ছাঁটাইয়ের তালিকায় সঞ্জু-সহ একাধিক বড় নাম, নিলামের আগেই বড় রদবদল রাজস্থান রয়্যালস স্কোয়াডে !! 1

২০২৪-এর আইপিএলে ভালো পারফর্ম্যান্স করেছিলো রাজস্থান রয়্যালস (RR)। লীগ তালিকায় তৃতীয় স্থানে শেষ করে তারা পৌঁছেছিলো প্লে-অফে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে এলিমিনেটর ম্যাচে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারেও জায়গা করে নিয়েছিলো রাজস্থান। ফাইনাল থেকে ঠিক একধাপ দূরে তাদের গতিরোধ করে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। প্যাট কামিন্সদের বিরুদ্ধে হেরে ছিটকে যায় রয়্যালস শিবির। ২০২৫-এও আকাশছোঁয়া প্রত্যাশা ছিলো তাদের নিয়ে। হেড কোচ পদে রাহুল দ্রাবিড়ের যোগদান উৎসাহ বাড়িয়েছিলো সমর্থকদের মধ্যে। টি-২০ বিশ্বকাপজয়ী কোচের হাত ধরে আসতে চলেছে ট্রফি, ভেবেছিলেন অনেকে। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে সম্পূর্ণ উলটো ছবি। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগেই বেশ নড়বড়ে দেখিয়েছে রাজস্থানকে (RR)। এবার লীগ তালিকায় তারা শেষ করেছে নবম স্থানে। ১৪ ম্যাচে পেয়েছে মাত্র ৮ পয়েন্ট।

Read More: বাদ কুলদীপ যাদব, এই বছর এশিয়া কাপেই এই স্পিনারের ওপরেই ভরসা করতে চলেছেন গম্ভীর !!

তিন তারকাকে ছেঁটে ফেলবে রাজস্থান-

Nitish Rana | RR | Image: Getty Images
Nitish Rana | Image: Getty Images

২০২৫-এর ব্যর্থতার জন্য দলগঠনের ব্যর্থতাকেই দায়ী করছেন রাজস্থান রয়্যালস (RR) কর্মকর্তারা। ২০২৬-এ একই ভুল যাতে না হয় তা নিশ্চিত করতে উঠেপড়ে লেগেছে ‘রয়্যালস’ টিম ম্যানেজমেন্ট। অকশন পার্সে অর্থের পরিমাণ বাড়ানোর জন্য সচেষ্ট তারা। সূত্রের খবর দুই বাম হাতি ব্যাটার নীতিশ রাণা (Nitish Rana) ও শিমরণ হেটমায়ারকে (Shimron Hetmyer) ‘রিলিজ’ করে দেওয়া হতে পারে মিনি নিলামের আগে। মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাফল্যের সাথে দীর্ঘদিন খেলেছেন নীতিশ রাণা। ২০২৩ মরসুমে নাইটদের (KKR) অধিনায়কও ছিলেন। ২০২৪-এ ট্রফি জিতেছেন বেগুনি-সোনালী শিবিরের হয়ে। কিন্তু রাজস্থানের (RR) হয়ে আহামরি নয় তাঁর পারফর্ম্যান্স। ১১ ম্যাচে করেছেন কেবল ২১৭ রান। অর্ধশতক কেবল ২টি। তাঁকে ‘রিলিজ’ করে ৪.২ কোটি টাকা পার্সে যোগ করতে চায় ‘রয়্যালস’ শিবির।

হেটমায়ারকে ১১ কোটি টাকা দিয়ে রিটেন করেছিলো রাজস্থান রয়্যালস (RR)। কিন্তু ২০২৫ মরসুমে ১৪ ম্যাচে কেবল ২৩৯ রান করেছেন ক্যারিবিয়ান ‘ফিনিশার।’ ফলে তাঁকেও আর বয়ে বেড়াতে চাইছে না রাজস্থান ফ্র্যাঞ্চাইজি। ‘রিলিজ’ তালিকায় সবচেয়ে বড় নাম নিঃসন্দেহে সঞ্জু স্যামসন (Sanju Samson)। ২০১৩ থেকে রাজস্থানের হয়ে খেলছেন তিনি। মাঝে দুই বছর দিল্লীতে গেলেও ২০১৮তে পুরনো দলেই ফিরে আসেন কেরলের তারকা। ২০২১ থেকে সামলাচ্ছেন অধিনায়কত্ব’ও। সংবাদমাধ্যম সূত্রে খবর আগামী মরসুমে নেতৃত্ব কে পাবেন তা নিয়ে দড়ি-টানাটানি চলছে রিয়ান পরাগ ও যশস্বী জয়সওয়ালের মধ্যে। সেই ডামাডোলের অংশ হতে চান না সঞ্জু। এছাড়া কোচ রাহুল দ্রাবিড়ের সাথেও মাতানৈক রয়েছে তাঁর। তাই নিজেই ‘রিলিজ’ চেয়ে নিচ্ছেন তিনি। স্যামসন সরে দাঁড়ালে বাড়তি ১৮ কোটি ঢুকবে রাজস্থানের ‘পার্সে।’

সঞ্জুকে নিয়ে চলছে টানাপোড়েন-

Sanju Samson | Image: Getty Images
Sanju Samson | Image: Getty Images

কোন ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখাবেন সঞ্জু স্যামসন (Sanju Samson)? আপাতত সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে ক্রিকেটমহল। সংবাদমাধ্যম সূত্রে খবর মিলেছে যে কেরলের ক্রিকেটারের পছন্দের তালিকায় প্রথম নামটি চেন্নাই সুপার কিংসের। ৪৪ পেরিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। উইকেটরক্ষক-ব্যাটারের ভূমিকায় ২০২৬-এ আদৌ তাঁকে দেখা যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। হলুদ জার্সিতে তাঁর উত্তরসূরি হয়ে ওঠার সুযোগ কাজে লাগাতে চান সঞ্জু। সরাসরি ট্রেডের মাধ্যমে চেন্নাই সুপার কিংসে নাম লেখাতে পারেন তিনি। তবে ট্রেডিং যদি না হয়, তাহলে রাজস্থান (RR) থেকে রিলিজ নিয়ে মিনি নিলামে নাম লেখাতে পারেন তিনি। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স’ও ঝাঁপাতে পারে সঞ্জুর জন্য। উল্লেখ্য নাইটদের হয়েই প্রথম আইপিএলে সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু একটিও ম্যাচ খেলেন নি। ১৪ বছর পর ফিরতে পারেন বেগুনি-সোনালী জার্সিতে।

Also Read: ফোন করছেন কোহলি-ডি ভিলিয়ার্স, পুলিশ পাঠাচ্ছেন পাটিদার, নতুন ‘সিম’ নিয়ে ঘোর বিপাকে যুবক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *