ফর্মে ফিরতে বড় সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রঞ্জি ট্রফিতে মাতাবেন মঞ্চ !! 1

অস্ট্রেলিয়া সিরিজে হয়েছিলেন ডাহা ফেল! এবার নিজেকে শোধরাতে কঠিন অনুশীলনে নামতে চলেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ঘরের মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হিটম্যানের ব্যাট ছিল শান্ত। এরপর অস্ট্রেলিয়াতেও রোহিতের থেকে আসেনি কোনো বড় স্কোর। বিগত ৪ মাস ধরে পুরোপুরি ছন্দ হারিয়েছেন রোহিত। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি আর এই ট্রফি শুরু হওয়ার আগে ফর্মে ফেরতে মোরিয়া ক্যাপ্টেন রোহিত। আগামী মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি, আর তার আগে ভারতে আসছে ইংল্যান্ড।

বড় সিদ্ধান্ত নিলেন রোহিত

Rohit Sharma
Rohit Sharma | Image: Getty Images

তাই প্রতিযোগিতামুলক ম্যাচের আগে নিজেকে ঝালিয়ে নিতে চান রোহিত। জানা গিয়েছে এবার ফর্মে ফিরতে আলাদাভাবেই মুম্বইতে অনুশীলন শুরু করবেন ক্যাপ্টেন রোহিত। মুম্বাই তাদের পরবর্তী ম্যাচটি জম্মু কাশ্মীরের বিরুদ্ধে খেলতে চলেছে, আর এই ম্যাচের আগে রোহিত শর্মাও মুম্বইয়ের রাজ্য সংস্থার মাঠ (ওয়ানখেরে স্টেডিয়ামে) অনুশীলনে যাবেন বলে জানা গিয়েছে। যদিও রঞ্জিতে রোহিতকে দেখা যাবে কিনা সে বিষয়ে এখনও পরিষ্কার কিছু জানা যায়নি। তবে, ২০১৫ সালে শেষবার রোহিত উত্তর প্রদেশের বিরুদ্ধে খেলেছিলেন।

Read More: “পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে…” কোহলিকে ‘খোঁচা’ শোয়েব আখতারের, দিলেন ফর্মে ফেরার টোটকা !!

২০২৪ সালে টেস্ট ফরম্যাটে রোহিত ১৪ ম্যাচে ২৪.৭৬ গড়ে ৬১৯ রান বানিয়েছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত মাত্র ৩১ রান বানাতে সক্ষম হয়েছিলেন তার গড় ছিল মাত্র ৬.২০। খারাপ ফর্মের জন্য নিজেকেই সিডনি টেস্ট থেকে সরিয়ে নিয়েছিলেন। ফর্মে ফিরতে এবার মঙ্গলবার নেমে পড়ছে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত। তবে রঞ্জি ট্রফিতে খেলবেন কিনা সে বিষয়ে রয়েছে জল্পনা। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসাবে ইতিমধ্যেই বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের মাঠে অনুশীলন করছেন তিনি। এরপর রোহিতকে মুম্বাই ক্রিকেটের সঙ্গেও অনুশীলনে দেখা যাবে। মুম্বাই ক্রিকেটের এক কর্তা জানিয়ে দিয়েছেন, “মুম্বই দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা জানিয়েছে রোহিত। তবে রঞ্জি ট্রফির কোনো ম্যাচ খেলবেন কিনা সেটা এখনও নির্দিষ্ট করেননি রোহিত।

ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন করবেন রোহিত

Rohit Sharma, ind vs aus
Rohit Sharma | Image: Getty Images

ফর্মে ফিরতে ঘরোয়া ক্রিকেটে ফেরার থেকে বড় বিকল্প কিছু হতেই পারে না। যদিও ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর রোহিত-বিরাটদের ঘরোয়া ক্রিকেট মা খেলার ছাড় দিয়েছিল, তাই বাংলাদেশ-কিউই’ সিরিজের আগে দুলিপ ট্রফিতে রোহিত-বিরাটকে দেখতে পাওয়া যায়নি। যদিও অস্ট্রেলিয়ায় সিরিজ হারের পর টনক নড়েছে গম্ভীর ও টিম ম্যানেজমেন্টের। গৌতম মন্তব্য করে জানিয়ে দিয়েছেন, “আমি চাইব সকলকে ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত। ঘরোয়া ক্রিকেটে গুরুত্ব দেওয়া প্রয়োজন। লাল বলের ক্রিকেটের তাঁদের প্রতি দায়বদ্ধতা থাকলে তাঁদের ঘরোয়া ক্রিকেট খেলা উচিত।

অনুশীলনের জন্য ওয়ানখেড়ে পৌঁছেছেন রোহিত

Read Also: Rohit Sharma: “ক্যাপ্টেন খুঁজে নিন…” BCCI-এর মুখের উপর বললেন রোহিত শর্মা, খুব শীঘ্রই নেবেন অবসর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *