বেশ কয়েকদিন আগে আইপিএলের মঞ্চে অসাধারণ অলরাউন্ড প্রদর্শন দেখিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ১৮ বছরের টুর্নামেন্ট ইতিহাসে প্রথম ট্রফি জয় করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স দল। প্রথম ট্রফি জয়ে আরসিবির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হাউস রোমারিও শেফার্ড (Romario Shephard)। ওয়েস্ট ইন্ডিজের তারকা এই অলরাউন্ডার বিগত কয়েক মাসেই নিজের সেরা ছন্দে রয়েছেন। এবার, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (CPL 2025) ম্যাচে বুধবার রাতে এক অবিশ্বাস্য ঘটনার জন্ম দিলেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের অলরাউন্ডার রোমারিও শেফার্ড। সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে তিনি এক বৈধ বল থেকে তুললেন ২২ রান। এমন দৃশ্য পেশাদার ক্রিকেটে দেখা যায়না।
CPL’এ শেফার্ডের কীর্তিমান

এদিন, রোমারিও শেফার্ড গায়ানার ইনিংসে শুরু থেকেই মারকাটারি ব্যাটিং করেন। ৭৩ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৫টি চার ও ৭টি ছক্কায়। বাউন্ডারির বিচারে ১২ বলে ৬২ রান বানিয়েছিলেন তিনি। প্রতিপক্ষ বোলারদের তিনি মাঠের চারকোনায় মেরেছেন। তার এই ইনিংসের উপর ভর করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ২০২ রান সংগ্রহ করে ফেলে। তবে, ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছিল ১৫তম ওভারে। বল হাতে আসেন সেন্ট লুসিয়ার পেসার ওশানে থমাস। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মানেই বিনোদন, আর থমাসদের মতন বোলাররা বিনোদনে পরিপূর্ণ। বল হাতে তিনি ওভারের তৃতীয় বলটি মোট পাঁচবার করেছিলেন।
Read More: “উত্তেজক ম্যাচ হবে…” এশিয়া কাপে মুখোমুখি ভারত-পাক, এল-ক্লাসিকোর ‘ফেভারিট’ বেছে নিলেন ওয়াসিম আক্রম !!
রেকর্ড গড়লেন শেফার্ড

নো আর ওয়াইড মিলিয়ে ১ বলেই ২২ রান দিয়ে ফেলেন। সেই ওভারে শেফার্ড ও ইফতিকার মিলিয়ে চারটি ছক্কা ও একটি চার হাঁকিয়ে মোট ৩৩ রান বানিয়ে ফেলেছিলেন। তবে শেফার্ডের সেই বিস্ফোরক ইনিংসও দলের জয় এনে দিতে পারেনি। প্রথমে ব্যাটিং করে শেফার্ডদের দল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০২ রান বানিয়ে ফেলেছিল। যেটি তাড়া করতে এসে, ১১ বাঁকি থাকতেই জয় সুনিশ্চিত করে নিয়েছিল সেন্ট লুসিয়া দল। সেন্ট লুসিয়া কিংসের টপ অর্ডার ব্যাটসম্যান আকিম অগাস্ট দুর্দান্ত ছন্দে ব্যাটিং করেন। তিনি মাত্র ৩৫ বলে করেন ৭৩ রান।