IPL 2025: টুর্নামেন্টের শুরুতেই রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) পরপর দুই ম্যাচে হেরে অনেকটাই পিছিয়ে পড়েছিল। তবে চেন্নাই সুপার কিংসকে (CSK) ৬ রানে এবং শেষ ম্যাচে পাঞ্জাব কিংসকে (PBKS) ৫০ রানে হারিয়ে দুরন্ত কামব্যাক করেছে সঞ্জু স্যামসনের (Sanju Samson) দল। বুধবার আইপিএলের আরও এক হাইভোল্টেজ ম্যাচে রাজস্থান গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে। গুজরাটও ধারাবাহিকভাবে জয় তুলে নিয়ে বর্তমানে শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠেছে। ফলে এইরকম দলের বিপক্ষে একাদশে বদল আনতে চলেছেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ধ্রুব জুরেল (Dhruv Jurel) এখনও মিডল অর্ডারে দলের হয়ে বড়ো ইনিংস খেলতে পারেননি। তার দিকে কর্মকর্তাদের বিশেষ নজর রয়েছে।
IPL 2025 ম্যাচের সময়সূচি-

গুজরাট টাইটান্স (GT) বনাম রাজস্থান রয়্যালস (RR)
ম্যাচ নং- ২৩
তারিখ- ০৯/০৪/২০২৫
ভেন্যু- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, গুজরাট
সময়- সন্ধ্যা ৭:৩০ টায় (ভারতীয় সময়)
Read More: IPL 2025: “ঘরের মাঠে মুখ পোড়ালো…” ধ্বংসযজ্ঞ মার্শ-পুরানের, নেটদুনিয়ায় তোপের মুখে কলকাতার বোলিং !!
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পিচ রিপোর্ট-

ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ব্যাটিং বান্ধব পিচ লক্ষ্য করা যায়। তবে এই মাঠে প্রথম দিকে পেসাররা সাহায্য পেয়ে থাকেন। এখনও পর্যন্ত গুজরাটের এই স্টেডিয়ামে আইপিএলের মোট ৩৮ ম্যাচ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল ১৭ টি ম্যাচে জয়লাভ করেছে। অন্যদিকে ২০ টি ম্যাচে জয়লাভ করেছে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল। একটি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। উল্লেখ্য শেষ ম্যাচে গুজরাট টাইটান্স নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম ইনিংসে ১৯৬ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩৬ রানে জয় তুলে নিয়েছে। ১৭২ হলো আইপিএলে এই মাঠের প্রথম ইনিংসের গড় রান।
রাজস্থান রয়্যালস একাদশের শক্তিশালী দিক-

পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪৫ বলে ৬৭ রান করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন যশস্বী জয়সওয়াল। ২৫ বলে অপরাজিত ৪৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রিয়ান পরাগও। ফলে এই দুই ব্যাটসম্যান বুধবার গুজরাট টাইটান্সের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন। অন্যদিকে জোফ্রা আর্চার পাঞ্জাব কিংসের বিপক্ষে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করে দলকে সাহায্য করেছিলেন। এই তারকা পেসার গুজরাটের বিপক্ষেও রাজস্থানের ভরসা হয়ে উঠবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ-

ওপেনার: যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক)
মিডল অর্ডার: রিয়ান পরাগ, নীতিশ রানা, শিমরান হেটমায়ার
ফিনিশার: শুভম দুবে, ওয়ানিন্দু হাসারাঙ্গা
বোলার: জোফ্রা আর্চার, মহেশ থিকসানা, যুধবীর সিং, সন্দীপ শর্মা
উইকেটকিপার: সঞ্জু স্যামসন
ইম্প্যাক্ট প্লেয়ার- কুমার কার্তিকেয়/ ধ্রুব জুরেল