T20 World Cup 2024: আগামী জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাঠে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) আসর। এই বছর নতুন ফর্ম্যাটে আয়োজিত হতে চলেছে টুর্নামেন্ট। গ্রুপ-এ’তে ভারতের সঙ্গে রয়েছে আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। আয়োজক সংস্থা আইসিসি’র তরফ থেকে যে সূচি প্রকাশ করা হয়েছে তা অনুযায়ী ৫ জুন থেকে অভিযান শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার। তাদের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে। নিউ ইয়র্কের মাঠে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ‘মেন ইন ব্লু’র।’ এরপর যথাক্রমে ১২ ও ১৫ জুন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা ম্যাচ। এগারো বছর আইসিসি আয়োজিত কোনো ট্রফি জেতে নি টিম ইন্ডিয়া। সেই ব্যর্থতার ক্ষতে প্রলেপ দিতে টি-২০ বিশ্বকাপকেই পাখির চোখ করছে দল।
গত দেড় বছর টি-২০ ক্রিকেট নিয়ে বিশেষ পরিকল্পনা নিতে দেখা গিয়েছে ভারতীয় বোর্ডকে। একঝাঁক তরুণ তুর্কিকে ঘষেমেজে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করে তোলার পথে হেঁটেছেন কোচ রাহুল দ্রাবিড়। শোনা গিয়েছিলো আসন্ন টি-২০ বিশ্বকাপেও (T20 World Cup) যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং-দের মত এই তরুণদেরই সুযোগ করে দেওয়ার ভাবনা রয়েছে জাতীয় নির্বাচকদের। ১৪ মাস পর টি-২০ দলে ফেরা রোহিত শর্মা যে অধিনায়ক পদে থাকবেন তা নিশ্চিত করেছেন বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) স্বয়ং। দিনকয়েক আগেই খবর ভাসছিলো যে কুড়ি-বিশের বিশ্বকাপে বিরাট কোহলিকে রাখার পক্ষপাতী নন নির্বাচকেরা। আজ এই প্রসঙ্গে মুখ খুললেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের অলরাউন্ডার কীর্তি আজাদ। কোহলির খেলা নিয়ে বোর্ড ও অধিনায়ক রোহিতের অবস্থান যে সম্পূর্ণ বিপরীতে, তা নিশ্চিত করেছেন তিনি।
Read More: মুখোমুখি জয় শাহ-অমিত শাহ, ভোটের মাঝেই আয়োজন করছেন IPL !!
কোহলিকে দলে পেতে মরিয়া রোহিত শর্মা-
২০২২-এর টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) পর ১৪ মাস কুড়ি-বিশের খেলায় ভারতীয় দলের জার্সি গায়ে চাপান নি বিরাট কোহলি। চেয়ে নিয়েছিলেন অব্যাহতি। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ডের মত প্রতিপক্ষের বিরুদ্ধে দেখা যায় নি তাঁকে। তবে ২০২৪-এর গোড়ায় টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) কথা মাথায় রেখেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ফেরানো হয় তাঁকে। দুটি ম্যাচ খেলেন তিনি। প্রথমটিতে করেন ২৯, দ্বিতীয়টিতে করেন ০। এরপর দ্বিতীয় সন্তান অকায়ের জন্মের কারণে ক্রিকেট থেকে দীর্ঘ বিরতিও নিয়েছিলেন তিনি।এরই মাঝে খবর মেলে যে কোহলিকে (Virat Kohli) ছাড়াই টি-২০ বিশ্বকাপের দল ভাবছেন নির্বাচকেরা। ওয়েস্ট ইন্ডিজের মন্থর উইকেটে বিরাট সমস্যায় পড়তে পারেন বলে মনে করছেন তাঁরা।
মহাতারকাকে বাদ দিয়ে মাঠে নামার সম্ভাবনা তৈরি হওয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিলো জনসাধারণের মধ্যে। টুর্নামেন্টের সফলতম ব্যাটার বিরাট’ই। রয়েছে মোট ১১৪১ রান। গড় ৮১-এর কাছাকাছি। ২৫ ম্যাচের মধ্যে ১৪টিতে করেছেন অর্ধশতক বা তারও বেশী রান। দুইবার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup)। এমনকি ২০২২-এও ৯৯ গড়ে করেছেন ২৯৬ রান। এহেন তারকাকে কি করে বাদ দেওয়া যায় তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। বিষয়টি নিয়ে মুখ খুলে কীর্তি আজাদ (Kriti Azad) আজ জানান যে কোহলি পাশে পাচ্ছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা’কে। বিরাটের জন্য বিসিসিআই-এর বিরুদ্ধে যেতেও যে রাজী রোহিত, তাও জানা গিয়েছে কীর্তির সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে।
সচিব জয় শাহের (Jay Shah) দিকে আঙুল তুলে তিনি লিখেছেন, “জয় শাহ, যিনি নিজে একজন নির্বাচক নন, তিনি কোন যুক্তিতে অজিত আগরকারকে নির্দেশ দিয়েছিলেন বিরাট কোহলিকে বাদ দেওয়ার ব্যাপারে অন্যান্য নির্বাচকদের রাজী করাতে? এই জন্য ১৫ মার্চের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিলো। সূত্র মারফৎ জানা গিয়েছে যে আগরকার নিজেও এই ব্যাপারে নিশ্চিত হতে পারেন নি। অন্য কাউকে বোঝাতেও পারেন নি। জয় শাহ নিজেও রোহিতের সাথে কথা বলেছেন। রোহিত স্পষ্ট জানিয়েছে যে কোনো মূল্যে ওর বিরাটকে দলে চাই। বিরাট কোহলি বিশ্বকাপ খেলবে এবং দল ঘোষণার আগেই সেটা জানানো হবে।” এখানেই থেমে না থেকে তিনি লিখেছেন, “নির্বোধদের দল গঠনের মধ্যে নাক গলানোর প্রয়োজন নেই।”
দেখে নিন কীর্তি আজাদের পোস্ট’টি-
Why should Jay Shah, he is not a selector, to give responsibility to Ajit Agarkar to talk to the other selectors and convince them that Virat Kohli is not getting a place in the T20 team. For this, time was given till 15th March. If sources are to be believed, Ajit Agarkar was… pic.twitter.com/FyaJSClOLw
— Kirti Azad (@KirtiAzaad) March 17, 2024