অবসর ভাঙলেন কিংবদন্তি তারকা, বিশ্বকাপ দলে নেবেন এন্ট্রি !! 1

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জেতার  পর আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের তিনমূর্তি- বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ভারতীয় দলের এই তিনমূর্তি অবসর নেওয়ার পর দলের তরুণ দল এখন এই ফরম্যাটে মঞ্চ মাতাচ্ছেন। সামনেই এশিয়া কাপ, এবার টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে এই ট্রফি। এবারের এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর আর এই বিশ্বকাপে খেলার জন্য অবসর ভাঙলেন তারকা খেলোয়াড়।

অবসর ভাঙলেন তারকা ক্রিকেটার

Ross Taylor, বিশ্বকাপ
Ross Taylor | Image; Getty Images

প্রসঙ্গত, নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসে অন্যতম জমপ্রিয় ও সেরা ক্রিকেটার হলেন রস টেইলর (Ross Taylor)। তিনি আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাট হাতে টেইলরের একের পর এক নজির, অসংখ্য ম্যাচ জেতানো ইনিংস রয়েছে। আর সবশেষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় দিয়েই ক্যারিয়ার শেষ করেন টেইলর। প্রথম খেলোয়াড় হিসেবে তিন ফরম্যাটে ১০০টি করে ম্যাচ খেলার রেকর্ড তাঁর নামেই রয়েছে। ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন টেলর। ভেবেছিলেন, এটাই শেষ। কিন্তু না, গল্পের মোড় ঘুরে গেল ৩ বছর বাদেই।

Read More: আসন্ন এশিয়া কাপে গম্ভীরের দুরন্ত চাল, ওপেনার হিসেবে দায়িত্ব সামলাবেন এই দুই তারকা !!

তিন বছর পর ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিলেন টেইলর। তবে এবার কিউইদের হয়ে নয়। মায়ের দেশ ‘সামোয়ার’ হয়ে খেলবেন ৪১ বছরের এই তারকা। ওশিয়ানিয়ার ছোট্ট দ্বীপরাষ্ট্র হলো সামোয়া। এখানে জনসংখ্যা খুবই কম। মাত্র ২ লক্ষ ২০ হাজারের কাছাকাছি জনবসতি রয়েছে এখানে। ২০২৬ সালে ভারতে হতে চলা টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে তাঁরা। আর সেই স্বপ্নের যাত্রায় সবচেয়ে বড় সংযোজন রস টেলর। শুক্রবার ঘোষণা হয়েছে সামোয়ার বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াড।

মায়ের দেশের হয়ে ক্রিকেট খেলবেন টেইলর

Ross Taylor, ipl 2024
Ross Taylor | Image: Getty Images

সেখানেই চমক হিসেবে জায়গা পেয়েছেন কিউই তারকা রস টেইলর। তিনি নিজেই বলছিলেন, “এই প্রত্যাবর্তন শুধু যে খেলাটাকে আমি ভালোবাসি বা খেলায় ফেরা নয়। এটা আমার সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতিনিধিত্ব করারও সুযোগ।” প্রসঙ্গত, ৮ অক্টোবর থেকে ওমানে শুরু হবে এশিয়া-ইস্ট এশিয়া পেসিফিক জোনের বাছাইপর্ব। সেখানে সামোয়ার ভাগ্য নির্ভর করবে অনেকটাই টেলরের অভিজ্ঞতা ও তাঁর ব্যাটে। ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। ১৭ বছরের ক্যারিয়ারে ৪৪৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন টেইলর। এমনকি, তিন ফরম্যাট মিলিয়ে ১৮ হাজারের বেশি রান সংগ্রহ করেছেন তিনি।

Read Also: “বাম হাতের খেলা…”, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বেফাঁস মন্তব্য করে খবরের শিরোনামে পাক তারকা শেহজাদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *