫ রান স্কোরবোর্ডে যোগ করতে সক্ষম হয় টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আয়োজক দেশ। ৩ উইকেট নেন শামসি। ইয়ানসেন, মহারাজ, রাবাডা, মার্করামদের ঝুলিতে জমা পড়ে ১টি করে উইকেট।
রান তাড়া করতে নেমে সমস্যার সম্মুখীন হয়েছিলো দক্ষিণ আফ্রিকাও। শুরুতেই উইকেট হারান রিজা হেনড্রিকস। কিছু সময়ের ব্যবধানে ফিরে যান ক্যুইন্টন ডি কক ও এইডেন মার্করাম’ও। এরপর ট্রিস্টান স্টাবস ও হেনরিখ ক্লাসেনের (Heinrich Klaasen) জুটি আবার পাল্লা ঝুঁকিয়ে দেয় প্রোটিয়াদের দিকেই। পেন্ডুলামের মত দুলতে থাকা ম্যাচের রাশ আবারও একবার নিজেদের হাতে তুলে নিতে সক্ষম হয়েছিলো ক্যারিবিয়ানরা। স্টাবস, মিলার (David Miller), মহারাজদের দ্রুত সাজঘরে ফেরান রস্টন চেজ, আলঝারি জোসেফ’রা। কিন্তু শেষমেশ যথেষ্ট হয় নি তা। মার্কো ইয়ানসেনের অপরাজিত ২১ রানের সৌজন্যে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকাই। একই সাথে সেমিফাইনালের টিকিটও নিশ্চিত করে তারা। ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। ‘মেন ইন মেরুন’ ছিটকে যাওয়ায় অনিশ্চিত আন্দ্রে রাসেলের (Andre Russell) আন্তর্জাতিক কেরিয়ার।
Read More: T20 World Cup: ট্র্যাভিস হেড তাণ্ডব সামলে দুরন্ত জয় ভারতের, বিদায়ের দোরগোড়ায় অস্ট্রেলিয়া !!
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরতে পারেন রাসেল-
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ ওয়েস্ট ইন্ডিজ হারের পর প্রশ্ন তৈরি হয়েছে ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলের (Andre Russell) আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে। এমনিতেই ওয়েস্ট ইন্ডিজ দলে নিয়মিত নন তিনি। সাধারণত বিশ্বের বিভিন্ন প্রান্তে সারা বছর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতেই ব্যস্ত থাকেন। কিন্তু টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্যই ফিরেছিলেন জাতীয় দলে। চমৎকার পারফর্ম্যান্সও করেন ‘মেন ইন মেরুন’-এর হয়ে। ব্যাট হাতে একের পর এক কার্যকরী ইনিংস খেলেছেন। গোটা টুর্নামেন্টে ১১ উইকেট নিয়েছেন বল হাতে। প্রথম ম্যাচে পাপুয়া নিয় গিনির (PNG) বিরুদ্ধে চাপে পড়া ক্যারিবিয়ান শিবিরকে জয় উপহার দেন তিনি। আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও জোড়া উইকেট তুলে ওয়েস্ট ইন্ডিজকে লড়াইতে রেখেছিলেন। কিন্তু পেলেন না কাঙ্ক্ষিত সাফল্য।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ছিটকে যাওয়ার পর ক্রিকেটমহলে গুঞ্জন যে বছর ৩৬-এর রাসেলের (Andre Russell) আন্তর্জাতিক কেরিয়ারে দাঁড়ি পড়ছে এখনই। আগামী টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) এখনও দুই বছর দূরে। ৩৮ বছর বয়সে গিয়ে তিনি আর দেশের জার্সি গায়ে চাপাবেন না বলেই মনে করা হচ্ছে। বরং কেরিয়ারের বাকি অংশে পুরোপুরি ফোকাস করতে চলেছেন ফ্র্যাঞ্চাইজি লীগের উপর। সামনেই রয়েছে মেজর লীগ ক্রিকেট। সেখানে লস অ্যাঞ্জেলিস নাইট রাইডার্সের (LAKR) জার্সিতে দেখা যাবে রাসেলকে। নাইটদের হয়ে তিনটি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজি লীগে খেলে থাকেন বিধ্বংসী অলরাউন্ডার। এছাড়া উপমহাদেশের মাটিতে পাকিস্তান সুপার লীগ (PSL), বাংলাদেশ প্রিমিয়ার লীগেও (BPL) নিয়মিত খেলেন তিনি। সিপিএল, দ্য হান্ড্রেড-এর মত টুর্নামেন্টেই এখন থেকে কেবল দেখা যাবে ‘মাস্ল রাসেল’কে।