IPL 2025: আইপিএলে ক্রিকেটের উদযাপনের সঙ্গে সঙ্গে কোটি কোটি টাকার ব্যবসায়ীক দিকটিও জড়িয়ে থাকে। ফলে প্রতি বছর এই জনপ্রিয় টুর্নামেন্টের সময় দুর্নীতি ও বেটিং চক্রেরা মাথা চাড়া দিয়ে ওঠে। এই বছর আইপিএলেও বিষয়টি ব্যতিক্রম নয়। এবার রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে ম্যাচ ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ সামনে এসেছে। যা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে রীতিমতো হইচই পড়ে গেছে। ফলে শাস্তির মুখে পড়তে পারেন রাজস্থানের (RR) দুই তারকা ক্রিকেটার।
Read More: চলতি আইপিএলেই বড়ো সিদ্ধান্ত সৌরভ গাঙ্গুলির, সরিয়ে নিলেন নাম !!
রাজস্থানের বিপক্ষে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ-

রাজস্থান রয়্যালস (RR) শেষ ম্যাচে সয়াই মানসিং স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচে প্রথম ইনিংসে লখনউয়ের হয়ে এইডেন মার্করাম (Eiden Markram) এবং আয়ুশ বাদোনি (Ayush Badoni) যথাক্রমে দুজনেই দুরন্ত অর্ধশতরান করেন। এই রানের ওপর ভর করে প্রথম ইনিংসে ১৮০ রান সংগ্রহ করে নেয় তারা। অন্যদিকে এই রান তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালসের হয়ে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ব্যাট হাতে রীতিমতো জ্বলে উঠেছিলেন। তিনি ৫২ বলে ৭৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এর ফলে ম্যাচটি শেষ ওভার পর্যন্ত গড়ায়। শেষ ওভারে রাজস্থানের (RR) জয়ের জন্য বাকি ছিল মাত্র ৯ রান। তাদের হাতে ছিল ৬ টি উইকেট। কিন্তু শেষ পর্যন্ত আবেশ খানের (Avesh Khan) করা বোলিংয়ের সামনে ২ রানে হারের সম্মুখীন হয় রাজস্থান। এরপরেই রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানি (Jaideep Bihani) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তুলেছেন।
জেল হতে পারে দুই রাজস্থান তারকার-

জয়দীপ বিহানি (Jaideep Bihani) এক সাক্ষাৎকারে প্রশ্ন তুলে বলেন ৯ রান মাত্র বাকি ছিল তাহলে কীভাবে ঘরের মাঠে রাজস্থান (RR) হারের সম্মুখীন হয়। তিনি দাবি করেছেন যে একজন শিশুও বুঝতে পারছে ম্যাচটি ফিক্সিড ছিল। বিসিসিআইয়ের বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য অনুরোধ করেছেন জয়দীপ বিহানি। উল্লেখ্য লখনউ সুপার জায়ান্টস এবং রাজস্থান রয়্যালসের ম্যাচের শেষ ওভারে ব্যাটিং করছিলেন ধ্রুব জুরেল (Dhruv Jurel) এবং শিমরান হেটমায়ার (Shimron Hetmyar)। হেটমায়ার আউট হয়ে যাওয়ার পর শুভম দুবে (Shubham Dube) মাঠে নামেন। শেষ ওভারে হেটমায়ার ২ টি বল এবং শেষ তিন বল খেলেছিলেন শুভম। সূত্র অনুযায়ী রাজস্থানের এই দুই ক্রিকেটার দোষী সাব্যস্ত হতে পারেন। অভিযোগ প্রমাণিত হলে জেল হওয়ার সঙ্গে সঙ্গে আইপিএল থেকে নির্বাসিত হতে পারেন হেটমায়ার ও শুভম। উল্লেখ্য এর আগে ২০১৩ সালে স্পট ফিক্সিং মামলায় একাধিক রাজস্থানের ক্রিকেটার অভিযুক্ত হয়েছিলেন। ফলে ২০১৬ এবং ২০১৭ সালে চেন্নাই সুপার কিংসের সঙ্গে রাজস্থান রয়্যালস দু’বছর নিষিদ্ধ হয়েছিল।