সঞ্জুকে দলে নিতে এই রতনকে বলির পাঁঠা করছে KKR, ছাঁটাই হচ্ছেন দলের মেরুদন্ড !! 1

২০২৬ সালের আইপিএল (IPL 2026) শুরু হতে এখনও কয়েকটা মাস বাকি। তার আগেই দল গোছানোর বিষয়ে দলগুলি প্রস্তুতিতে নেমে পড়েছে। একাধিক তারকা ক্রিকেটারের দল বদলের খবর বর্তমানে ক্রিকেট মহলের আলোচনায় রয়েছে। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) গত বছরের চ্যাম্পিয়ন হলেও এই বছর তারা সেইভাবে প্রভাব ফেলতে পারেনি। তারা ইতিমধ্যে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) সঞ্জু স্যামসনকে (Sanju Samson) নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। এই তারকা ব্যাটসম্যানকে দলে আনার জন্য কলকাতা এবার বড়ো পদক্ষেপ নিচ্ছে। দলের অন্যতম মেরুদন্ডকে ছাড়তে বাধ্য হচ্ছে তারা।

Read More: “ওকে ইচ্ছা করেই সুযোগ দিচ্ছে না…” রোহিতের ছায়ায় ঢাকা জয়সওয়ালের পাশে দাঁড়ালেন মদন লাল !!

দলে আসছেন সঞ্জু স্যামসন-

sanju-samson-will-stay-at-rajasthan, সঞ্জু স্যামসন
Sanju Samson | Image: Getty Images

এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে মাঠে নেমেছিল। কিন্তু তারা একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে কোণঠাসা হয়ে যায়। লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে পরাজিত হয়ে প্লে অফেই পৌঁছাতে পারিনি নাইট বাহিনী। এই কারণে আগামী বছর একজন শক্তিশালী অধিনায়ক বাছাই করার জন্য মাঠে নেমে পড়েছেন কর্মকর্তারা। সূত্র অনুযায়ী রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসনকে দলে আনার জন্য আলোচনা চলছে।

উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে অন্যতম সফল এই তারকা। আইপিএলের মধ্যে অধিনায়ক হিসেবে দাপটের সঙ্গে নিজের ভূমিকা পালন করে তিনি প্রমাণ করেছেন। কলকাতায় এলে নিজেকে নতুন করে সঞ্জু (Sanju Samson) মেলে ধরবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই বছর চোট সমস্যার মধ্যে থাকলেও তিনি ৯ ম্যাচে ২৮৫ রান সংগ্রহ করেন। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে এই তারকা ১৭৭ ম্যাচে তুলে নিয়েছেন ৪৭০৪ রান।

দল ছাড়ছেন তারকা স্পিনার-

সঞ্জুকে দলে নিতে এই রতনকে বলির পাঁঠা করছে KKR, ছাঁটাই হচ্ছেন দলের মেরুদন্ড !! 2
Varun Chakaravarthy and Sunil Narine | Images: Getty Images

সূত্র অনুযায়ী রাজস্থান রয়্যালসের (RR) কর্মকর্তারা সঞ্জু স্যামসনকে ছাড়ার জন্য কলকাতা নাইট রাইডার্সের (KKR) সঙ্গে একাধিক শর্ত নিয়ে আলোচনা করেছেন। জানা যাচ্ছে তারা নিজেদের স্পিন বোলিং আক্রমণ শক্তিশালী করার জন্য কলকাতার দুই তারকা স্পিনারের মধ্যে একজনকে চাইছে। তারা হলেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) ও সুনীল নারিন (Sunil Narine)। ক্যারিবিয়ান তারকা স্পিনার ব্যাট হাতেও দীর্ঘদিন ধরে দলকে সাহায্য করেছেন।

২০১২, ২০১৪ এবং ২০২৪ আইপিএলে ট্রফি জয়ের পিছনে কলকাতার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সুনীল। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে তার ১৮৯ ম্যাচে ১৭৮০ রানের সঙ্গে সঙ্গে ১৯২ টি উইকেট রয়েছে। অন্যদিকে বরুণ চক্রবর্তী নাইট শিবির থেকেই নিজের পরিচয় তৈরি করেছে। এই তারকা স্পিনার বর্তমানে জাতীয় দলের অন্যতম সম্পদ। এখনও পর্যন্ত তিনি আইপিএলে ৪৮ টি ম্যাচে শিকার করেছেন ১০০ টি উইকেট।

Read Also: মাথায় হাত বোর্ডের, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ২ দিন আগে ছিটকে গেলেন অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *