সময় ফুরিয়েছে আন্দ্রে রাসেলের, গুজরাটের বিরুদ্ধে KKR দলে এন্ট্রি নিচ্ছেন আর এক দানব !! 1

আইপিএল ২০২৫ এর (IPL 2025) মঞ্চে আজ মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্স। এবারের আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে গুজরাট। গতদিনে দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকার একেবারে শীর্ষে উঠে এসেছে শুভমান গিলের (Shubman Gill) দলটি। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স দলের কথা বলতে গেলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গত ম্যাচে লজ্জাজনক পরিণতির পর তারা পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে নেমে এসেছে (বর্তমানে সপ্তম)। কলকাতার ব্যাটিং ব্যর্থতা কলকাতার পরাজয়ের মূল বিষয় হয়ে উঠেছে দিনের পর দিন। এবারের আইপিএল নিলামে ভেঙ্কটেশ আইআরকে কিনতে মোটা টাকা ব্যয় করেছিল কলকাতা। তবে ব্যাট হাতে নিজের নামের প্রতি এখনো সুবিচার করতে পারেননি তিনি।

ছন্দ হারিয়েছেন অন্দ্রে রাসেল

Andre russell, kkr
Andre Russell | Image: Getty Images

শুধু আইয়ার বা রিঙ্কু নন, এবারের আইপিএলে ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার অন্দ্রে রাসেল (Andre Russell) তার ছন্দ হারিয়েছেন। চলতি মৌসুমে রাসেলের ব্যাট থেকে এখনও অব্দি কোন ম্যাচ উইনিং ইনিংস লক্ষ্য করা যায়নি। আজ কলকাতা দলে বড়সড়ো পরিবর্তনের একটি ইঙ্গিত দিয়েছে নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। নাইট রাইডার্স ভক্তদের জন্য সুখবর যে আবার দলের সহকারী কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar) ফিরে এসেছেন। কলকাতা দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন অভিষেক। ২০২৪ সালে ভারতীয় ক্রিকেট দলের সহকারি কোচ হয়েছিলেন অভিষেক। তবে তাকে কিছুদিন আগেই ছাটাই করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Read More: বাদ রাসেল-ডি কক, এন্ট্রি নিচ্ছেন মারকুটে ব্যাটসম্যান, প্রকাশ্যে গুজরাতের বিরুদ্ধে KKR-এর একাদশ !!

ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে ছাটাই হতে না হতে কলকাতা নাইট রাইডার্স দলে ফিরে এসেছেন অভিষেক নায়ার। অভিষেক এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের সহকারী কোচ হিসেবে কাজ করবেন। আর প্রথম দিন থেকে তিনি খেলোয়াড়দের সঙ্গে লেগে পড়েছেন সেরাটা বার করার জন্য। এদিন ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক রোভমাম পাওয়েলের সঙ্গে দীর্ঘ সময় ধরে শালা পরামর্শ করেছেন অভিষেক। পাশাপাশি পাওয়েলের সঙ্গে প্রায় দুই ঘন্টা নেট সেশনে সময় কাটিয়েছেন অভিষেক। ম্যাচের আগের দিন কোন খেলোয়াড়ের সঙ্গে কোচের এমন সময় কাটানোটা নাইট রাইডার তলে বড় পরিবর্তনের একটি ইঙ্গিত দিচ্ছে।

এন্ট্রি নেবেন পাওয়েল

Ipl 2025
Kolkata: Kolkata Knight Riders (KKR) mentor Dwayne Bravo with Rovman Powell during a training session ahead of the Indian Premier League (IPL) 2025, at the Jadavpur University, in Kolkata, West Bengal, Sunday, March 16, 2025. (PTI Photo/Swapan Mahapatra)(PTI03_16_2025_000150A)

সূত্রের খবর, গুজরাট টাইটান্স দলের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স দলে বড় পরিবর্তন আসতে চলেছে। লম্বা সময়ের জন্য কলকাতা নাইট রাইডার্স দলের অন্যতম বড় ম্যাচ উইনার অন্দ্রে রাসেল দল থেকে বাদ পড়তে চলেছেন তার বদলে নাইট রাইডার্স দলে এন্ট্রি নেবেন রোভমান পাওয়েল। চলতি মৌসুমে রাসেল ৫ ইনিংসে মাত্র ৬.৮ গড় এবং ১০৯.৬৮ স্ট্রাইক রেটে ৩৪ রান বানিয়েছেন এবং বল হাতে ৩ ইনিংসে পেয়েছেন ৫ উইকেট এবং ওভার পিছু ১৩.৫৪ রান করে দিয়েছেন। রাসেলের এই ফর্মের দিকে নজর রেখে টিম ম্যানেজমেন্ট দলে বড় পরিবর্তন আনতে চলেছে।

Read Also: IPL 2025: দলের পারফর্ম্যান্সে খুশি নন শাহরুখ, শীঘ্রই বড়সড় রদবদল দেখা যাবে KKR-এর অন্দরমহলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *