ipl-2025-rahane-fails-to-shine-for-kkr

IPL 2025: গত ৭ তারিখ আইপিএলের (IPL) ইতিহাসে প্রথমবার মাঝপথে বন্ধ করতে হয়েছিলো ম্যাচ। ভারত-পাক সীমান্ত সংঘর্ষ চলাকালীন নিরাপত্তাজনিত কারণে ধর্মশালায় বাতিল হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লী ক্যাপিটালসের (PBKS vs DC) খেলা। পরদিন টুর্নামেন্টই এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়। ১০ তারিখ সংঘর্ষবিরতি ঘোষণা করেছে ভারত ও পাকিস্তান। স্বাভাবিক ছন্দে ফিরছে দেশ। ফিরছে আইপিএল’ও (IPL)। আগামী শনিবার থেকে ফের শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট। এক সপ্তাহের বিরতির কারণে বদল এসেছে সূচিতে। ২৫ তারিখ ফাইনাল হওয়ার কথা ছিলো। তা পিছিয়েছে ৩ জুন অবধি। লীগ পর্বের বাকি ম্যাচগুলির জন্য ছয়টি ভেন্যু নির্দিষ্ট করা হয়েছে। নক-আউট পর্বের চারটি ম্যাচ কোথায় আয়োজিত হবে তা নিশ্চিত নয় এখনও।

Read More: IPL 2025: মেলেনি ছাড়পত্র, মুস্তাফিজুরকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সংঘাত শুরু দিল্লির !!

নেই মঈন, সংশয় রোভম্যানকে নিয়ে-

Rovman Powell and Dwayne Bravo | IPL | Image: Getty Images
Rovman Powell and Dwayne Bravo | IPL | Image: Getty Images

গত ২২ মার্চ আইপিএলের (IPL) অষ্টাদশতম মরসুম শুরু হয়েছিলো ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB vs KKR) ম্যাচ দিয়ে। বিরতির পর টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের শুরুতেই মুখোমুখি এই দুই ফ্র্যাঞ্চাইজিই। শুধু বদলে গিয়েছে ভেন্যু। শনিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলিদের বিরুদ্ধে নামছেন অজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane)। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কলকাতা থিঙ্কট্যাঙ্কের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দুই তারকা বিদেশীর অনুপস্থিতি। সীমান্ত সংঘর্ষের সময় দেশে ফিরে গিয়েছিলেন বিদেশী ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। ব্যক্তিগত কারণে আর ভারতে ফিরতে রাজী হন নি মঈন আলি। আইপিএলের (IPL) বাকি ম্যাচগুলিতে কলকাতা পাবে না তাঁকে। ইএসপিএন ক্রিকইনফো সূত্রে খবর যে চোট রয়েছে রোভম্যান পাওয়েলের। অনিশ্চিত তিনিও।

তবে ভালো খবরও রয়েছে নাইট রাইডার্স (KKR) সমর্থকদের জন্য। ইতিমধ্যেই বেঙ্গালুরুর অনুশীলন শিবিরে যোগ দিয়েছেন ক্যুইন্টন ডি কক (Quinton de Kock), রহমানুল্লাহ গুরবাজের মত তারকারা। অস্ট্রেলিয়ার অধিকাংশ ক্রিকেটার আইপিএলের দ্বিতীয় পর্বে খেলতে রাজী নয়, ছড়িয়েছিলো গুঞ্জন। কিন্তু ব্যতিক্রম নাইটদের স্পেন্সার জনসন (Spencer Johnson)। বাম হাতি ফাস্ট বোলার ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন ভারতে। আজ এসে পৌঁছেছেন সুনীল নারাইন, আন্দ্রে রাসেল। এসেছেন নাইটদের মেন্টর ডোয়েন ব্র্যাভো’ও (Dwayne Bravo)। লিয়াম লিভিংস্টোন, রোমারিও শেপার্ড, টিম ডেভিডের মত বিদেশীরা ফিরে এসেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে। তবে বিরাটদের চিন্তা রয়েছে জশ হ্যাজেলউডকে নিয়ে। কাঁধের চোটে কাবু অজি পেসার আদৌ ভারতে ফিরবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়।

প্লে-অফের পথ কার্যত বন্ধ নাইটদের-

Rinku Singh and Angkrish Raghuvanshi | IPL | Image: Getty Images
Rinku Singh and Angkrish Raghuvanshi | IPL | Image: Getty Images

ইডেন গার্ডেন্সে লীগ টেবিলের ‘লাস্ট বয়’ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরে প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। এই মুহূর্তে ১২ ম্যাচ খেলে তাদের ঝুলিতে রয়েছে ১১ পয়েন্ট। ছয় নম্বরে রয়েছেন অজিঙ্কা রাহানেরা। বাকি থাকা দু’টি ম্যাচে জয় পেলে ১৫ পয়েন্টে পৌঁছতে পারে তিন বারের চ্যাম্পিয়নরা। এখন লীগ টেবিলের যা অবস্থা তাতে অঙ্কের হিসেবে ক্ষীণ সুযোগ হয়ত থাকবে নাইটদের (KKR) নক-আউটে পৌঁছানোর, কিন্তু বাস্তবে তা অসম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পক্ষান্তরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরবর্তী পর্বে পৌঁছানোর পথ অনেকটা মসৃণ। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে কোহলিরা রয়েছেন পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। যদি শনিবার জেতে আরসিবি, তাহলে প্লে-অফ এক প্রকার নিশ্চিত তাদের। না হলে বাকি দুই ম্যাচের মধ্যে একটি জিতলেও চলবে পাটিদারদের।

Also Read: IPL 2025: আইপিএলে ক্রিকেটারদের ফেরার বিষয়ে স্পষ্ট বার্তা দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া, চিন্তা বাড়লো ফ্রাঞ্চাইজিগুলির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *