rr-management-in-captaincy-confilict

ভারতকে টি-২০ বিশ্বকাপ জেতানোর পর রাজস্থান রয়্যালসের (RR) কোচের হটসিটে বসেছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তাঁর হাত ধরে কাটবে দীর্ঘ ট্রফিখরা, স্বপ্ন দেখেছিলেন সমর্থকেরা। কিন্তু প্রত্যাশা আর বাস্তবের মধ্যে ফারাক ঠিক কতটা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আইপিএলের অষ্টাদশতম মরসুম। মুখ থুবড়ে পড়েছে দ্রাবিড়ের প্রশিক্ষণাধীন ফ্র্যাঞ্চাইজি। লীগ পর্বে ১৪টি ম্যাচ খেলে মাত্র ৪টিতে জয় পেয়েছে তারা। ৮ পয়েন্ট নিয়ে শেষ করেছে লীগ তালিকার নবম স্থানে। ট্রফি তো দূর অস্ত, প্লে-অফের ছাড়পত্র পর্যন্ত আদায় করতে পারে নি রাজস্থান (RR)। দল গঠনের ত্রুটি, স্ট্র্যাটেজির গলদ-ব্যর্থতার বিশ্লেষণে উঠে এসেছিলো নানা তথ্য। আঙুল উঠেছিলো কোচ দ্রাবিড়ের দিকে। বিপর্যয়ের দায় নিয়ে গতকাল সরে দাঁড়িয়েছেন তিনি। কিন্তু তাতেও অন্ধকার কাটার কোনো আভাস মিলছে না বলেই খবর সংবাদমাধ্যম সূত্রে।

Read More: ৬,৬,৬,৪,৬,৬.., UPT20’তে আবারও জ্বলে উঠলেন রিঙ্কু সিং, এশিয়া কাপের আগেই দেখালেন বিধ্বংসী রূপ !!

রাজস্থান শিবিরে রয়েছে অন্তর্দ্বন্দ্ব-

Sanju Samson, Yashasvi Jaiswal and Riyan Parag | RR | Image: Twitter
Sanju Samson, Yashasvi Jaiswal and Riyan Parag | Image: Twitter

তিনটি ভিন্ন ভিন্ন শিবিরে ভাগ হয়ে গিয়েছে রাজস্থান (RR) শিবির, খবর সংবাদসংস্থা ক্রিকবাজ সূত্রে। বিভেদের মূল কারণ নেতৃত্ব প্রশ্নে পৃথক অবস্থান। ২০২১ থেকে ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব সামলাচ্ছেন সঞ্জু স্যামসন। তাঁর হাত ধরে ২০২২-এ ফাইনাল খেলেছে রাজস্থান (RR)। ২০২৪য়েও পৌঁছেছে প্লে-অফে। ‘ঘরের ছেলে’ সঞ্জু’র (Sanju Samson) হাতেই থাকুক দলের চালিকাশক্তি, চাইছেন কর্মকর্তাদের একাংশ। কেউ কেউ আবার এখন থেকেই ভবিষ্যতের পরিকল্পনা সেরে রাখার পক্ষে। ইতিমধ্যেই ৩০ পেরিয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। কেরলের উইকেটরক্ষক-ব্যাটারকে সরিয়ে দলের দায়িত্ব বছর ২৪-এর যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) হাতে তুলে দিতে চান তাঁরা। ভারতীয় অনূর্দ্ধ-১৯ দলের অধিনায়ক ছিলেন যশস্বী। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তাঁর উপরে আস্থা রাখার পক্ষপাতী টিম ম্যানেজমেন্টের একাংশ।

২০২৫-এর আইপিএলে চোট-আঘাত সমস্যায় ভুগেছেন সঞ্জু স্যামসন। তাঁর অবর্তমানে কার্যনির্বাহী অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলেছিলেন রিয়ান পরাগ (Riyan Parag)। আগামী মরসুমে পূর্ণ সময়ের অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন তিনিও। রাজস্থান টিম ম্যানেজমেন্টের একটি তৃতীয় অংশ নেতা হিসেবে চাইছে রিয়ানকেই। ২০১৭ সাল থেকে রাজস্থান ড্রেসিংরুমে রয়েছেন অসমের তরুণ। কেরিয়ারের প্রথম কয়েকটি আইপিএলে (IPL) বিশেষ দাগ কাটতে না পারলেও তাঁর উপর আস্থা রেখেছে ফ্র্যাঞ্চাইজি। ২০২৪ থেকে ছন্দে রয়েছেন রিয়ান। এই মুহূর্তে মিডল অর্ডারে কার্যত অপরিহার্য তিনি। গতবার রিটেনও করা হয়েছিলো রিয়ানকে। তাঁর হাতে দায়িত্ব তুলে দেওয়ার এটাই সঠিক সময়, মনে করছেন তাঁর সমর্থকেরা। এই ডামাডোল সামলে আদৌ শক্তিশালী দল মিনি নিলামে গড়তে পারবে রাজস্থান (RR)? আশঙ্কিত ক্রিকেটমহল।

কোন পথে এগোবে রাজস্থান ?

Rahul Dravid | Image: Getty Images
Rahul Dravid | Image: Getty Images

সরে দাঁড়িয়েছেন কোচ, ক্যাপ্টেন কে হবেন তা নিয়ে চলছে গৃহযুদ্ধ-সব মিলিয়ে এই মুহূর্তে রাজস্থান রয়্যালস  (RR) যে বেশ ব্যাকফুটে তা বলাই যায়। মিনি নিলামের আগেই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় তারা। ক্রিকবাজ সূত্রে জানা গিয়েছে যে দিনকয়েকের মধ্যেই লন্ডনে একটি জরুরী বৈঠকে বসবে রয়্যালস টিম ম্যানেজমেন্ট। বর্তমানে টিম ডায়রেক্টর পদে রয়েছেন লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা (Kumar Sangakkara)। রাহুলের উত্তরসূরি হওয়ার দৌড়ে তিনিই ‘ফ্রন্টরানার’ বলে ধারণা ক্রিকেট বিশেষজ্ঞদের। তবে লন্ডনের বৈঠকে সাঙ্গাকারা থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে রাহুলের সহকারী হিসেবে রাজস্থান রয়্যালসে যোগ দেওয়া বিক্রম রাঠৌরের (Vikram Rathour) থাকার সম্ভাবনা আছে বলে শোনা যাচ্ছে। পূর্বতন সহকারী কোচ ট্রেভর পেনিকেও দেখা যেতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকায়, রয়েছে জল্পনা।

Also Read: এশিয়া কাপের জন্য দুবাই রওয়ানা হচ্ছে টিম ইন্ডিয়া, যাচ্ছেন না জয়সওয়াল-রিয়ান সহ এই তারকারা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *