সোশ্যাল মিডিয়ার জমানায় তারকা সংস্কৃতির সংজ্ঞাটাই বদলে গিয়েছে অনেকটা। যে চলচ্চিত্র তারকা বা ক্রিকেটারদের একটা সময় অনেক দূরে গ্রহের মানুষ বলে মনে হত, আজ তাঁদের মধ্যে অনেকেই এসে পড়েছেন হাতের মুঠোতে। মোবাইল ফোনের স্ক্রিণে প্রতিনিয়তই প্রিয় তারকার হদিশ পাচ্ছে সাধারণ জনগণ। তাঁদের কার্যক্ষেত্র আর ব্যক্তিগত জীবনের মধ্যেকার সীমারেখাটুকু আবছা হতে হতে প্রায় মিলিয়েই গিয়েছে হয়ত। বহু দূরে বসেও সেই কারণে এখন উঁকি মারা যায় প্রিয় নায়ক বা প্রিয় ক্রিকেটারের ড্রয়িংরুমে। সোশ্যাল মিডিয়ার সুবাদে তারকাদের সঙ্গে অনুরাগীদের ব্যবধানও কমেছে। তাঁদের চাহিদ, ভালো লাগা-মন্দ লাগার সঙ্গে পরিচিত হতে পারছেন তারকারাও। দুই পক্ষের পারস্পরিক আদানপ্রদানের এক নয়া দিগন্ত খুলে গিয়েছে এর ফলে। ভারতে ক্রিকেট তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ বরাবরের। সোশ্যল মিডিয়ায় এই চার তরুণ ক্রিকেটারের প্রেমজীবন নিয়ে প্রায়শই শোনা যায় নানা গুঞ্জন।
Read More: IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ টেস্টে বাদ রোহিত শর্মা, রাহানের হাত ধরে এই খেলোয়াড়রা ফিরবেন দলে !!
রিঙ্কু সিং-শাহনীল গিল-

এই বছরের আইপিএলে (IPL) ক্রিকেটজনতার হার্টথ্রব হয়ে উঠেছেন রিঙ্কু সিং। উত্তরপ্রদেশের আলিগড়ে তরুণ প্রায় একার কৃতিত্বে দীর্ঘসময় প্রতিযোগিতায় টিকিয়ে রেখেছিলেন কলকাতা নাইট রাইডার্সকে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারের পাঁচ ছক্কা হোক বা লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ৩৩ বলে ৬৭, রিঙ্কুর ব্যাটিং জাদুতে মোহিত সকলেই। টুর্নামেন্টে প্রায় ৬০ ব্যাটিং গড় সহ ৪৭৪ রান করেছেন তিনি। ট্রফি না জিতলেও মন জিতে নিয়েছেন রিঙ্কু।
আইপিএলের পর মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন রিঙ্কু সিং। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। তাতে দেখা যাচ্ছে স্যুইমিং পুলের জলে ‘পোজ’ দিচ্ছেন রিঙ্কু (Rinku Singh)। চোখে রোদচশমা। উর্দ্ধাঙ্গ সম্পূর্ণ উন্মুক্ত। রিঙ্কুর সিক্স প্যাক অ্যাবসের প্রেমে পড়েছে সমাজমাধ্যম। ইন্সটাগ্রামের কমেন্ট সেকশন ভরেছে অনুরাগীদের শুভেচ্ছাবার্তায়। এরই মাঝে শুভমান গিলের দিদি শাহনীলের (Shahneel Gill) কমেন্টটি নজর এড়ায় নি নেটিজেনদের। পেশায় বেসরকারী সংস্থার কর্মী শাহনীল রিঙ্কুর ছবিতে লিখেছেন, “ও হিরো” দু’জনের ক্রিকেট কানেকশনের কথা মাথায় রেখে বিষয়টি নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে পারেন নি নেটজনতা। শাহনীলের কমেন্টকে নতুন সম্পর্কের সূচনা হিসেবেই দেখছেন তাঁরা।
নাসিম শাহ-উর্বশী রাউতেলা-

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela) অধিকাংশ সময়েই থাকেন খবরের শিরোনামে। এর আগে ভারতীয় দলের তারকা ঋষভ পন্থের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিস্তর গুঞ্জন ছড়িয়েছিলো। তবে সম্প্রতি পাকিস্তানের তরুণ ফাস্ট বোলার নাসিম শাহের সাথে তাঁর ‘ডেটিং’ এর জল্পনায় সরগরম সোশ্যাল মিডিয়া। গোটা ঘটনার সূত্রপাত বেশ কয়েকমাস আগে। আচমকাই নাসিমের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে দেখা যায় উর্বশীকে। সেখান থেকে প্রেমের গুঞ্জন ছড়ায়। নাসিমকে (Naseem Shah) প্রথমে যখন জিজ্ঞাসা করা হয়েছিলো যে তিনি উর্বশীকে চেনেন কিনা, তখন পাকিস্তানী তারকা নেতিবাচক উত্তরই দিয়েছিলেন। পরে অবশ্য একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে জনৈক সঞ্চালক উর্বশীর উদ্দেশ্যে তাঁকে একটি বার্তা দিতে বললে নাসিমকে বলতে শোনা যায়, “কনে রাজী থাকলেই বিবাহ সম্পন্ন হবে।” এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই নাসিম ও উর্বশীকে নিয়ে গুঞ্জনের পালে হাওয়া লাগে।
শুভমান গিল-সারা তেন্ডুলকর-

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের আকাশে নবতম নক্ষত্র হিসেবে উত্থান শুভমান গিল (Shubman Gill)। পাঞ্জাবের বছর ২৩-এর তরুণের ব্যাটিং প্রতিভায় মোহিত গোটা ক্রিকেট বিশ্ব। শচীন তেন্ডুলকর, বিরাট কোহলিদের উত্তরসূরি হিসেবে চিহ্নিত করা হচ্ছে তাঁকে। বলা হচ্ছে আগামী দশকে বোলারদের শাসন করতে চলেছেন তিনি। এর মধ্যেই ক্রিকেটের সব ফরম্যাটে শতরান করে ফেলেছেন শুভমান। একদিনের ম্যাচে রয়েছে দ্বিশতরানও। আইপিএলেও ৮৯০ রান করে জিতে নিয়েছেন কমলা টুপি। করেছেন ৩টি শতরানও।
মাঠের পাশাপাশি শুভমানের মাঠের বাইরের জীবন নিয়েও রয়েছে বিস্তর জিজ্ঞসা। তাঁর সঙ্গে নাম জড়িয়েছে শচীন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকরের (Sara Tendulkar)। দুজনের সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ অনুসরণ করে সিদ্ধান্তে উপনীত হয়েছেন অনুরাগীরা যে প্রেমের সম্পর্কে রয়েছেন দুজনে। মাঠে শুভমানকে উদ্দেশ্য করে ‘সারা… সারা…’ স্লোগান দিতেও দেখা গিয়েছে একদম সমর্থককে। সোশ্যাল মিডিয়াতেও প্রায়ই সারা’র দিকে ইঙ্গিত করে শুভমানের দিকে কটাক্ষের বাণ ছোঁড়েন নেটিজেনেরা। সারা তেন্ডুলকরের পাশাপাশি অভিনেত্রী সারা আলি খানের (Sara Ali Khan) সাথে শুভমান গিলের ‘ডেটিং’ গুঞ্জন উড়েছে নেটপাড়ায়।
শ্রেয়স আইয়ার-ধনশ্রী ভার্মা-

তালিকায় রয়েছে ভারতীয় দলের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer)। বর্তমানে পিঠের চোটের অস্ত্রোপচারের জন্য মাঠের বাইরে রয়েছেন তিনি। বাইশ গজে শ্রেয়সকে দেখা না গেলেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সমর্থকদের মধ্যে আগ্রহ বিন্দুমাত্র কমে নি। শ্রেয়সের সাথে যাঁর নাম অহরহ উচ্চারিত হয় সোশ্যাল মিডিয়ায়, ঘটনাচক্রে তিনি ভারতীয় দলেরই আরেক ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের স্ত্রী-ধনশ্রী ভার্মা।
ধনশ্রীর সাথে প্রায়ই সময় কাটাতে দেখা যায় শ্রেয়সকে। দুজনেই সেই ছবিও একাধিকবার শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ধনশ্রী (Dhanshree Verma) পেশায় একজন চিকিৎসক হওয়ার পাশাপাশি একজন নৃত্যশিল্পীও। বিভিন্ন সময় শ্রেয়সকে দেখা গেছে ধনশ্রীর সাথে নাচে অংশ নিতে। দুজনের ভিডিও শেয়ারও হয়েছে ঝড়ের গতিতে। সেই থেকেই ছড়িয়েছে প্রেমের গুঞ্জনও।