সঞ্জু স্যামসনকে দলে নিতে KKR'কে চোকাতে হবে মূল্য, দলের মেরুদন্ডকে দিতে হবে বলিদান !! 1

কলকাতা নাইট রাইডার্স (KKR) গত মরশুমে খুব একটা ভালো ছন্দ দেখাতে পারেননি। তবে, ২০২৪ সালে নাইট রাইডার্স তৃতীয় বারের জন্য শিরোপা জিতেছিল। আসন্ন ২০২৬’এর আইপিএল শুরু হওয়ার আগে আবারও দল গঠন নিয়ে বড় সিদ্ধান্তের মুখে পড়তে চলেছে তারা। ক্রিকেট অঙ্গনে জোর আলোচনা – সঞ্জু স্যামসনকে দলে নিতে চাইছে কেকেআর (KKR)। তবে রাজস্থান রয়্যালস সহজে KKR’এর কাছে সঞ্জু স্যামসনকে হস্তান্তর করে দেবে না, বদলে দিতে হবে বেশ বড়সড় মাশুল।

রাজস্থান ছাড়ছেন স্যামসন

Sanju samson, ipl, সঞ্জু স্যামসন
Sanju Samson | Image: Getty Images

রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে সঞ্জু স্যামসন (Sanju Samson) দলে স্থিরতা এনে দেন। শান্ত স্বভাবের সঞ্জু পরিকল্পনা মাফিক দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে থাকেন। এমনকি, ব্যাটসম্যান হিসাবেও বড় ম্যাচে দায়িত্ব বেছে নিতে পিচিপা হন না স্যামসন। সঞ্জুকে দলে নিতে চাইলে KKR’কে বলিদান দিতে হবে দলের কোনও গুরুত্বপূর্ণ সদস্যকে। এখানেই রয়েছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Read More: “আরও ৫ বছর খেলবে..,” রোহিত শর্মার ভবিষ্যত নিয়ে এবার BCCI’কে বার্তা দিলেন যোগরাজ সিং !!

২ সদস্যকে দিতে হবে বলিদান

Kkr
KKR | Image: Getty Images

নাইট রাইডার্সের টপ-অর্ডারে ইতিমধ্যেই তরুণ প্রতিভা অঙ্গকৃশ রঘুবংশী নজর কাড়ছেন। গতবার সীমিত সুযোগ পেলেও তাঁর ব্যাটিং দর্শকদের মন জিতেছিল। তিনি তরুণ, যে কারণে রাজস্থান তাঁর উপরে বেশি আত্মবিশ্বাস দেখাতে চাইছে কেকেআর। তাছাড়া, রামানদীপ সিংও মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ফিনিশার হিসেবে বেশ কয়েকটি ম্যাচে বেশ ভালো প্রদর্শন দেখিয়েছিলেন। নাইট রাইডার্সের হয়ে এক মৌসুমে ভালো ব্যাটিং করেই জাতীয় দলে জায়গা পেয়েছিলেন তিনি। যদি সঞ্জু স্যামসনকে আনতে হয়, তবে এই দুই তরুণ প্রতিভার মধ্যে একজনকে ছেড়ে দিতে হতে পারে। একদিকে রঘুবংশীর ব্যাটিং ঝলক ভবিষ্যতের জন্য কেকেআরের বড় সম্পদ হতে পারে, আবার রামানদীপ সিংয়ের ফিনিশিং দক্ষিতাও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শ্রেয়াস আইয়ার কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ার পর নিলামের মঞ্চে একদম শেষ মুহূর্তে ভিত্তিমূল্যে কেকেআর দলে শামিল হয়েছিলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। তবে তাঁর নেতৃত্বে নাইট রাইডার্সের হাল ছিল বেহাল। এই মৌসুমে অষ্টম স্থানে অভিযান সমাপ্ত করেছিল কেকেআর। রাহানের বদলে সঞ্জুকে দলের অধিনায়ক বানাতে চাইছে নাইট শিবির এবং তিনি উইকেট কিপারের ভূমিকাও পালন করেবেন। যার ফলে নাইট রাইডার্স দলের ভবিষ্যতের দলটি শক্তিশালী হয়ে উঠবে।

Read Also: এই ফ্রাঞ্চাইজির সঙ্গে চুক্তি পাকা করলো রাজস্থান, পুরোনো দলেই ফিরছেন সঞ্জু স্যামসন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *