PBKS vs RR: বাদ যশস্বী, ওপেনার হিসেবে রাজস্থানকে বাড়তি ভরসা দিতে আসছেন এই তারকা ব্যাটসম্যান !! 1

IPL 2025: রাজস্থান রয়্যালস শনিবার দিনের দ্বিতীয় হাইভোল্টেজ ম্যাচে পাঞ্জাব কিংসের (Punjab Kings vs Rajasthan Royals) বিপক্ষে মাঠে নামবে। শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে (CSK) হারিয়ে চলতি টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে রাজস্থান। ফলে ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া সঞ্জু স্যামসন (Sanju Samson)। নেতৃত্ব কাঁধে নিয়ে তিনি দলে ঘটাতে পারেন একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন। উল্লেখ্য ব্যাট হাতে এখনও ভরসা হয়ে উঠতে পারেননি যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। সেইভাবে জ্বলে উঠতে পারেননি রিয়ান পরাগও (Riyan Parag)। ফলে এই দুই ব্যাটসম্যানকে নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন কর্মকর্তারা।

IPL 2025 ম্যাচের সময়সূচি-

PBKS vs RR: বাদ যশস্বী, ওপেনার হিসেবে রাজস্থানকে বাড়তি ভরসা দিতে আসছেন এই তারকা ব্যাটসম্যান !! 2
Rajasthan Royals | Image: Getty Images

পাঞ্জাব কিংস (PBKS) বনাম রাজস্থান রয়্যালস (RR)

ম্যাচ নং- ১৮

তারিখ- ০৫/০৪/২০২৫

ভেন্যু- মহারাজা যাদবীন্দ্র সিং স্টেডিয়াম, চন্ডিগড়

সময়- সন্ধ্যা ৭:৩০ টায় (ভারতীয় সময়)

মহারাজা যাদবীন্দ্র সিং স্টেডিয়ামের পিচ রিপোর্ট-

PBKS vs RR: বাদ যশস্বী, ওপেনার হিসেবে রাজস্থানকে বাড়তি ভরসা দিতে আসছেন এই তারকা ব্যাটসম্যান !! 3
Maharaja Yadavindra Singh Cricket Stadium | Image: Getty Images

এখনও পর্যন্ত আইপিএলে মহারাজা যাদবীন্দ্র সিং স্টেডিয়ামে ব্যাটসম্যানরা কিছুটা সুবিধা পেলেও পেসারদেরও এই পিচ বিশেষ সাহায্য করে থাকে। সময় এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পিচ ধীর গতির যায়। এর ফলে স্পিনাররাও মাঝের ওভারগুলিতে দাপট দেখাতে পারেন। গত বছর এই মাঠে মুম্বাই ইন্ডিয়ান্স পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে ১৯৭ রান সংগ্রহ করেছিল। এটাই এখনও পর্যন্ত এই মাঠের সর্বোচ্চ রান। এখনও পর্যন্ত আইপিএলে মহারাজা যাদবীন্দ্র সিং স্টেডিয়ামে মোট ৫ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল জয়লাভ করেছে ২ বার। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জয়লাভ করেছে ৩ বার।

রাজস্থান রয়্যালস একাদশের শক্তিশালী দিক-

PBKS vs RR: বাদ যশস্বী, ওপেনার হিসেবে রাজস্থানকে বাড়তি ভরসা দিতে আসছেন এই তারকা ব্যাটসম্যান !! 4
Nitish Rana | Image: Getty Images

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শেষ ম্যাচে ব্যাট হাতে রাজস্থানের হয়ে জ্বলে উঠেছিলেন নীতিশ রানা (Nitish Rana)। ৩৬ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। ফলে পাঞ্জাব কিংসের বিপক্ষে এই তারকা ব্যাটসম্যান আরও একটি বড়ো ইনিংস গড়বেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অন্যদিকে শ্রীলঙ্কান তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga) বল হাতে চেন্নাইয়ের বিরুদ্ধে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেন। ফলে এই অলরাউন্ডারের দিকেও বিশেষ নজর থাকবে।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ-

PBKS vs RR: বাদ যশস্বী, ওপেনার হিসেবে রাজস্থানকে বাড়তি ভরসা দিতে আসছেন এই তারকা ব্যাটসম্যান !! 5
Rajasthan Royals | Image: Getty Images

ওপেনার: ধ্রুব জুরেল, সঞ্জু স্যামসন (অধিনায়ক)

মিডল অর্ডার: নীতিশ রানা, রিয়ান পরাগ, শুভম দুবে

ফিনিশার: শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারাঙ্গা

বোলার: জোফ্রা আর্চার, মহেশ থিকসানা, সন্দীপ শর্মা, তুষার দেশপান্ডে

উইকেটকিপার: ধ্রুব জুরেল

ইম্প্যাক্ট প্লেয়ার- কুমার কার্তিকেয়/যশস্বী জয়সওয়াল

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *