IPL 2025: রুদ্ধশ্বাস লড়াইয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নিলো লখনৌ সুপার জায়ান্টস। আজকের গুরুত্বপূর্ণ লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লখনৌ দলের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রথমে ব্যাটিং করতে এসে শুরুতেই উইকেট হারিয়ে ফেলেন মিচেল মার্স (Mitchell Marsh)। ৬ বলে ৪ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন মার্স। এরপর ব্যাটিং করতে এসে, নিকোলাস পুরানের (Nicholas Pooran) ব্যাট থেকে আজকের ম্যাচে বড় রান দেখতে পাওয়া যায়নি। পাওয়ার প্লের ভিতর ৪৬ রানে দুই উইকেট হারিয়ে ফেলে লখনৌ। চারে ব্যাটিং করতে এসে ঋষভ পন্থ (Rushabh Pant) আবার একবার ব্যার্থ হয়েছেন। ৯ বলে ৩ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে। ৫৬ রানেই তিন উইকেট হারিয়ে সমস্যায় পড়ে লখনৌ।
রাজস্থানের সামনে ১৮১ রানের লক্ষমাত্রা রাখে লখনৌ

লখনৌয়ের হয়ে সর্বাধিক ৪৫ বলে ৬৬ রান বানান এইডেন মার্করাম (Aiden Markram), পাশাপশি ৩৪ বলে ৫০ রানের ইনিংস খেলেন আয়ুশ বাদনী (Ayush Badoni)। শেষের দিকে ১০ বলে ৩০ রান বানিয়ে লখনৌকে নির্ধারিত ২০ ওভারে ১৮০ রান বানাতে সক্ষম হয়। জবাবে ব্যাটিং করতে এসে, রাজস্থানের হয়ে যশস্বী জয়সওয়ালের ঝড়ো হাফ সেঞ্চুরির সুবাদে ২০ ওভারে ১৭৮ রান সংগ্রহ করে। ৫২ বল মোকাবেলা করে, তরুণ জয়সওয়াল পাঁচটি চার এবং চারটি ছক্কার সাহায্যে ৭৪ রান করেন। তবে জয়সওয়ালের এই ইনিংস আজ বিফলে গেল। যশস্বীর সাথে, বৈভব সূর্যবংশী আজ প্রথম বারের জন্য আইপিএলের মঞ্চে সুযোগ পেয়ে ভক্তদের বেশ খুশি করেছেন। ব্যাট হাতে ২০ বলে ২টি চার এবং ৩টি ছক্কায় ৩৪ রানের ইনিংস খেলেন তিনি।
Read More: IPL 2025: রাগে অগ্নিশর্মা ঈশান্ত, আঙুল তুলে তেড়ে গেলেন দিল্লী’র আশুতোষের দিকে !!
বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল মাত্র ৫২ বলে ৮৫ রানের জুটি গড়েন। বৈভবের আউটের পর নীতীশ রানাও দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান। এরপর, অধিনায়ক রিয়ান পরাগ এবং যশস্বী দায়িত্ব তুলে নেন। ম্যাচ পুরোপুরি রাজস্থানের কব্জায় ছিল। তবে, ইনিংসের ১৮ তম ওভারে বোলিং করতে আসেন আবেশ খান। আবেশের ওভারে ২ গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলে রাজস্থান এবং তারপরেই পুরো ম্যাচ ঘুরে যায়।
২ রানে ম্যাচ হারলো রাজস্থান
আভেশ ওভারের প্রথম বলে সেট ব্যাটসম্যান যশস্বী জয়সওয়ালকে (৭৪) বোল্ড করেন এবং তারপর সেই ওভারের শেষ বলে অধিনায়ক রিয়ান পরাগকে (৩৯) আউট করেন। এরপর, শেষ ওভারে জয়ের জন্য রাজস্থানের জয়ের জন্য ৯ রানের প্রয়োজন ছিল। কিন্তু এই ওভারে আভেশ শিমরন হেটমায়ারকে আবার আউট করেন এবং ম্যাচটি সম্পূর্ণরূপে লখনউয়ের পক্ষে ফিরিয়ে দেন। শেষ তিন বলে রাজস্থান মাত্র ৬ রান করতে হত তবে রাজস্থান ২ রানে ম্যাচটি হেরে যায়। ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন আবেশ।