এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) ভারতীয় দল রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে আবারও চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করে। ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন হিটম্যান। ফলে তিনি ২০২৭ ওডিআই বিশ্বকাপ (ODI WC 2027) পর্যন্ত একদিনের ক্রিকেটে নেতৃত্বের দায়িত্ব সামলাবেন বলেই মনে করা হচ্ছিল। কিন্তু অস্ট্রেলিয়ার (India vs Australia Series) সফরের আগে দলে একাধিক পরিবর্তন ঘটায় বিসিসিআই (BCCI)।
একদিনের ক্রিকেটের নেতৃত্বের দায়িত্বে শুভমান গিলকে (Shubman Gill) নিয়ে আসা হয়। রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া অনেক ক্রিকেট ভক্ত মেনে নিতে পারেননি। এর পিছনে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সিদ্ধান্ত ছিল বলে খবর সামনে আসে। এর মধ্যেই গতকাল দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Series) বিপক্ষে ওডিআই ম্যাচের পর ভারতীয় দলের প্রধান কোচের সঙ্গে হিটম্যানকে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা গেল।
Read More: ‘গন্ডারের চামড়া দরকার..’, গৌতম গম্ভীরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জাহির খান !!
দুরন্ত ফর্মে রোহিত-

অস্ট্রেলিয়ার সফরে ভারতীয় ওডিআই দলের হয়ে নেতৃত্বের দায়িত্ব না সামলালেও ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন হিটম্যান। তিনি ওডিআই সিরিজে শেষ ম্যাচে ১২৫ বলে অপরাজিত ১২১ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছিলেন। ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হন এই তারকা। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নেমেও জ্বলে উঠেছিলেন তিনি। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ব্যর্থ হবার পর বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান রোহিত।
তার ব্যাট থেকে ৫১ বলে দুরন্ত ৫৭ রান আসে। তিনি ৫ টি চার এবং ৩ টি ছক্কা হাঁকান। এর সঙ্গেই ওডিআই ফরম্যাটে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড গড়েন এই তারকা। এখনও পর্যন্ত রোহিত এই ফরম্যাটে ৩৫২ টি ছয় মেরেছেন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে দুরন্ত শতরান করেন বিরাট কোহলি। এটা তার ৫২ তম একদিনের সেঞ্চুরি ছিল।
গম্ভীরের মুখোমুখি রোহিত-

গতকাল টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত ভারতীয় দল ১৭ রানে জয় পায়। ম্যাচ শেষে রোহিত শর্মা (Rohit Sharma) এবং গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায়। তার কিছু ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হিটম্যান রীতিমতো আঙুল তুলে আগ্রাসীভাবে কথা বলছেন। অন্যদিকে ভারতীয় দলের প্রধান কোচ হতাশভাবে দাঁড়িয়ে আছেন। নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় মজা করে উল্লেখ করছেন যে রোহিত বলছেন, “এবার আমায় বাদ দিয়ে দেখা।”
তবে আসলেই তাদের কী নিয়ে কথা হচ্ছিল তা এখনও জানা যায়নি। হিটম্যান টেস্ট ক্রিকেট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে বর্তমানে শুধুমাত্র ওডিআই ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন। তিনি যেভাবে ফর্মে রয়েছেন তাতে ২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত এই ফরম্যাটে খেলবেন বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য রোহিত বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যিনি একদিনের ক্রিকেটে ৩ বার ডবল সেঞ্চুরি করেছেন। এই ফরম্যাটে তার ২৭৭ ম্যাচে ১১,৪২৭ রান এসেছে।